বাংলাদেশ কৃষিপ্রধান দেশ এবং এখনো পর্যন্ত দেশের বিশাল সংখ্যক মানুষ কৃষি খাতে নিয়োজিত। পদ্মা, মেঘনা, যমুনাপাড়ের এই দেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতির দেশ হিসেবেও পরিচিত। জনপ্রতি কৃষিজমির পরিমাণ কোনো কোনো দেশের চেয়ে গড়ে ১ শতাংশেরও কম। ১৮ কোটি মানুষের এই দেশে শিল্পায়নের প্রক্রিয়া বেশ জোরেশোরে শুরু হয়েছে ১৯৯০ সালের পর থেকে। দেশের ১ কোটিরও বেশি মানুষ শিল্প খাতের সঙ্গে জড়িত। কৃষির আধুনিকায়নের কারণে স্বাধীনতার পর দেশের জনসংখ্যা আড়াই গুণ বৃদ্ধির পরও খাদ্যের ক্ষেত্রে দেশ প্রায় স্বয়ংসম্পূর্ণ। টাকায় আট মণ চাল কেনা যেত সেই শায়েস্তা খানের আমলে। এ দেশে দুর্ভিক্ষ ও মঙ্গা হাতছানি দিলেও তিন দশক ধরে জাতি সে দুুর্ভাগ্যের হাত থেকে রেহাই পেয়েছে। আশার কথা, খাদ্য নিরাপত্তায় সাফল্য নিশ্চিত করতে কৃষির আধুনিকায়নে অচিরেই যুক্ত হবে আধুনিক প্রযুক্তির ড্রোন। এ প্রযুক্তি কৃষকদের উৎপাদন খরচ কমাবে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত। এর মাধ্যমে পানি কিংবা কীটনাশক ছিটানো ইউরোপ-আমেরিকার কৃষি খাতের জন্য বেশ পুরনো। বিস্তীর্ণ খেতের ছবি তুলে পোকা দমন প্রক্রিয়াও ড্রোন প্রযুক্তিতে অধিকতর সহজ পদ্ধতি হিসেবে বিবেচিত। পার্শ্ববর্তী দেশ ভারত এবং চীনে এ প্রযুক্তির ব্যবহার হয়ে আসছে। এবার ড্রোন প্রযুক্তি যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের কৃষি খাতে। ১ একর জায়গায় সবজি বা বিশেষায়িত কোনো কৃষিপণ্য আবাদে জমিতে বালাইনাশক বা পানি ¯ন্ডেপ্র করতে ২৫০ থেকে ৩০০ লিটার পানির প্রয়োজন হয়। সময়ও লাগে এক-তিন ঘণ্টা। সেখানে পানি ¯ন্ডেপ্রর কাজটি ড্রোনের মাধ্যমে করলে মাত্র ১৫-২০ লিটার পানির প্রয়োজন হবে। সময় লাগবে মাত্র ১০-১৫ মিনিট। উন্নত ড্রোন প্রযুক্তিতে অল্প সময়ে, কম খরচে অনেক বেশি জমিতে কৃষি উপকরণ বিশেষ করে সার ও বালাইনাশক ব্যবহার সম্ভব হবে। জমি চাষের পরিকল্পনা, ফসল পর্যবেক্ষণ, আগাছা, কীটপতঙ্গ এবং রোগের হাত থেকে ফসল সুরক্ষাসহ সংশ্লিষ্ট নানা ক্ষেত্রে ড্রোন ব্যবহৃত হচ্ছে দুনিয়াজুড়ে। বাংলাদেশে ড্রোন প্রযুক্তি ব্যবহার হলে জনবল ও খরচ দুই কমানো সম্ভব হবে। কৃষিকাজে উৎসাহ বাড়াবে কৃষকদের। নিশ্চিত হবে খাদ্য নিরাপত্তা।
শিরোনাম
- শহীদ আবু সাঈদের বাবাকে হেলিকপ্টারে আনা হলো সিএমএইচে
- ভারতের ‘আগ্রাসনের’ প্রতিবাদে সাবেক পুলিশ কর্মকর্তাদের বিক্ষোভ, ৬ দাবি
- কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় ১৫ ডেঙ্গু রোগী শনাক্ত
- সমুদ্র থেকে তুলে নেওয়া ৭৮ বাংলাদেশির ছবি প্রকাশ করল ভারত
- কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাদারীপুরে বর্ণাঢ্য র্যালি
- ‘ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’
- যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
- বগুড়ার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা ফারুকের মৃত্যুবার্ষিকী আজ
- এখন কত সম্পত্তির মালিক কোহলি-আনুশকা?
- অস্ত্র ব্যবহার করতে পারবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৫৭৯ কর্মকর্তা
- ‘দেশের এক ইঞ্চি দখলের চেষ্টা করলে হাত ভেঙে দিতে দ্বিধাবোধ করবো না’
- স্বার্থান্ধতার কারণে দেশের রাজনীতি আজ লক্ষ্যচ্যুত : সেলিম উদ্দিন
- ‘পুষ্পা ২’ শো শেষে সিনেমা হল থেকে মরদেহ উদ্ধার
- পিরোজপুরে আরেক মামলায় তারেক রহমানকে অব্যাহতি
- নেত্রকোনায় পিআইডির সেমিনার অনুষ্ঠিত
- দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ে পুলিশি অভিযান
- শমী কায়সারের জামিন স্থগিত চেয়ে আবেদন রাষ্ট্রপক্ষের
- অবসরে গেলেন বিচারপতি জিয়াউল করিম
- কুলাউড়ায় প্রকল্পের টাকা ছাত্রলীগ নেতার পেটে, ফেরত দিতে চিঠি
- ১০ ট্রাক অস্ত্র মামলায় হাইকোর্টে খালাস চাইলেন লুৎফুজ্জামান বাবর
প্রকাশ:
০০:০০, সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
কৃষিতে ড্রোন প্রযুক্তি
খরচ কমবে লাভবান হবে কৃষক
টপিক
এই বিভাগের আরও খবর