রবিবার, ১৪ জুলাই, ২০১৩ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি

প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা, আজ তোমাদের ভর্তি পরীক্ষায় সহায়ক বাংলাদেশ ও আন্তর্জাতিকবিষয়ক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নাবলী নিয়ে আলোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী- মো. রাসেল মলি্লক

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি

বাংলাদেশ বিষয়াবলি

১. বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি?

ক. বট গাছ খ. আম গাছ

গ. কাঁঠাল গাছ ঘ. লিচু গাছ

২. 'মুণ্ডা' উপজাতিরা বাংলাদেশের কোন জেলায় থাকে?

ক. সিলেট খ. চট্টগ্রাম

গ. শেরপুর ঘ. বান্দরবান

৩. প্রাচ্যের ডান্ডি নামে পরিচিত ছিল কোনটি?

ক. খুলনা খ. চট্টগ্রাম

গ. নারায়ণগঞ্জ ঘ. চাঁদপুর

৪ . বাংলাদেশের আকবর বলে পরিচিত ছিল-

ক. সিকান্দার শাহ খ. হোসেন শাহ

গ. ফিরোজ শাহ ঘ. নুসরত শাহ

৫. বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?

ক. ১৯০১ সালে খ. ১৯০৫ সালে

গ. ১৯০৯ সালে ঘ. ১৯১১ সালে

৬. বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা কোনটি?

ক. রংপুর খ. বরিশাল

গ. মাগুরা ঘ. ফেনী

৭. কত সালে ঢাকা চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়?

ক.১৯৬০ খ. ১৯৬৪

গ. ১৯৭৪ ঘ. ১৯৮০

৮. বাংলাদেশে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা?

ক. ৫৬৯ জন খ.৬৭৬ জন

গ. ৭১০ জন ঘ.৮২৯ জন

৯. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

ক. সৈয়দ মাইনুল হোসেন খ. মো. মাইনুল হাসান

গ. হামিদুজ্জামান খান ঘ. সৈয়দ আবদুল্লাহ খালেদ

১০. বাংলা চলচ্চিত্রের মধ্যে 'ডক্টরেট' ডিগ্রি লাভকারী অভিনেত্রীর নাম কি?

ক. কবরী খ. ববিতা গ. শাবানা ঘ. চম্পা

১১. বাংলাদেশে রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়?

ক. সৈয়দপুর খ. আখাউড়া

গ. চট্টগ্রাম ঘ. পাকশি

১২. 'সাগর কন্যা' কার উপনাম?

ক. ভোলা খ. মহেশখালী

গ. পটুয়াখালী ঘ. সেন্ট মার্টিন

১৩. বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কোনটি?

ক. ৮ ঃ ৬ খ. ১০ ঃ ৬ গ. ১০ ঃ ৮ ঘ. ১২ ঃ ৬

১৪. বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয় কখন?

ক. ২১.০২.১৯৫২ খ. ০৩.১২.১৯৫৫

গ. ২৬.০৩.১৯৭১ ঘ. ১৬.১২.১৯৭১

১৫. 'বাংলাপিডিয়া'-এর প্রধান সম্পাদক কে?

ক. অধ্যাপক ড. সিরাজুল ইসলাম খ. অধ্যাপক ড. মনিরুজ্জামান মিঞা

গ. অধ্যাপক ড. নজরুল ইসলাম ঘ. অধ্যাপক ড. শামছুল আলম

 

উত্তরমালা : ১.খ ২.ক ৩.গ ৪.খ ৫.ঘ ৬.গ ৭.খ ৮.খ ৯.ক ১০.খ ১১.ক ১২.গ ১৩.খ ১৪.খ ১৫.ক।

 

সর্বশেষ খবর