শনিবার, ১০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

সুধীর বরণ মাঝি, সহকারী শিক্ষক ডক্টর মালিকা কলেজ, ধানমন্ডি, ঢাকা

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

বহুনির্বাচনী-২০

১.     হাইকিং শব্দের অর্থ কি?

                ক. উদ্দেশ্যমূলক ভ্রমণ     খ. প্রাথমিক চিকিৎসা 

                গ. নরম      ঘ. মজবুত।

২.      কোন তারিখে রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালন করা হয়?

                ক. ৮ মে     খ. ৮ জুন  

                গ. ৮ ডিসেম্বর      ঘ. ২২ এপ্রিল।

৩.     প্রাথমিক চিকিৎসার জনক কে?

                ক. ডা. তাপস কুমার     খ. ডা. ফ্রেডরিক এজমার্ক 

                গ. ডা. ফয়েজ      ঘ. ডা. এ কে খান।

৪.     কত সালে গার্লগাইড ও স্কাউট প্রতিষ্ঠিত হয়?

                ক. ১৯০০ ও ১৯০৫        খ. ১৯১০ ও ১৯০৮ 

                গ. ১৯১০ ও ১৯০৭         ঘ. ১৯৯৫ ও ১৯৯৭।

৫.     জন হেনরি ডুনান্ট কোন দেশের নাগরিক ছিলেন?

                ক. জাপান   খ. জার্মানি 

                গ. কানাডা         ঘ. সুইজারল্যান্ড।

৬.     রেডক্রস ও রেডক্রিসেন্ট আন্দোলনের মূল নীতি কয়টি?

                ক. ১০টি     খ. ৭টি    গ. ১২টি    ঘ. ১৫টি।

৭.     তাঁবুতে বসবাসের সময় নিজেদের মালপত্র গুছিয়ে রাখার পদ্ধতি হলো-----।

                ক. পাইওনিয়ারিং  খ. ল্যাসিং 

                গ. গ্যাজেট তৈরি  ঘ. হাইকিং।

৮.    প্রতিদিন কারও না কারও উপকার করা কার স্লোগান?

                ক. ইউনিসেফ          খ. রেডক্রস 

                গ. গার্লগাইড ও স্কাউট  ঘ. কেয়ার।

৯.     স্কাউট ও গার্লগাইডের মূল মন্ত্র হলো.....।

                ক. কল্যাণ  খ. নেতৃত্বের বিকাশ 

                গ. সার্বিক উন্নয়ন         ঘ. সদা প্রস্তুত।

১০.    ডা. ফ্রেডরিক এজমার্ক কোন দেশের নাগরিক ছিলেন?

                ক. জার্মান    খ. জাপান   গ. চীন   ঘ. বাংলাদেশ।

১১.    রেডক্রস কত সালে জন্মলাভ করে?

                ক. ১৯৬৪ সালে    খ. ১৯৬৩ সালে 

                গ. ১৯৬২সালে     ঘ. ১৯৬১ সালে।

১২.    ডা. ফেডরিক এজমার্ক পেশায় ছিলেন একজন...।

                ক. কবি      খ. উকিল 

                গ. কৃষিবিদ          ঘ. শল্য চিকিৎসক।

১৩.   কম্পাস কি?

                ক. দিকনির্ণয় যন্ত্র          খ. ডিজিটাল ঘড়ি 

                গ. দূরবীক্ষণ যন্ত্র  ঘ. অণুবীক্ষণ যন্ত্র।

১৪.    প্রতিদিন ব্যায়াম ও পরিশ্রম করার ফলে শরীরের জীবকোষগুলো...।

                ক. বৃদ্ধি ঘটে        খ. ক্ষয়প্রাপ্ত হয় 

                গ. শুকিয়ে যায়    ঘ. মৃত্যু ঘটে।

১৫.   ১২-১৪ বছর বয়স পর্যন্ত ঘুমের প্রয়োজন——-।

                ক. ১০-১১ ঘণ্টা  খ. ৯-১০ ঘণ্টা 

                গ. ৮-৯ ঘণ্টা      ঘ. ৬-৮ ঘণ্টা।

১৬.   শিশুদের সারাদিনের ক্লান্তি দূর হয় কত ঘণ্টা ঘুমাতে পারলে?

                ক. ৯-১০ ঘণ্টা     খ. ৮ ঘণ্টা 

                গ. ১২ ঘণ্টা         ঘ. ১৬ ঘণ্টা।

১৭.    জীবনের স্তর কয়টি?

                ক. ৫টি     খ. ৬টি     গ. ৭টি    ঘ. ৪টি।

উত্তর : ১.ক ২.ক ৩.খ ৪.গ  ৫.ঘ ৬.খ ৭.গ ৮.গ ৯.ঘ ১০.ক ১১.খ ১২.ঘ ১৩.ক ১৪.খ ১৫. গ ১৬.ক ১৭.খ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর