মঙ্গলবার, ৪ মার্চ, ২০১৪ ০০:০০ টা
৩৪তম বিসিএস লিখিত

বাংলা প্রথমপত্রের সাজেশন

শামসুল আলম, বিভাগীয় প্রধান (বাংলা), কনফিডেন্স এডুকেশনাল কনসালটেশন

বাংলা প্রথমপত্রের সাজেশন

ক.    অনধিক ২০টি বাক্যে ভাব-সম্প্রসারণ কর :
১.    অর্থই অনর্থের মূল।
২.    আপনি আচরি ধর্ম পরকে বোঝাও।
৩.    গতিই জীবন, স্থিতিতে মৃত্যু।
৪.    কীর্তি মানের মৃত্যু নাই।
৫.    দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ স্বরূপ।
৬.    পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথ সৃষ্টি করে।
৭.    বিদ্যার সাধনা শিষ্যকে অর্জন করতে হয়, গুরু উত্তর সাধক মাত্র।
৮.    বিত্ত হতে চিত্ত বড়।
৯.    বুদ্ধি যার বল তার।
১০.    বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে।
১১.    মঙ্গল করিবার শক্তিই ধন, বিলাস ধন নহে।
১২.    যে সহে, সে রহে।
১৩.    সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।
১৪.    কর্তব্যের কাছে ভাই বন্ধু কেউ নেই।
১৫.    জন্ম হোক যথা তথা কর্ম হোক ভাল।
১৬.    সবুরে মেওয়া ফলে।
১৭.    সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।
১৮.    তেলের মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির সেবা।
১৯.    সবলের পরিচয় আত্মপ্রসারে আর দুর্বলের স্বস্তি আত্মগোপনে।
২০.    স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।
খ.     সারাংশ ও সারমর্ম :
১.    মানুষের মূল্য কোথায়?-----চরিত্রবান মানে এই।
২.    জীবন বৃক্ষের শাখায়----সার্থক ও ভারমুক্ত।
৩.    অভ্যাস ভয়ানক জিনিস----তাহলে সব পণ্ড হবে।
৪.    নীরব ভাষায় বৃক্ষ আমাদের----অন্তরের যে পরিপক্বতা, তাই তো আত্মা।
৫.    বাল্যকাল হইতে ----স্বভাবিক নিয়মে ফল লাভ করে।
৬.    কোন পাথের নিয়ে এসেছ?----প্রয়োজন মানুষের শিক্ষা।
৭.    এই সব মূঢ় ম্লান মুখে---- মনে মনে।
৮.    জাতিতে জাতিতে---নহে কিছু তাহার অধিক।
৯.    শৈশবে সদুপদেশ ---- না আসিলে ফিরে।
১০.    অদ্ভুত আঁধার এক ----আজ তাদের হƒদয়।
১১.    হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান---- হেরি কল্পলোক।
১২.    বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়---- তোমারি মন্দির মাঝে।
১৩.    বিপুলা এ পৃথিবীর---- এক কোণ।
১৪.    এ দুর্ভাগ্য দেশ হতে----চূর্ণ করি দূর কর।
১৫.    আঠারো বছর বয়সে আঘাত আসে----এ বয়স নতুন কিছু তো করে।
১৬.    এসেছে নতুন শিশু----দৃঢ় অঙ্গীকার।
১৭.    দণ্ডিতের সাথে ----তুমি তার কাছে।
১৮.    কীসে হয় মর্যাদা----বলবো
১৯.    মাতৃস্নেহের----সে কথা বুঝে না।
২০.    ভবিষ্যতের ভাবনা ভাবাই----একবার ভেবে দেখা উচিত।
প্রবাদ বাক্য:
ছয়টি পূর্ণবাক্যে নিহিতার্থ প্রকাশ কর :
১.    কাকের বাসায় কোকিলের ছা, জাত স্বভাবে করে রা।
২.    গেয়ো যোগী ভিখ পায় না।
৩.    রোম নগরী একদিনে গড়িয়া উঠে নাই।
৪.    সবুরে মেওয়া ফলে।
৫.    অতি দর্পে হত লঙ্কা।
৬.    হাতের লক্ষ্মী পায়ে ঠেলা।
৭.    সাবধানের মার নেই।
৮.    উচিত কথায় বন্ধু বেজার।
৯.    গো মড়কে মুচির পার্বণ।
১০.    মুঘল পাঠান হদ্দ হল ফার্সি পড়েন তাঁতি।
১১.    ইচ্ছা থাকলে উপায় হয়।
১২.    এক মাঘে শীত যায় না।
১৩.    কাক কোকিলের একই বর্ণ
    স্বরে কিন্তু ভিন্ন ভিন্ন ।
১৪.    কাজের বেলায় কাজী কাজ ফুরালে পাজী।
১৫.    কষ্ট না করিলে কেষ্ট মেলে না।
১৬.    গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন।
১৭.    চকচক করলেই সোনা হয় না।
১৮.    তেল মাথায় তেল দেয়া মনুষ্য জাতির রোগ।
১৯.    দশের লাঠি একের বোঝা।
২০.    ধর্মের ঢাক আপনি বাজে।
২১.    নাচতে না জানলে উঠানের দোষ।
২২.    নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?
২৩.    বড়র পিরীতি বালির বাঁধ।
২৪.    মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।
২৫.    যতনে রতন মেলে।
২৬.    যেমন কর্ম তেমন ফল।
২৭.    লোভে পাপ পাপে মৃত্যু।
২৮.    সঙ্গদোষে লোহা ভাসে।
২৯.    সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়।
৩০.    সবার উপরে মানুষ সত্য/তাহার উপরে নাই।     [চলবে]

 

সর্বশেষ খবর