বিশ্বের অন্যতম শীর্ষ অর্থনীতির দেশ জাপানে বাংলাদেশি দক্ষ শ্রমিকদের কাজের সুবর্ণ সুযোগ থাকলেও যথাযথ উদ্যোগের অভাবে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। জাপানিরা ঐতিহ্যগতভাবে বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল। স্বাধীনতার পর যেসব দেশ বাংলাদেশকে দ্রুত স্বীকৃতি দেয় জাপান তার মধ্যে অন্যতম। বাংলাদেশের পুনর্গঠনে বন্ধুপ্রতিম দেশটি এগিয়ে এসেছে সব সময়। জাপান ছিল স্বাধীনতার পর এককভাবে সবচেয়ে বড় অনুদান দাতা দেশ। দেশের প্রথম মেগা প্রকল্প যমুনা সেতুও নির্মিত হয়েছে জাপানি সহায়তায়। বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতির দেশ জাপানে রয়েছে বাংলাদেশি দক্ষ শ্রমিকের কাজের অপার সুযোগ। কিন্তু যথাযথ উদ্যোগ, যোগাযোগ এবং ভাষাগত সমস্যাসহ নানা কারণে কাজে লাগানো যাচ্ছে না সেই সম্ভাবনা। বিদ্যমান সুযোগকে কাজে লাগাতে পারলেই ১২টি সেক্টরে প্রতি বছর জাপানে পাঠানো সম্ভব হবে হাজার হাজার দক্ষ শ্রমিক। এতে বৃদ্ধি পাবে বৈদেশিক মুদ্রা আয়। জাপানে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া অন্যান্য দেশের তুলনায় আলাদা। সে দেশে কর্মরত বিদেশি কর্মজীবীদের জাপানি ভাষায় দক্ষ হতে হবে। বাংলাদেশিরা জাপানে আসার আগে জাপানি ভাষা না শেখায় সুবর্ণ সুযোগ হাতছাড়া হচ্ছে। ভাষাগত দক্ষতা অর্জন করলেই প্রতি বছর কয়েক হাজার শ্রমিক কাজের সুযোগ পাবে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানে জন্মহার কম হওয়ায় সে দেশে রয়েছে কর্মক্ষম মানুষের অভাব। জাপান প্রতি বছর ১২টি সেক্টরে বিভিন্ন দেশ থেকে শ্রমিক নেয়। কিন্তু বাংলাদেশি শ্রমিক নিয়োগের মধ্যস্থতাকারী এজেন্সিগুলোর অদক্ষতা, নিয়োগকারী জাপানি কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগের অভাব, তদারকির অভাবের কারণে নষ্ট হচ্ছে অপার সম্ভাবনা। তাই অভিবাসী শ্রমিক নেওয়া অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশিরা পিছিয়ে। বর্তমান সরকারের আমলে ২০১৮ ও ২০১৯ সালে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং ও নির্দিষ্ট দক্ষ কর্মী নিয়োগের ব্যাপারে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সৃষ্টি হয় বিপুলসংখ্যক দক্ষ কর্মীর জাপানে পাঠানোর সুযোগ। সে সুযোগ কাজে লাগানোর জন্য সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে।
শিরোনাম
- বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর কমে ১০০
- সারজিস আলমের পক্ষ থেকে পঞ্চগড়ে শীতবস্ত্র পেল দুই হাজার শীতার্ত
- বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, প্রজ্ঞাপন জারি
- রাজাকারের কোনও তালিকা মন্ত্রণালয়ে নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
- উৎখাতের পর বাশার আল-আসাদের বাবার সমাধিতে অগ্নিসংযোগ
- ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন যারা
- দুই ম্যাচের জন্য নিষিদ্ধ বার্সেলোনা কোচ
- ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
- বাংলাদেশে বিপুল সম্ভাবনা দেখছে নরওয়ে : রাষ্ট্রদূত
- তিন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চসিক মেয়র
- অভিযোগ পেলেই পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে হবে : ডিএমপি কমিশনার
- নোবিপ্রবিতে ইংরেজি ও প্রযুক্তি দক্ষতা বিষয়ক শিক্ষাবৃত্তি কর্মসূচির উদ্বোধন
- টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুই নম্বরে মিরাজ
- ‘শিপিং খাত থেকে এই প্রথম ৪৭৫ কোটি টাকা সরকারি কোষাগারে জমা’
- আফগানিস্তানে মন্ত্রণালয়ে আত্মঘাতী বোমা হামলা, মন্ত্রী নিহত
- রুটকে পেছনে ফেলে টেস্টে এক নম্বর ব্রুক
- শাবিপ্রবিতে ‘অযৌক্তিক ফি’ বাতিলের দাবিতে মানববন্ধন
- সাবেক বিমান প্রতিমন্ত্রীর জামিন স্থগিত চেয়ে আবেদন
- বিএনপির লংমার্চ: আগরতলা সীমান্তে সতর্কতা বাড়িয়েছে ভারত
- নতুন শিক্ষার্থীদের শতভাগ আবাসনের আশ্বাস শেকৃবি উপাচার্যের
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
আপডেট:
জনশক্তি রপ্তানি
অযুত সম্ভাবনা জাপানে
Not defined
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর