শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা-২০১৫

শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য সুধীর বরণ মাঝি, সহকারী শিক্ষক ডক্টর মালিকা কলেজ, ধানমন্ডি, ঢাকা

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা-২০১৫

১.     শিক্ষামূলক বিনোদন কি?

        ক. যে বিনোদনে কিছু শেখাযায় 

        খ. যে বিনোদনে আনন্দ পাওয়া যায়

        গ. যে বিনোদনে শারীরিক শক্তি বৃদ্ধি পায় ঘ. মানসিক শান্তি আসে।

২.      ফিজিওলজি কি নিয়ে আলোচনা করে?

        ক. ভ্রমণ      খ. অঙ্গ-প্রত্যঙ্গের কাজ 

        গ. দেহের গঠন কাঠামো   

        ঘ. মস্তিষ্কের গঠন।

৩.     ব্যায়ামের কর্মসূচি নির্ধারণ করতে হয়Ñ

        ক. বয়স ভেদে খ. লিঙ্গ ভেদে  

        গ. বয়স ও লিঙ্গ ভেদে  

        ঘ. শারীরিক যোগ্যতা অনুসারে ।

৪.     জারিসারি কোন ধরনের গান?

        ক. দেশাÍবোধক  খ. বাউল গান 

        গ. আধুনিক গান  ঘ. লোক গীতি

৫.     সিঙ্গেল লেগ টার্ন ওভার বলা হয়?

        ক. হেড স্প্রিংকে  খ. লেগস্প্রিংকে   গ. নেক স্প্রিংকে  ঘ. হ্যান্ড স্প্রিংকে

৬। ৯-১০ ঘণ্টা ঘুমের প্রয়োজন কোন বয়সের শিশুদের?

        ক. ১-৩ বছর   খ. ৩-৫ বছর 

        গ. ৫-৭ বছর   ঘ. ৮-১১ বছর

৭। শৈশবকালে শিশুর মানসিক বিকাশের জন্য কিসের প্রয়োজন?

        ক. খেলাধুলার সুযোগ

        খ. ব্যায়ামের সুযোগ

        গ. অতিরিক্ত খাদ্য  ঘ. ভ্রমণ

৮। রোমানরিং এর জন্য রশি দুটি কত দূরে বাঁধতে হবে?

        ক. ১০-১২ ইঞ্চি  খ. ১৪-১৬ ইঞ্চি  গ. ১৬-১৮ ইঞ্চি  ঘ. ১৮-২০ ইঞ্চি

৯। দেহের অঙ্গ-প্রতঙ্গের কাজের সমন্বয় করেÑ

        ক. হƒৎপিণ্ড   খ. লিভার  

        গ. কিডনি  ঘ. মস্তিষ্ক।

১০। মস্তিষ্কের বিশ্রাম এবং পুনরায় কাজের শক্তি জোগায়Ñ

        ক. ঘুম   খ. খেলাধুলা 

        গ. বই পড়া  ঘ. আবৃত্তি ও অভিনয়

১১। রেডক্রসের প্রতিষ্ঠাতা জিন হেনরীডুনান্ট কত তারিখে মৃত্যুবরণ করেন?

        ক. ১৯১০ সালের ২০ মার্চ

        খ. ১৯১০ সালের ৩০ অক্টোবর  

        গ. ১৯০৫ সালের ৫ এপ্রিল  

        ঘ. ১৯০৭ সালের ১ জুন।

১২। মুসলিম বিশ্বে রেড ক্রিসেন্টের প্রতীকÑ

        ক. পূর্ণ চাঁদ        খ. যোগচিহ্ন

        গ. অর্ধাকৃতি চাঁদ   ঘ. তিন তারা

১৩। হাইকিং এর লক্ষ্য কি?

        ক. ভ্রমণ খ. নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো

        গ. মানচিত্র অঙ্কন   ঘ. বিনোদন

১৪। হইকিং এর সময় প্রতি দুই মাইলে বিশ্রাম নিতে হবে কত সময়?

        ক. ৫ মিনিট    খ. ৪ মিনিট 

        গ. ৮ মিনিট    ঘ. ১০ মিনিট

১৫। রেডক্রস কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?

        ক. ১৯৭৩ সালে খ. ১৯৬৬ সালে   গ. ১৯৬৩ সালে  ঘ. ২০০০ সালে

১৬। ‘এ মেমোরি অব সলফেরি নো’ বইটির লেখক কে ?

        ক. সম্রাট আকবর

        খ. সালমান রুশদি

        গ. ব্যাডেন পাওয়েল 

        ঘ. হেনরি ডুনান্ট

১৭। উচ্চ লাফে একজন প্রতিযোগী একই উচ্চতায় কয়টি সুযোগ পায়?

        ক. ৫টি  খ. ৪টি  গ. ৩টি   ঘ. ২টি

১৮। প্রতিযোগীকে অবশ্যই এক পায়ে টেক অফ নিতে হয় কোন খেলায়?

        ক. উচ্চ লাফ      খ. দীর্ঘ লাফ 

        গ. ট্রিপল জাম্প   ঘ. পোল ভল্টে

১৯। নিরাপদ ও উন্নত জীবনযাপনের জন্য কোনো বিষয়ে মৌলিক জ্ঞান থাকা আবশ্যক?

        ক. মানসিক স্বাস্থ্য খ. প্রজনন স্বাস্থ্য  

        গ. দৈহিক বিকাশ ঘ. ছোঁয়াছে রোগ

২০। হাইকিং এ ইউনিট লিডারের কাজ কি?

        ক. টেনিং সিডিউল তৈরি ও প্রশিক্ষণের সরঞ্জাম সংগ্রহ

        খ. সকলের সাথে যোগাযোগ

        গ. খাবার সংগ্রহ করা

        ঘ. সকলের তথ্য সংগ্রহ করা

 

উত্তর

১. ক ২. খ ৩. গ ৪. ঘ ৫. খ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. ঘ ১০. ক ১১. খ ১২. গ ১৩. গ ১৪. ক ১৫. গ ১৬. ঘ ১৭. গ ১৮. গ ১৯. গ ২০. ক।


 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর