ঈদ মুবারক। আর দুই দিন পর মুসলিম জাহানের শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ। কোটি কোটি মানুষ আল্লাহর রাহে পশু কোরবানি করবে। অথচ পশু কোরবানিটা একটা প্রতীকী ব্যাপার। কোরবানি করা উচিত প্রতিটি মানুষের ভিতরে লুকিয়ে থাকা পশুত্বকে। আমরা খুব বেশি মানুষ নিজের পশুত্বকে কোরবানি না করে জীবজন্তু কোরবানি করি। তাতে মহান স্রষ্টা রব্বুল আলামিন কতটা খুশি হন আমরা কেউ জানি না। আল্লাহর নির্দেশ…