একাত্তরের আগস্ট মাসের শেষের দিকে ক্যাম্পে খবর এলো আমাদের গ্রামের ছালাম মোল্লা (ছদ্মনাম) রাজাকার হয়েছে। শুনলাম সে লুঙ্গির ওপর একটা খাকি শার্ট এবং হাতে একটি লাঠি নিয়ে শহর থেকে প্রায় দিনই গ্রামে আসে। বাড়ি বাড়ি ঘোরাফেরা করে। পাকিস্তানি মিলিটারির উচ্চ প্রশংসাসহ নানা কথা বলে মানুষকে ভয়ভীতি দেখায়। গৃহস্থের পোষা মোরগ-মুরগি, কখনো ডিম এবং গাছের লাউ, কুমড়াটা নিয়ে যায়। বলে, এগুলো…