তুচ্ছ বিষয়কে অধিক গুরুত্ব দেওয়া আলাদা ব্যাপার। ভারতে কেবল দুজন প্রধানমন্ত্রীর শাসনামলে লোকসভা ও রাজ্যসভার নির্বাচন হয়েছিল একই দিনে। জওহরলাল নেহরুর সময় ১৯৫২ ও ১৯৫৭ সালে। তারপর ১৯৬৭ সালে তাঁর মেয়ে ইন্দিরা গান্ধীর সময়। কেরালায় তুচ্ছ বিষয়কে অধিক গুরুত্ব দেওয়া হয় ১৯৫৯ সালে। সে বছর ৩১ জুলাই নেহরু তাঁর মেয়ে কংগ্রেস সভাপতি ইন্দিরা গান্ধীর পরামর্শে কেরালায় নামবুদ্রিপাদের নেতৃত্বাধীন…