জগৎ সংসার বড়ই রহস্যময়। সুখ-দুঃখকে মাড়িয়ে আমাদের পথ চলতে হয়। জীবনের চাওয়াপাওয়ার হিসাবগুলোও বড় অদ্ভুত। সব হিসাব মিলবে তারও কথা নেই। সময় পরিস্থিতি পরিবেশ অনেক কিছু বদলে দেয়। আজ যা চাওয়ার হিসাব কাল তা না-ও থাকতে পারে। রাজনীতি, সমাজ- সংস্কৃতিতে একদল মানুষ আড়ালে থাকে। আরেক দল সামনে থেকে সবকিছু সামাল দেয়। শচীনের মতো কুমিল্লার কৃতী সন্তানদের আরেকজন মীরা দেববর্মণ। তাঁর লেখা গান…