বুধবার, ৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রাথমিক সমাপনী পরীক্ষা প্রস্তুতি

জান্নাতুল ফেরদৌস স্বর্ণা, সিনিয়র শিক্ষক ন্যাশনাল আইডিয়াল স্কুল, ঢাকা।

প্রাথমিক সমাপনী পরীক্ষা প্রস্তুতি

প্রাথমিক বিজ্ঞান

আজ ১ম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো। প্রত্যেকটির মান ১।

১.            পরিবেশ কী?

                উত্তর : আমাদের চারপাশে যা কিছু  আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। যেমন : নদী, গাছপালা, মানুষ, ঘরবাড়ি ইত্যাদি।

২.            সালোকসংশ্লেষণ কী?

                উত্তর : সালোকসংশ্লেষণ হলো সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া। যার মাধ্যমে উদ্ভিদ শর্করাজাতীয় খাদ্য তৈরি করে।

৩.           সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কী?

                উত্তর : যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে পানি ও কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে শর্করাজাতীয় খাদ্য তৈরি করে এবং উপজাত হিসেবে অক্সিজেন ত্যাগ করে/উৎপন্ন করে তাকে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বলে।

৪.            খাদ্যশৃঙ্খল কী?

                উত্তর : একটি পরিবেশে উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত শৃঙ্খল আকারে খাদ্য ও খাদকের যে সম্পর্ক তাই খাদ্য শৃঙ্খল।

৫.            ক্লোরোফিল কী?

                উত্তর : এক ধরনের সবুজ প্লাস্টিড কণিকা, যার উপস্থিতিতে উদ্ভিদ সবুজ বর্ণের হয়।

৬.           সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটির সমীকরণ লিখ?

                উত্তর : কার্বন ডাই-অক্সাইড+পানি

                   সূর্যালোক

                 -------- গ্লুকোজ শর্করা অক্সিজেন+পানি

         ক্লোরোফিল

৭.            খাদক কী?

                উত্তর : জীব জগতে যারা অন্য উদ্ভিদ বা প্রাণী খেয়ে জীবনধারণ করে তাদের খাদক বলে।

আজ (১-৩) অধ্যায়ের সঠিক উত্তরে টিক দাও বিষয়ে আলোচনা করা হলো :

১.            কোন রোগটি সংক্রামক নয়?

                ক. জন্ডিস                            খ. টাইফয়েড  

                গ. আর্সেনিকোসিস           ঘ. যক্ষা

                উত্তর : টাইফয়েড

২.            দূষিত পানি পান করলে নিন্মের কোনো রোগটি হতে পারে?

                ক. আমাশয়    খ. কলেরা গ. হাম    ঘ. বসন্ত

                উত্তর : কলেরা

৩.           পানি বিশুদ্ধ করার রাসায়নিক পদার্থ কোনটি?

                ক. ফিটকিরি        খ. আয়রণ    

                গ. জিঙ্ক                 ঘ. ট্যালোরিন

                উত্তর : ফিটকিরি

৪.            পানি বিশুদ্ধকরণের উত্তম পন্থা কোনটি?

                ক. ছাঁকন             খ. থিতানো   

                গ. ফুটানো           ঘ. পদার্থ মিশ্রিত করা।

                উত্তর : ফুটানো

৫.            জলীয়বাষ্প ঠাণ্ডায় প্রথমে কিসে পরিণত হয়?

                ক. বায়ু                 খ. পানিকণা    

                গ. বরফ                ঘ. তেল

                উত্তর : পানিকণা।

৬.           কোন পানিতে ক্ষতিকর পদার্থ মিশে থাকে?

                ক.  বিশুদ্ধ পানিতে             খ. নিরাপদ পানিতে

                গ. দূষিত পানিতে    ঘ. নলকূপের পানিতে

                উত্তর : দূষিত পানিতে।

৭.            শরীরের তাপমাত্রা বজায় রাখে কোনটি?

                ক. পেশি                খ. পানি    

                গ. জুস                   ঘ. আইসক্রিম

                উত্তর : পানি

৮.          পানি ফুটানোর পর আরও কতক্ষণ ফুটাতে হবে?

                ক. ২০ মিনিট      খ. ৩০ মিনিট    

                গ. ৪০ মিনিট     ঘ. ৫০ মিনিট

                উত্তর : ২০ মিনিট

৯.           কোন স্থানে মানুষের রোগব্যাধি সবসময় লেগে থাকে?

                ক. গ্রামে     খ. উপকূলীয় এলাকায় গ. বস্তিতে    ঘ. চরে।

                উত্তর : বস্তিতে।  

১০.         প্লাস্টিক, পলিথিন, কাচ কী দূষণের জন্য দায়ী?

                ক. মাটি    খ. পানি     গ. বায়ু    ঘ. শব্দ

                উত্তর : মাটি

১১.         কোন ধরনের দূষণ হাসপাতালের রোগীদের সমস্যা করে?

                ক. শব্দ    খ. মাটি    গ. পানি     ঘ. বায়ু

                উত্তর : শব্দ

১২. পলিথিন ব্যবহারের ফলে মাটি দূষিত হয় কেন?

                ক. পলিথিন মাটিতে মিশে যায়

                খ. মাটিতে মিশে উর্বরা শক্তি বৃদ্ধি করে

                গ. মাটির জৈব পরিমাণ বাড়ায়

                ঘ. এটি মাটিতে পচে না বলে।

                উত্তর : এটি মাটিতে পচে না বলে।

১৩.        সবুজ পাতায় খাদ্য তৈরিতে ব্যবহৃত হয় না-

                ক. অক্সিজেন            খ. ক্লোরোফিল   

                গ. কার্বন ডাই-অক্সাইড   ঘ. পানি

                উত্তর : অক্সিজেন

১৪.         সকল প্রাণীর বেঁচে থাকার জন্য কোনটি প্রয়োজন?

                ক. কার্বন ডাই-অক্সাইড  

                খ. শিক্ষা     গ. শক্তি       ঘ. পানি

                উত্তর : শক্তি।

১৫.         উদ্ভিদের পাতায় কী বর্ণের কণিকা রয়েছে?

                ক. সবুজ    খ. হলুদ   গ. লাল    ঘ. নীল

                উত্তর : সবুজ

১৬. ছোট ছোট প্রাণী খাদ্য হিসেবে কি গ্রহণ করে?

                ক. তৃণজাতীয় উদ্ভিদ    খ. অণুজীব    

                গ. বড় বড় প্রাণী         ঘ. বৃক্ষ

                উত্তর : তৃণজাতীয় উদ্ভিদ

১৭.         প্রাণীর মাধ্যমে উদ্ভিদের কোন অংশ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে?

                ক. মূল     খ. পাতা      গ.  কাণ্ড   ঘ. বীজ

                উত্তর : বীজ

১৮.       বনভূমি ও গাছপালা কমে গেলে কী হয়?

                ক. তাপমাত্রা বাড়ে            খ. বৃষ্টিপাত হয়।

                গ. বন্যা হয়         ঘ. তাপমাত্রা কমে যায়

                উত্তর : তাপমাত্রা বাড়ে।

১৯.        সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাঁচামাল কী?

                ক. নাইট্রোজেন          খ. হাইড্রোজেন     

                গ. কার্বন ডাই-অক্সাইড  ঘ. অক্সিজেন

                উত্তর : কার্বন ডাই-অক্সাইড।

২০.         কোনটি মাটির উর্বরতা নষ্ট করে?

                ক. রাসায়নিক সারের আধিক্য

                খ. জৈব  সার   গ. গাড়ির হর্ণ   ঘ. দূষিত বায়ু।

                উত্তর : রাসায়নিক সারের আধিক্য।    

 

সর্বশেষ খবর