মানুষ যা চায় সকলে তা পায় না, আবার যা পায় তা-ও নাকি ভুল করে পায়। এটি কোনো আপ্তবাক্য নয়। মনে হয়, কথার কথা। প্রয়াত সিএসপি কর্মকর্তা, লেখক ও গবেষক ড. আকবর আলি খান তাঁর অসংখ্য লেখায় এবং স্মৃতিচারণায় উল্লেখ করেছেন, তিনি মনেপ্রাণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চেয়েছিলেন। শেষ জীবনে এসে আত্মজীবনীমূলক বই ‘পুরানো সেই দিনের কথা’য় এসব সবিস্তারে উল্লেখ আছে। স্নাতক (অনার্স)…