মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে যানজটের নগরী ঢাকার নাগরিকদের জন্য যে স্বস্তি বয়ে এনেছিল তা কেড়ে নিয়েছে সন্ত্রাসের তান্ডব। কোটা সংস্কার আন্দোলনের আড়ালে একাত্তরের পরাজিত শক্তির বংশবদরা পরিকল্পিতভাবে জাতীয় সম্পদ ধ্বংসযজ্ঞে মেতে উঠেছিল। কোটা সংস্কার সর্বস্তরের ছাত্রদের সমর্থনধন্য আন্দোলন হলেও এর সঙ্গে জ্বালাও-পোড়াও, লুটপাটের কোনো সম্পর্ক ছিল না। তার সুস্পষ্ট প্রমাণ গত শনিবার ঢাকা মেডিকেলে সহিংসতার ঘটনায় চিকিৎসাধীন ১৫৯ জনের মধ্যে মাত্র দুজন শিক্ষার্থী। শনিবার ৮৫ জন হাসপাতাল ছাড়েন। তাদের মধ্যে মাত্র চারজন শিক্ষার্থী। কারফিউ শিথিল ও জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক হয়ে আসার পর্যায়ে মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় রাজধানীজুড়ে যানজট দেখা দিয়েছে। যাত্রীদের যানজট থেকে রেহাই দিয়ে স্বল্প সময়ে গন্তব্যস্থলে পৌঁছে দিত মেট্রোরেল। আর শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অবিশ্বাস্য কম সময়ের মধ্যে যানবাহন পৌঁছানোর স্বপ্ন বাস্তব করেছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। কোটা সংস্কার আন্দোলনের সুযোগে নাশকতাকারীরা পরিকল্পিতভাবে মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর হামলা চালায়। তাদের বিনাশী থাবায় মেট্রো ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যাপক ক্ষতি হয়। ফলে এ দুটি গণমুখী সেবা কার্যক্রম আপাতত বন্ধ। কবে নাগাদ আবার এগুলো চালু হবে সেটিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো নিশ্চিত হতে পারেননি। যোগাযোগব্যবস্থায় চালু হওয়া যুগান্তকারী এই দুই মাধ্যম চালুর আগে নগরজীবন যেমন থমকে ছিল, এগুলো বন্ধ হওয়ার পর আবারও ঢাকার রাজপথ যানজটে স্থবির হয়ে পড়েছে। মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় ঢাকাবাসীও উপলব্ধি করছেন, এগুলোর কারণে তারা কতটা গতিশীল হয়েছেন। তবে এ দুটি যোগাযোগমাধ্যমের কার্যক্রম দ্রুত শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছেন। আশা করা যায়, সম্ভাব্য কম সময়ের মধ্যে চালু হবে মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ে। আমরা আশা করব কোটা সংস্কার আন্দোলনের নামে যেসব ভাড়াটে সন্ত্রাসী জাতীয় সম্পদ ধ্বংসযজ্ঞে মাঠে নেমেছিল তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। তবে কোনো ক্ষেত্রেই নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়টিও নিশ্চিত করা দরকার।
শিরোনাম
- ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঙ্কোইস বায়রো
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেল গঠন
- সোনারগাঁয়ে যুবককে পিটিয়ে পা ভাঙার অভিযোগে মামলা
- মার্চে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু করতে চায় সরকার : অর্থ উপদেষ্টা
- রাজধানীতে র্যাব পরিচয় দেওয়া ৫ ডাকাত গ্রেফতার
- মধ্যরাত থেকে পড়তে পারে ঘন কুয়াশা
- অন্তর্বর্তী সরকার একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা
- বেনাপোল দিয়ে এলো ৪৬৮ টন আলু
- শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের
- সকাল ৯টার মধ্যে হাজিরা না দিলে শাস্তি হবে ওয়াসায় কর্মরতদের
- ‘দুর্নীতিমুক্ত দেশ গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই’
- ট্রিপল মার্ডার মামলায় আওয়ামী লীগের ৪ নেতা ঢাকায় গ্রেফতার
- ‘বিএনপি ক্ষমতায় আসলে জনগণের মৌলিক অধিকার পূরণ করা হবে’
- পাহড়ে মাশরুম চাষে সফল উদ্যোক্তা হারুন
- ‘বেশি দরদ লাগলে হাসিনাকে ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী করুন’
- বাগেরহাটে সবজি-মাছে স্বস্তি মিললেও চাল-আলুতে অসস্তি
- গত ১৫ বছর একাত্তরের ইতিহাসকে বিকৃত করা হয়েছে : মির্জা ফখরুল
- টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ভিড়
- দেশের সম্পদ কাজে লাগিয়ে উন্নয়ন করেছেন জিয়াউর রহমান : রুমানা
- স্ত্রীর ইচ্ছে পূরণে বট-পাকুড় গাছের বিয়ে
প্রকাশ:
০০:০০, সোমবার, ২৯ জুলাই, ২০২৪
মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ে
নাশকতায় জড়িতদের শাস্তি হোক
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর