বাংলাদেশের সংস্কার কার্যক্রমে সরাসরি যুক্ত থাকার আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চপর্যায়ের ছয় সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সোমবার দেখা করেন। তার আগে তারা পররাষ্ট্র উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার, বিদেশে পাচার অর্থ ফেরত আনাসহ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বিদেশে পাচার অর্থ ফেরত আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের অর্থনৈতিক খাতসহ সার্বিক সংস্কারের ওপর গুরুত্বারোপ এবং এ বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জগুলো তুলে ধরে প্রধান উপদেষ্টা মার্কিন প্রতিনিধি দলকে জানান, তাঁর প্রশাসন অর্থনীতিকে শক্ত ভিতের ওপর দাঁড় এবং সচল করতে আর্থিক খাতে সংস্কার কার্যক্রম শুরু করেছে। ঘণ্টাব্যাপী আলোচনায় আর্থিক সংস্কার, বিনিয়োগ, শ্রমিক ইস্যু, রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার আসন্ন নিউইয়র্ক সফরের বিষয়টি প্রাধান্য পায়। প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত সংস্কার উদ্যোগের রূপরেখা তুলে ধরেন মার্কিন প্রতিনিধি দলের কাছে। বলেন, ভোট কারচুপি প্রতিরোধ, বিচার বিভাগ, পুলিশ, বেসামরিক প্রশাসন, দেশের দুর্নীতিবিরোধী সংস্থা এবং সংবিধান সংশোধনের প্রয়াসে তাঁর সরকার দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহ পরেই ছয়টি কমিশন গঠন করেছে। মার্কিন প্রতিনিধি দলের প্রধান ব্রেন্ট নেইম্যান ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, এ সংস্কার কার্যক্রমে সহায়তা করতে পারলে ওয়াশিংটন খুশি হবে। যুক্তরাষ্ট্র সংস্কার উদ্যোগে প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তা দিতে আগ্রহী। যুক্তরাষ্ট্র প্রথম থেকেই বলে আসছে অর্থনৈতিক সংস্কার সম্পন্ন হলে মার্কিন বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে। বাংলাদেশের বিশাল বাজার, গুরুত্বপূর্ণ ভোগৌলিক অবস্থান এবং সস্তা শ্রম থাকা সত্ত্বেও দুর্নীতির কারণে সে দেশের ব্যবসায়ীরা উৎসাহী হননি। সংস্কার সম্পন্ন হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্য নতুন উচ্চতায় উঠবে। লাভবান হবে উভয় দেশই।
শিরোনাম
- নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু
- খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠলো 'ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে'
- হেফাজতে ইসলামের খুলনা জেলা ও মহানগর কমিটি গঠন
- ঢাকায় পৌঁছেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা
- দখল-চাঁদাবাজির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে : গণতন্ত্র মঞ্চ
- পুলিশকে মারপিটে উসকানির অভিযোগে তাহেরীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩
- কৃষক দলের নেতাকর্মীদের সঙ্গে নবীউল্লাহ নবীর মতবিনিময়
- ‘স্বৈরাচার শেখ হাসিনা ভারতের দালাল’
- অগ্নিকাণ্ড প্রতিরোধে কড়াইল বস্তিতে ফায়ার সার্ভিসের গণসংযোগ
- ফরিদপুরে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের প্রতিবাদ যুবদলের
- ‘খুনি হাসিনা দেশ থেকে পালালেও ষড়যন্ত্র এখনও শেষ হয়নি’
- পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের নতুন কর্মসূচি ঘোষণা
- চট্টগ্রামে পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
- ‘হাসিনা ভারতের পুতুল, যেভাবে নাচায় সেভাবে নাচে’
- মূল্যস্ফীতি ৫ শতাংশের নিচে নেমে আসবে : গভর্নর
- চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
- সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলায় চারজন গ্রেফতার
- কমল স্বর্ণের দাম
- ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের
- সিলেটে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
প্রকাশ:
০০:০০,
বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
মার্কিন প্রতিশ্রুতি
সংস্কারে বিনিয়োগের পথ খুলবে
এই বিভাগের আরও খবর