মহান আল্লাহ রব্বুল আলামিন তাঁর সৃষ্টিকৌশলের কত গোপন রহস্য লুকিয়ে রেখেছেন যা কারও পক্ষেই বোঝা সম্ভব নয়। সময়ের বিষয় কখনো অসময়ে বোঝা যায় না। প্রতিটি মানুষের জীবন স্তরে স্তরে বিকশিত। মনে হয় এক দিন আগে ও এক দিন পরের অবস্থা খুব একটা পুরোপুরি অনুধাবন করা যায় না। সেই কবে জন্মেছিলাম এক অজপাড়াগাঁয়ে। রাস্তাঘাট ছিল না, ছিল না শিক্ষাদীক্ষার তেমন সুব্যবস্থা। আস্তে আস্তে বড় হতে থাকলাম,…