বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

জেনে নিন

১.    কোন পশু শব্দ করতে পারে না?
    ক. গন্ডার    খ. জিরাফ     
    গ. ক্যাঙ্গারু    ঘ. নীল গাই
২.    শিম জাতীয় উদ্ভিদের নডিউলে অবস্থানকারী ব্যাকটেরিয়া কোনটি আবদ্ধ করে-
    ক. অক্সিজেন    
     খ. কার্বন-ডাই-অক্সাইড
    গ. সালফার-ডাই-অক্সাইড    
     ঘ. নাইট্রোজেন
৩.    ডায়াবেটিক ধান কোন জাতকে বলা হয়?
    ক. BT-16       খ. BR-16
    গ. BRRI-29  ঘ. BRRI-41
৪.    ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ কত?
    ক. ২০-৩০%    খ. ৪৪-৪৬%    
     গ. ৩০-৪০%    ঘ. ৭০-৮০%
৫.    পানির পরিমাণ কম হলে-
    ক. সালোকসংশ্লেষণ কমে    
    খ. সালোকসংশ্লেষণ বাড়ে
    গ. সালোকসংশ্লেষণ বন্ধ হয়
    ঘ. সালোকসংশ্লেষণ পরিবর্তন হয় না
৬.    কলার চারা লাগানোর সময় পাতা কেটে ফেলা হয় কেন?
    ক. প্রস্বেদন রোধ করার জন্য     
     খ. শ্বসন বন্ধ করার জন্য
    গ. অভিস্রবণ ত্বরান্বিত করার জন্য
    ঘ.সালোকসংশ্লেষণের উপযোগী করে তোলার জন্য
৭.    এটোমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভরসংখ্যা বেড়ে যায় তাদের বলে-
    ক. আইসোটোপ খ. আইসোমার
    গ. আইসোটোন ঘ. আইসোবার।

উত্তরমালা : ১.খ ২.ঘ ৩.খ ৪.খ ৫.ক ৬.ক ৭.ক।

সর্বশেষ খবর