করোনা মহামারির ক্ষত এখনো শুকায়নি। ৭০ লক্ষাধিক মানুষের মৃত্যুর শোক ভোলেনি বিশ্ববাসী। বাংলাদেশেই করোনায় মৃত্যুর সংখ্যা অন্তত ৩০ হাজার। এর মধ্যে আবার বিশ্বজুড়ে আরেক আতঙ্ক তৈরি হয়েছে মাঙ্কিপক্স নিয়ে। এ ভাইরাস থেকে সৃষ্ট রোগ মানুষসহ আরও কিছু প্রাণীর মধ্যে ছড়াতে পারে। ইতোমধ্যে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে হানা দিয়েছে মাঙ্কিপক্স। শনাক্ত হয়েছে পাকিস্তানেও। প্রতিরোধে সাজ সাজ রব পড়ে গেছে প্রতিবেশী দেশগুলোর মধ্যে। এর প্রভাব দেখে মাঙ্কিপক্সকে বিশ্বজুড়ে অতিমারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খুব দ্রুত সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে এই রোগের। ইতোমধ্যে প্রায় ১ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২০০-এর বেশি। শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। এখনো এর কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই। উদ্বেগের বিষয় হচ্ছে, এখন এ রোগের একটা নতুন স্টেনের সংক্রমণ লক্ষ্য করা যাচ্ছে, যা প্রধানত যৌন সঙ্গমের কারণে হচ্ছে। দেশে এখনো কেউ এ রোগে আক্রান্ত বলে শনাক্ত না হলেও, বিষয়টির গুরুত্ব বিবেচনা করে জরুরি পদক্ষেপ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর হটলাইন চালু করেছে। বিশেষ সতর্কতা জারি করেছে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। পরিবারে কারও মধ্যে মাঙ্কিপক্সের লক্ষণ দেখা দিলে দ্রুত হটলাইন নম্বরে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে। এসব তাৎক্ষণিক তৎপরতাকে আমরা সাধুবাদ জানাই। ঘনবসতিপূর্ণ বাংলাদেশে যে কোনো সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়ার ভয় থাকে। সাধারণ বিচারে জনসাধারণের সচেতনতা কম। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সক্ষমতারও ঘাটতি রয়েছে। ফলে আমাদের ব্যক্তি ও পরিবার পর্যায় থেকে শুরু করে শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠান, সর্বত্র বিশেষ সতর্কতার বার্তা পৌঁছে দিতে হবে। নিজেদের স্বার্থেই সবাইকে সতর্ক থাকতে হবে। সরকার এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে- সেটাই প্রত্যাশা।
শিরোনাম
- আবারও অবসরের ঘোষণা পাকিস্তানি অলরাউন্ডারের
- আ. লীগ গত ১৫ বছর জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে : রফিকুল ইসলাম
- দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিশ্চিত প্রোটিয়াদের
- ডুয়েটের ১৪ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন
- বিএনপি নেতা ইকবালকে দল থেকে বহিষ্কার
- ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঙ্কোইস বায়রো
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেল গঠন
- সোনারগাঁয়ে যুবককে পিটিয়ে পা ভাঙার অভিযোগে মামলা
- মার্চে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু করতে চায় সরকার : অর্থ উপদেষ্টা
- রাজধানীতে র্যাব পরিচয় দেওয়া ৫ ডাকাত গ্রেফতার
- মধ্যরাত থেকে পড়তে পারে ঘন কুয়াশা
- অন্তর্বর্তী সরকার একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা
- বেনাপোল দিয়ে এলো ৪৬৮ টন আলু
- শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের
- সকাল ৯টার মধ্যে হাজিরা না দিলে শাস্তি হবে ওয়াসায় কর্মরতদের
- ‘দুর্নীতিমুক্ত দেশ গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই’
- ট্রিপল মার্ডার মামলায় আওয়ামী লীগের ৪ নেতা ঢাকায় গ্রেফতার
- ‘বিএনপি ক্ষমতায় আসলে জনগণের মৌলিক অধিকার পূরণ করা হবে’
- পাহড়ে মাশরুম চাষে সফল উদ্যোক্তা হারুন
- ‘বেশি দরদ লাগলে হাসিনাকে ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী করুন’