মুক্তিযুদ্ধ কথাটির বিশাল ব্যাপ্তি রয়েছে। এর অর্থ ও তাৎপর্য শুধু একাত্তরের ৯ মাসের মধ্যে সীমাবদ্ধ নয়। একটু পেছনে ফিরে তাকাই। সবারই জানা ১৯৪৭ সালে আমরা একবার স্বাধীন হয়েছিলাম। কিন্তু বছর না ঘুরতেই সেই স্বাধীনতা বাঙালিদের কাছে অর্থহীন হয়ে যায়। তার জন্য বলা হয়ে থাকে পাকিস্তানের জন্মের মধ্যেই তার মৃত্যুর বীজ নিহিত ছিল। একটি রাষ্ট্র শুধু একটি ধর্মের মানুষের জন্য হবে এমন অবাস্তবতা…