বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

সুধীর বরণ মাঝি, সহকারী শিক্ষক ডক্টর মালিকা কলেজ, ধানমন্ডি, ঢাকা

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

১.            স্কাউট ও গার্ল গাইডের মূলমন্ত্র হলো-

                i. সদা প্রস্তুত ii. সেবা 

                iii. ঘরে বসে থাকা।

                নিচের কোনটি সঠিক?

                ক. i ও ii                খ. i ও iii

                গ. ii ও iii              ঘ. i, iiও iii

২.            স্কাউট ও গার্ল গাইড প্রতিষ্ঠিত হয় কত সালে?

                ক. ১৯০৩ ও ১৯০৫

                খ. ১৯০৫ ও ১৯০৭                                                        

                গ. ১৯০৭  ও ১৯০৯

                ঘ. ১৯০৭ ও ১৯১০ সালে 

৩.           হাইকিং শব্দের অর্থ কী?

                ক. উদ্দেশ্যমূলক ভ্রমণ

                খ. প্রকৃতি দেখা  গ. বই পড়া           ঘ. ঘুরে বেড়ানো

৪.            কম্পাস কি?

                ক. চেইন               খ. দিক নির্ণয় যন্ত্র 

                গ. কাঁটা                ঘ. হাইব্রিড ফল

৫.            তাঁবু বাসের সময় নিজের মালপত্র রাখার পদ্ধতিকে কী বলে?

                ক. ল্যাসিং            খ. হাইকিং

                গ. গ্যাজেট           ঘ. পাইওনিয়ারিং

৬.           বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্টের প্রতিষ্ঠাতা কে?

                ক. জিন হেনরি ডুনান্ট

                খ. রজার ফেদারার

                গ. জন পল           ঘ. লুই কেন

৭.            ডা. ফ্রেডিক এজমার্ক কোন দেশের নাগরিক ছিলেন?

                ক. জাপান            খ. জার্মানির

                গ. কানাডা          ঘ. সুইডেন।

৮.          গার্ল গাইড প্রতিষ্ঠিত হয় কত সালে?

                ক. ১৯১০ সালে খ. ১৯০৭ সালে

                গ. ১৯০৬ সালে                  ঘ. ১৯০৫ সালে

৯.           প্রতিদিন কারো না কারো উপকার করা কার স্লোগান?

                ক. রেডক্রস         খ. কেয়ার

                গ. ব্র্যাক                ঘ. স্কাউট ও গার্ল গাইড

১০.         কত সালে বাংলাদেশ রেডক্রস সোসাইটিকে স্বীকৃতি দেওয়া হয়?

                ক. ১৯৭১             খ. ১৯৭২

                গ. ১৯৭৩             ঘ. ১৯৭৪ সালে 

১১.         শিক্ষামূলক কার্যক্রম কোনটি?

                ক. হাইকিং           খ. গাইডিং

                গ. পর্যবেক্ষণ       ঘ. প্রজেক্ট তৈরি

১২.         স্কাউট ও গার্ল গাইড বিশ্বব্যাপী কি নামে পরিচিত?

                ক. ক্লাব খ. যুব আন্দোলন

                গ. হলদে পাখি    ঘ. নারী উন্নয়ন আন্দোলন                                         

১৩.        কীসের মাধ্যমে শিক্ষার্থীরা হাইকিং ও পাইওনিয়ারিং সম্পর্কে ধারণা পায়?

                ক. কম্পিউটার  খ. বই পড়ে

                গ.  ইন্টারনেট     ঘ. প্রজেক্টরের মাধ্যমে

১৪.         সমাজে বাস করা কাদের বৈশিষ্ট্য?

                ক. জীব খ. জড় পদার্থ

                গ. মানুষ              ঘ. পশু-পাখি

১৫.         পৃথিবীতে মানুষ কিভাবে বসবাসের চেষ্টা করে?

                ক. এককভাবে    খ. অনৈতিকভাবে 

                গ. বিক্ষিপ্তভাবে                 ঘ. দলবদ্ধভাবে

১৬.        হাইকিংয়ের মান কিসের ওপর নির্ভর করে?

                ক. পরিকল্পনার  খ. খেলাধুলার  

                গ. একতা             ঘ. নিয়ন্ত্রণ

১৭.         প্রাকৃতিক মানচিত্রে থাকে-

                ক. জেলা সীমা       খ. জলসীমাসমূহ

                গ. এলাকার অবস্থান  ঘ.  থানা সীমা

১৮.       জন হেনরি ডুনান্ট কত সালে মৃত্যুবরণ করেন?                                                   

                ক. ১৯১০ সালের ১০ জুন    

                খ. ১৯১০ সালের ৩০ অক্টোবর                                         

                গ. ১৯১২ সালের ১০ মে     

                ঘ. ১৯২০ সালের ৮মে

১৯.        গ্যাজেট তৈরিতে ব্যবহার করা হয়-

                i. বাঁশ  ii. গাছের ডাল iii. দড়ি                                                              

                নিচের কোনটি সঠিক?

                ক. i ও ii                খ. র ও iii

                গ. ii ও iii              ঘ. i, ii ও iii

২০.         হাইকিংয়ের মাধ্যমে শেখা যায়-

                 র. সামাজিক জরিপ          রর. ফিল্ড তৈরি 

                 ররর. কম্পাস স্থাপন

                নিচের কোনটি সঠিক?

                ক. i ও ii                খ. i ও iii

                গ. ii ও iii              ঘ. i, ii ও iii

 

 

উত্তরমালা : ১.ক ২.ঘ ৩.ক ৪.খ ৫.গ ৬.ক ৭.খ ৮.ক ৯.ঘ ১০.গ ১১.ক ১২.খ ১৩.ঘ ১৪.গ ১৫.ঘ ১৬.ক.  ১৭.খ ১৮.খ ১৯.ঘ ২০.ঘ। 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর