বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা
বাংলা ও সাধারণ জ্ঞান

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা-২০১৫

শেখ শামীম আহমেদ, পরিচালক শহীদ ক্যাডেট একাডেমি, সেক্টর-৯, উত্তরা, ঢাকা

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা-২০১৫

বাংলা-৪০

১. 'গোরা' উপন্যাসটির রচয়িতা কে?

২. 'মানুষ জাতি' কবিতার মূল কবিতা কোনটি?

৩. কাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অপরাধে কাজী নজরুলকে কারাবরণ করতে হয়েছিল?

৪. 'মশগুল' শব্দের অর্থ কি?

৫. কোন কবিতাটি 'ছেলে বুড়োর ছড়া' থেকে সংকলিত?সুখ/ সভা/ মুজিব

৬. 'গির্জে' শব্দের অর্থ কি?

৭. 'ফাল্গুন' বাংলা বছরের কততম মাস?

৮. কোন কবি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি নেন?আল মাহমুদ/ সানাউল হক/ শামসুর রাহমান

৯. শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের জন্য মাদার তেরেসা কি স্থাপন করেন?

১০. কোন স্কুল থেকে সৈয়দ শামসুল হক ম্যাট্রিক পাস করেন?

১১. 'সরা' শব্দের অর্থ কি?

১২. বড়লোক ঘরের মেয়েরা কানে কি অলঙ্কার পরত?

১৩. মহাকাশ থেকে দিনরাত কিসের ছবি তোলা হচ্ছে? পৃথিবীর/ গ্রহের/ চাঁদের

১৪. কে ভাষা আন্দোলনকারীদের ভারতের চর, হিন্দু ও কমিউনিস্ট বলে আখ্যা দিয়েছিল?

১৫. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য কে ছিলেন?

১৬. প্রথম প্রকাশিত বাংলা ব্যাকরণের নাম কি?

১৭. রূপ তত্ত্বের অপর নাম কি?

১৮. শ,ষ,স,হ এই বর্ণগুলোকে কি বর্ণ বলা হয়নাসিক্য বর্ণ/ অন্তঃস্থবর্ণ/ উষ্মবর্ণ

১৯. ট বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়ঙ্/ ন/ ষ/ স

২০. ঐশ্বরিক শব্দের সন্ধি বিচ্ছেদ কর।

২১. হাইফেন (-) এরপর কতক্ষণ থামতে হয়?

২২. শুক এর স্ত্রী লিঙ্গ কি?

২৩. ইতর প্রাণী ও অপ্রাণীবাচক শব্দের শেষে কোন বহুবচন বোধক শব্দ যোগ হয়?, এরা/ গুলা, গুলো/ গণ, বৃন্দ/ বৃন্দ, বর্গ

২৪. তারিখবাচক শব্দের প্রথম চারটি অর্থাৎ ১ থেকে ৪ পর্যন্ত কোন নিয়মে সাধিত হয়?চীনা নিয়মে/ হিন্দি নিয়মে/ পাঞ্জাবী নিয়মে/ গুজরাটি নিয়মে

২৫. বিশেষণ পদ যোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?লাল লাল ফুল/ জ্বরজ্বর লাগছে/ গ্রামে গ্রামে যাব/ভাইয়ে ভাইয়ে যুদ্ধ

২৬. 'প্রতিদিন ফুল ফুটতো' কোন কাল?সাধারণ অতীত/ ঘটমান অতীত/ নিত্যবৃত্ত অতীত

২৭. নদী কোন বিশেষ্যের উদাহরণ?জাতিবাচক/ বস্তুবাচক/ সমষ্টি বাচক/ ভাববাচক

২৮. পরাজয়ে ডরে না বীর - কোন কারকে কোন বিভক্তি?

২৯. 'অর্বাচীন' শব্দটির বিপরীত শব্দ কি?

৩০. 'অঘটন ঘটাতে অতি নিপুণা' এক কথায় প্রকাশ কি?

৩১. ভাব-সম্প্রসারণ লিখ : ০৫

'বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে'

৩২. অনুচ্ছেদ লিখ : 'শীতের সকাল'

সাধারণ জ্ঞান-৩০

১. BADC =

২. DEPZ =

৩. ২০১৪ সালে একুশে পদক লাভ করে কত জন? ক. ১০ খ. ১৫ গ. ২০

৪. সম্প্রতি জাতীয় পতাকার বিশ্বরেকর্ডে কোন বাহিনী সহায়তা করে?

ক. সেনাবাহিনী খ. নৌবাহিনী

গ. বিমান বাহিনী

৫. চোখের পাতা দেহের কোন অঙ্গের অংশ?

৬. প্লাস্টিড  কোষের বৈশিষ্ট্য।

৭. সম্পূরক উদ্ভিদ উৎপন্ন হয়।

৮. দু'মধ্যযুগের কোন আমলকে স্বর্ণযুগ বলা হয়?

৯. কোন প্রাণী সব সময় সংঘবদ্ধ থাকে?

১০. কত শতকে রেল যোগাযোগ শুরু হয়?

১১. কম্পিউটারের সবচেয়ে গুরুপূর্ণ অংশ কি?

১২. ইন্টারনেট কত সালে শুরু হয়?

১৩. তথ্যের মহারাণি কাকে বলা হয়?

১৪. কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত?

১৫. বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থানের নাম কি?

১৬. ২, ৬ , ১৮, ঙ্১৬২

ক. ৫৪ খ. ৫৫ গ. ৫৬

১৭. কোন শহরকে কসাইখানা বলা হয়?

১৮. পদ্মা ও মেঘনা কোথায় মিলিত হয়েছে?

১৯. বাংলাদেশের শীতলতম মাস কোনটি?

২০. জাতীয় পতাকার নকশা প্রথম কে তৈরি করেন?

২১. বংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন কোনটি?

২২. দেশের একমাত্র তৈল কূপ কোন গ্যাসক্ষেত্রে অবস্থিত?

ক. তিতাস খ. বাখরাবাদ গ. কৈলাশটিলা

২৩. সিপাহী বিদ্রোহ কখন সংঘটিত হয়?

ক. ১৭৫৭ খ. ১৮৫৭ গ. ১৯৫৭

২৪. কোন গ্রহের একটিও উপগ্রহ নেই?

২৫. মৌলিক অধিকার বলতে কি বুঝ?

২৬. দক্ষ মানুষকে কি বলে?

২৭. বঙ্গোপসাগরে কত প্রজাতির মাছ আছে?

২৮. সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে?

২৯. বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন?

৩০. কবি চণ্ডীদাস কোন আমলের?

 

উল্লেখ্য, ২০১৫ ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ইতিমধ্যে অনলাইনে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদনফরম পূরণের কাজ ১ নভেম্বর থেকে শুরু হয়েছে। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ জানুয়ারি। তাই ক্যাডেট পরীক্ষা দিতে আগ্রহীদের এখন থেকেই জোরালো প্রস্তুতি নিতে হবে। আর অনলাইনে আবেদনের জন্য ভিজিট করতে পারেন www.cadetcollege.army.mil.bd.

 

 

 

সর্বশেষ খবর