রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা : বাংলা প্রথমপত্র

প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা প্রথমপত্রের নৈর্ব্যক্তিক মডেল টেস্ট দেওয়া হলো। এটি তৈরি করেছেন ঢাকার সেন্ট গ্রেগরি হাইস্কুলের সাবেক শিক্ষক- আতাউর রহমান সায়েম

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা : বাংলা প্রথমপত্র

 

২৫. 'নদীর স্বপ্ন' কবিতাটির উদ্দেশ্য-

i. কল্পনাশক্তির প্রসার ঘটবে

ii. প্রকৃতির প্রতি আকর্ষণ বাড়বে

iii. দেশের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii

২৬. 'সব সুন্দরই সরাসরি প্রয়োজনে বাইরে'- এর কারণ কী?

ক. প্রয়োজনের জিনিস মনকে তৃপ্ত করে

খ. অপ্রয়োজনের জিনিস শরীরকে তৃপ্ত করে

গ. প্রয়োজনের জিনিস শরীরকে তৃপ্ত করে

ঘ. অপ্রয়োজনের জিনিস মনকে তৃপ্ত করে

২৭. 'দেশ' কবিতার প্রথম স্তবকে চরণের সংখ্যা কত?

ক. ৮ খ. ১০ গ. ১২ ঘ. ১৪

নিচের উদ্দীপকটি পড় এবং ২৮নং প্রশ্নগুলোর উত্তর দাও:

'স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়?

দাসত্বের শৃঙ্খল বল, কে পরিবে পায় হে? কে পরিবে পায়?'

২৮. উদ্দীপকের মূলভাবের সঙ্গে 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' ভাষণের যে/ যেগুলো দিকের ইঙ্গিত বহন করে_

i. শোষণের ii. অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ

iii. স্বাধীনচেতা মনোভাব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii গ. iii ঘ. i, ii ও iii

২৯. রহমত কেন হাউমাউ করে কান্না করতে যাচ্ছিল?

ক. মোড়লের রোগ ভালো না হওয়ার ভয়ে

খ. মোড়ল কর্তৃক প্রতারিত হওয়ার কারণে

গ. মোড়লের রোগ সম্পর্কে কবিরাজের কথা শুনে

ঘ. মোড়লের জন্য সুখী মানুষের জামা না পাওয়ায়

নিচের উদ্দীপকটি পড় এবং ২৮নং প্রশ্নগুলোর উত্তর দাও:

বিশ্বে পুরুষের পাশাপাশি নারীরাও সাহসিকতার সঙ্গে কাজ করে সুনাম অর্জন করছে. বাংলাদেশের নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাসরিন ২০১২ সালে পৃথিবীর সর্বোচ্চ মাউন্ট এভারেস্ট - এর চূড়ায় দেশের পতাকা উত্তোলন করে ইতিহাসের পাতায় নাম লেখেন.

৩০. উদ্দীপকে 'নারী' কবিতার যে দিকটি ফুটে উঠেছে-

i. নারীর সাহসিকতা রর. নারীর অবদান

iii. নারীর কল্যাণপথে এগিয়ে চলা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

৩১. 'গাছ লাগান পরিবেশ বাঁচান'_ এ উক্তিটি 'জাগো তরে অরণ্য কন্যারা' কবিতার যে কারণে মূল প্রতিবাদ্য বিষয়_

i. পরিবেশ দূষণ রোধে

ii. অরণ্য নিধন রোধে উৎসাহিত করতে

iii. প্রকৃতির ঐশ্বর্য রক্ষায় নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

৩২. 'পড়ে পাওয়া' গল্পে বিধু কীসের প্রতীক?

ক. নির্ভরতার খ. অভিজ্ঞতার গ. বিদ্বানের ঘ. দুরন্তের

৩৩. ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি?

ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. ছয়টি

৩৪. মোগল সম্রাট আকবর কীসের সমন্বয় সাধন করে বাংলা সন চালু করেন?

ক. ইংরেজি খ্রিস্টাব্দের সঙ্গে চান্দ্র হিজরি সন

খ. চান্দ্র হিজরি সনের সঙ্গে ভারতবর্ষের সৌরসন

গ. আরবি সনের সঙ্গে চান্দ্র হিজরি সন

ঘ. ফারসি সনের সঙ্গে চান্দ্র হিজরি সন

৩৫. 'একুশের গান' কবিতার মূল সুর হলো-

i. বাঙালির আত্দত্যাগ রর. শহিদদের স্মরণ

iii. শোষণের বিরুদ্ধে সোচ্চার

কোনটি সঠিক?

ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii

৩৬. সংস্কৃত ভাষাকে বাংলার জননী বলা হতো কেন?

ক. বাংলাকে সংস্কৃতের কন্যা ভেবে

খ. পণ্ডিতদের সংস্কৃতপ্রীতির জন্য

গ. উচ্চশ্রেণীর লোকেরা সংস্কৃত ব্যবহার করত বলে

ঘ. সংস্কৃতের অনেক শব্দ বাংলায় ব্যবহার করত বলে

৩৭. 'একুশের গান' প্রথম ছাপা হয় কত সালে?

ক. ১৯৫১ খ. ১৯৫২ গ. ১৯৫৩ ঘ. ১৯৫৪

৩৮. নববর্ষের প্রধান সর্বজনীন উৎসব কয়টি?

ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি

৩৯. কবি আবদুল গাফ্ফার কেন নাগিণী- কালবোশেখীদের জাগতে বলেছেন?

ক. কিশোর হত্যার বিক্ষোভের জন্য

খ. কিশোরী হত্যার বিক্ষোভের জন্য

গ. শিশু হত্যার বিক্ষোভের জন্য

ঘ. নারী হত্যার বিক্ষোভের জন্য

৪০. 'কত নারী দিল সিঁথির সিঁদুর'- চরণটি দ্বারা কী বোঝানো হয়েছে?

ক. অসংখ্য নারী সিঁথির সিঁদুরে সেজেছে

খ. অসংখ্য নারী জীবন উৎসর্গ করেছে

গ. অসংখ্য নারী স্বামীকে হারিয়েছে

ঘ. অসংখ্য নারী যুদ্ধে প্রাণ হারিয়েছে

 

উত্তরমালা : ২৫. ঘ ২৬. ঘ ২৭. ক ২৮. ঘ ২৯. ক ৩০. ঘ ৩১. ঘ ৩২. খ ৩৩. ক ৩৪. খ ৩৫. ঘ ৩৬. ক ৩৭. গ ৩৮. গ ৩৯. গ ৪০. গ।

 

 

সর্বশেষ খবর