বাংলাদেশের রাজনীতিতে কেন বারবার তিনটি শনির দশার আবির্ভাব হয় এবং সেগুলোর পর কেন চতুর্থ দৃশ্যে বৃহস্পতি দেখা যায় তা আমার মাথায় ঢোকে না। আমি নিয়তিতে বিশ্বাস করা একজন সাদামাটা হাবাগোবা মানুষ। জটিল গণনা অর্থাৎ অঙ্ক আমার মাথায় ঢোকে না। বিজ্ঞান নিয়েও আমার দুর্বলতা সীমাহীন। জীববিদ্যা, রসায়ন, পদার্থবিদ্যা, মহাকাশবিদ্যা কিংবা পানিবিদ্যার নাম শুনেছি বটে- কিন্তু বিষয়বস্তুর গভীরে …