রাজনৈতিক পট পরিবর্তনের পনেরো মাস পরও প্রত্যাশিত সামাজিক স্থিতিশীলতা আসেনি। যথাযথ পেশাদারি দৃঢ়তা নিয়ে ঘুরে দাঁড়াতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদিও বিচারিক ক্ষমতা নিয়ে তাদের পাশে রয়েছে সেনাবাহিনী। বিশেষ প্রয়োজনে সব বাহিনী এককাট্টা হয়ে মাঠে নামছে। দেশব্যাপী সাঁড়াশি অভিযান চালাচ্ছে। এসবের মধ্যেই ঘটেছে রোমহর্ষক খুনখারাবি, দিনদুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা, বিচারকের বাসায় ঢুকে তাঁর ছেলেকে খুন, এমনকি হাই কোর্টের মতো সংবেদনশীল এলাকায় ড্রামে খণ্ডবিখণ্ড লাশ রেখে যাওয়ার ধৃষ্টতা। এর পাশাপাশি তথাকথিত ‘মব’ সৃষ্টির মাধ্যমে দলবদ্ধ উচ্ছৃঙ্খল জনতার উন্মত্ততা তো আছেই। যার শিকার হয়ে চরম নির্যাতনে প্রাণ হারাচ্ছে, গুরুতর আহত হচ্ছে অনেক মানুষ। যাদের অনেকেই মবের শিকার হচ্ছে নিছক সন্দেহে, গুজবে, কোনো ক্ষেত্রে পূর্বশত্রুতার ব্যক্তিগত আক্রোশে। এটা যেমন সামাজিক শৃঙ্খলা, স্থিতিশীলতা ও নিরাপত্তার ব্যত্যয়; তেমনি আইনশৃঙ্খলা রক্ষীদের অপারগতার পরিচায়ক। এ দীনতা জয় করা বাহিনীর জন্য জরুরি। বিশেষত যখন সামনে নির্বাচন। আরও নিকট সন্নিকট, চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা। যা হবে সোমবার। ১৭ নভেম্বর। গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এটাই প্রথম কোনো মামলা, যার রায়ের তারিখ ধার্য করা হলো। এ মামলায় শেখ হাসিনার সঙ্গে অন্য দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক আইজিপি। বৃহস্পতিবার এই দিন ঘোষণার প্রেক্ষাপটে চিফ প্রসিকিউটর বলেন, এ রায়ে দেশে মানবতাবিরোধী অপরাধের ইতি ঘটবে। অন্যদিকে এটা সামনে রেখে, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বেশ কদিন ধরে নানা কর্মসূচি ঘোষণা করছে। তাদের নেতা-কর্মী-সমর্থকরা গা-ঢাকা দিয়ে নাশকতা চালাচ্ছে। ঝটিকা মিছিল, চোরাগোপ্তা হামলা, আগুনসন্ত্রাস চালাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। এসব দুর্বৃত্তায়নে হতাহতের ঘটনা ঘটছে। ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হচ্ছে। উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে সর্বসাধারণের মনে। এটা দূর করে মানুষের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা এবং সরকারের দৃঢ়তার ওপর জনগণের আস্থা ফেরানো তাদেরই কর্তব্য। তার জন্য কী করণীয়, তা নিশ্চয় তারা নির্ধারণ ও বাস্তবায়ন করবে।
শিরোনাম
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’