বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা
বাংলা দ্বিতীয়পত্র

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

ফারুক আহম্মদ, সিনিয়র প্রভাষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

তৃতীয় অধ্যায় : সন্ধি : বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর :

১। পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনির মিলনের ফলে যদি এক ধ্বনি সৃষ্টি হয় তবে তাকে কী বলে?

ক. সন্ধি খ. সমাস গ. বাক্য ঘ. কারক

২। সন্ধি শব্দের অর্থ কী?

ক. সংক্ষেপ খ. দ্বন্দ্ব গ. মিলন ঘ. গণনা

৩। সন্ধিতে কিসের মিলন ঘটে?

ক. বর্ণের খ. ধ্বনির গ. শব্দের ঘ. বাক্যের

৪। সন্ধির ফলে-

ক. ভাষা সংক্ষেপ হয় খ. উচ্চারণ সহজ হয়

গ. নতুন শব্দের সৃষ্টি হয় ঘ. সবগুলো

৫। সন্ধিতে কত ধরনের ধ্বনির মিলন ঘটে?

ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ

৬। বাংলা সন্ধি কত প্রকার?

ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ

৭। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে কোন সন্ধি বলে?

ক. স্বরসন্ধি খ. ব্যঞ্জনসন্ধি গ. বিসর্গ সন্ধি ঘ. সবকটি

৮। স্বরে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর স্বরে কিংবা ব্যঞ্জনে ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে কোন সন্ধি বলে?

ক. স্বরসন্ধি খ. ব্যঞ্জনসন্ধি

গ. বিসর্গ সন্ধি ঘ. ব্যঞ্জন-স্বর সন্ধি

৯। তৎসম শব্দের সন্ধি কয় প্রকার?

ক. দুই প্রকার খ. তিন প্রকার

গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার

১০। নবান্ন এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. নবা+অন্ন খ. নতুন+অন্ন গ. নব+অন্ন ঘ. নব+অন

১১। মরূদ্যান এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. মরূ+উদ্বান খ. মরু+উদ্বান

গ. মরূ+উদ্যান ঘ. মরু+উদ্যান

১২। গো+এষণা এর সঠিক সন্ধি কোনটি?

ক. গবেষনা খ. গবেষণা গ. গোষনা ঘ. গরুআনা

১৩। ইত্যাদি কোন সূত্রের সন্ধি?

ক. ই+অ খ. ই+ই গ. ঈ+আ ঘ. ই+আ

১৪। বিসর্গ (:) এর সঙ্গে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে কোন সন্ধি বলে?

ক. স্বরসন্ধি খ. ব্যঞ্জনসন্ধি

গ. বিসর্গ সন্ধি ঘ. ব্যঞ্জন-স্বর সন্ধি

১৫। বিসর্গ সন্ধি কত প্রকার?

ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ

১৬। র-জাত বিসর্গ সন্ধির উদাহরণ কোনটি?

ক. বিদ্যালয় খ. অন্তর্গত

গ. ততোধিক ঘ. সমস্কার

১৭। স-জাত বিসর্গ সন্ধির উদাহরণ কোনটি?

ক. বিদ্যালয় খ. অন্তর্গত

গ. ততোধিক ঘ. সমস্কার

১৮. নীরস এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. নিঃ+রস খ. নি+রস

গ. নীঃ+রস ঘ. নী+রস

১৯. কোন সন্ধিটির ক্ষেত্রে বিসর্গ লোপ পায় না?

ক. নিঃ+রব খ. নমঃ+কার

গ. মনঃ+কষ্ট ঘ. চতুঃ+পদ

২০. সুবন্ত সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. শুপ্+অন্ত খ. সুব্+অন্ত

গ. শুব+অন্ত ঘ. সুপ্+অন্ত

 

উত্তরমালা : ১.ক ২.গ ৩.খ ৪.ঘ ৫.গ ৬.ক ৭.ক ৮.খ ৯.খ ১০.গ ১১.ঘ ১২.খ ১৩.ঘ ১৪.গ ১৫.ক ১৬.খ ১৭. ঘ ১৮.ক ১৯.গ ২০.ঘ।

 

সর্বশেষ খবর