ঈশ্বর যদি বিশ্বাসীদের হয়ে থাকেন তাহলে এ সপ্তাহে তিনি আমেরিকান হয়ে গেছেন। মুখের ওপর দিয়ে যে বুলেট চলে যাওয়ার সময় একটু ঘষা দিয়ে এক কানের কিছু রক্ত বের করে, সংহার করে না, ব্যাপারটি যে দৈব হস্তক্ষেপের ফল এর চেয়ে বড় প্রমাণ আর কী হতে পারে? ডোনাল্ড ট্রাম্পের ওপর পেনসিলভানিয়ায় হত্যার চেষ্টা ঘটে যাওয়ার পর এরকম কথকতা রিপাবলিকান মতবাদ হয়ে উঠেছে। রিপাবলিকান কনভেনশনে বক্তৃতাকালে একজন…