বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

জেনে নিন

১.            বাংলা ভাষায় কোরআন শরীফের প্রথম কার অনুবাদ প্রকাশিত হয়?

                উত্তর : ভাই গিরিশচন্দ্র

২.            ‘বিষাদসিন্ধু’ কি ধরনের রচনা?

                উত্তর : পদ্যকাব্য

৩.           মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে?

                উত্তর : আলাওল

৪.            কোনটি বাংলার প্রথম নিদর্শন?

                উত্তর : চর্যাপদ   

৫.            বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?

                উত্তর : আলালের ঘরের দুলাল

৬.           ‘আমার পূর্ব বাংলা’ কবিতার রচয়িতা কে?

                উত্তর : সৈয়দ আলী আহসান

৭.            বাংলা সাহিত্যে প্রথম  উল্লেখযোগ্য মুসলমান সাহিত্যিক কে?

                উত্তর :  মীর মশাররফ হোসেন

৮.          বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কোন সালের কত তারিখে পরলোকগমন করেন?

                উত্তর : ২৯ আগস্ট, ১৯৭৬             

   

-শিক্ষা ডেস্ক

 

 ‘ক্যারিয়ার লাইন’র  অক্টোবর সংখ্যা প্রকাশ

শিক্ষা ও তথ্যভিত্তিক জনপ্রিয় মাসিক পত্রিকা ‘ক্যারিয়ার লাইন’র অক্টোবর সংখ্যা বেরিয়েছে। দেশের একমাত্র পূর্ণাঙ্গ শিক্ষা ও তথ্যমূলক এই মাসিকটির প্রতি পাঠকের ব্যাপক সাড়া পড়েছে। এবারের সংখ্যায় তুলে ধরা হয়েছে  বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি ও প্রস্তুতি, নিয়মিত বিভাগে রয়েছে বিসিএসসহ সকল নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াবলী ও সাম্প্রতিক খেলাধুলার উপর গুরুত্বপূর্ণ তথ্যসহ আরো অনেক বিষয়। ১০০ পৃষ্ঠার মাসিকটির দাম ২০ টাকা। পাওয়া যাচ্ছে দেশের সর্বত্র। ওয়েবসাইট িি.িপধৎববৎষরহব.পড়স.নফ

আদর্শ ইসলামী মিশন মহিলা  মাদরাসার পুরস্কার বিতরণ

ঢাকার মোহাম্মদপুরস্থ আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল এম.এ. মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এক সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈনপুরী পীরসাহেব কেবলা।  হাফেজ মাওলানা এইচ, এম. রমজান পাশার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহমাদ সাইফুল রিজাল বিন হাসান সিঙ্গাপুরী। বিশেষ অতিথি ছিলেন তার স্ত্রী শাইখা সায়ীদা মোহাম্মদ বেনতে নাজীব জরহম এবং ব্যবসায়ী মোহাম্মদ খাইরুল আনওয়ার বিন ইয়াহইয়া সিঙ্গাপুরী ও মোহাম্মদপুর থানা কমিটির সেক্রেটারি শেখ জহির আহমেদ  প্রমুখ। এরপর মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

-প্রেস বিজ্ঞপ্তি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর