মঙ্গলবার, ৭ জুন, ২০১৬ ০০:০০ টা

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা : ইংরেজি দ্বিতীয়পত্র

এম এ হামিদ খান সহকারী অধ্যাপক, ধনবাড়ী কলেজ, টাঙ্গাইল।

(পূর্ব প্রকাশের পর)

USE OF PREPOSITION

 

৪.   Between/among : দুইয়ের মধ্যে Between এবং দুইয়ের অধিক হলে among ব্যবহূত হয়। যেমন :

     (i) He divided the mangoes between  two brothers.

            (ii) He devided the mangos among three boys.

5.         By, With : যে করে বা যার (ব্যক্তি দ্বারা করা হয় তারপর by এবং যার (বস্তু) দ্বারা কোনো কাজ সম্পন্ন হয় তার পূর্বে রিঃয বসে। যেমন : The bird was shot by him with a gun.

6.         For, Since : নির্দিষ্ট সময় (Point of time)-এর পূর্বে Since এবং অনির্দিষ্ট সময় (Point of time) এর পূর্বে ভড়ৎ বসে। যেমন:

            (i) It has been raining since morning. (ii) It has been raining for three hours.

7.         After/in : অতীতকালের ব্যাপক সময়ের পূর্বে after এবং ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের পূর্বে রহ বসে। যেমন :

            (i) I returned after six months. (ii) I shall finish the work in a week.

8.         In, by, before : ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের পূর্বে রহ এবং নির্দিষ্ট সময়ের পূর্বে নু বা নবভড়ত্ব বসে। যেমন

     (র) He will come in a month.

            (ii) He will return before 4P.M.

9.         In ‰es Into : কোনো কিছুর ভিতর অবস্থিত বা স্থিতিশীলতা বা বিদ্যমান বুঝালে তার পূর্বে ওহ এবং ভিতরে প্রবেশ বা গতিশীলতা বা রূপান্তরিত বুঝালে তার পূর্বে Into বসে। যেমন :

(i) He is in the room (সে রুমের ভিতর আছে) (রর) He entered into the room. (সে রুমের ভিতর প্রবেশ করেছিল)

10. On/Over :  কোনো কিছুর উপর (লাগালাগি) বুঝাতে তার পূর্বে ঙহ এবং লাগালাগি না থেকে উপরে অনস্থান করলে তার পূর্বে ঙাবৎ বসে। যেমন : (i) The bok is on  the table. (এখানে বই এবং টেবিল লাগালাগি)

     (ii) The sky is over our heads. (এখানে আকাশ এবং মাথা লাগালাগি নয়)

11. Of/Off : কোনো কিছুর বা কারোর বুঝাতে ঙভ এবং কোনো কিছু থেকে বিচ্ছিন্ন বুঝাতে ঙভভ বসে। যেমন :

            (i) This is the house of  my friend. (এটা আমার বন্ধুর বাড়ি)

     (ii) The house is cut Off  the village. (এই বাড়িটি গ্রাম থেকে বিচ্ছিন্ন)

12. About : কোনো বিষয়, প্রসঙ্গ, প্রায় বুঝতে তার পূর্বে About বসে। যেমন :

     (i) We talked about literature. (আমরা সাহিত্য প্রসঙ্গে কথা বলছিলাম)

     (ii) He is about to die. (সে প্রায় মৃত) এগুলো ছাড়াও Word (Verb) এর পরে নির্দিষ্ট Preposition বসিয়ে নির্দিষ্ট অর্থ প্রকাশ করা যায়।    

     Preposition-‰i eÅenviGfG` Dî× Word (Verb) গুলোও ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে থাকে।

সর্বশেষ খবর