সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

অনলাইনে পড়াশোনার জনপ্রিয় প্রতিষ্ঠান

ইন্টারনেটের বদৌলতে পুরো বিশ্ব এখন মানুষের হাতের মুঠোয়। মাউসের এক ক্লিকেই এখন মিলছে প্রয়োজনীয় ও তাবৎ সব তথ্য। ইন্টারনেটের এই সময়ে তাই অনেকে নিজের জানা ও শেখার কাজটিও সহজে করতে পারছেন কারণ অনেক প্রতিষ্ঠান ও সাইটে অনলাইনে  বিনা খরচে ও স্বল্প খরচে বিভিন্ন বিষয়ে  পড়াশোনা করা যায়। নিচে তেমনই কয়েকটি প্রতিষ্ঠানের তথ্য তুলে ধরা হলো :

১. ‘স্টার্টআপ কোম্পানি’ খোলার বিষয়ে স্টানফোর্ড ইউনিভার্সিটির স্যাম অলটম্যান, উডাসিটি ইউনিভার্সিটি অনলাইনে সার্টিফিকেট কোর্স করা যায়।

২. গ্রাফিক্স ডিজাইনের ওপর শিখতে চাইলে ভিজিট করুন উদেমি, অ্যাডব নো হাউ, অ্যালিসন।

৩. সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিষয়ে অ্যালিসন, উদেমি।

৪. ওয়েব মিডিয়ায় লেখা নিয়ে ফ্রি-তে পড়াচ্ছে ওপেন টু স্টাডি, উদেমি, এমআইটি।

৫. বিদেশি ভাষা শিক্ষাদানের লক্ষ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। যেমন ফরাসি ভাষা- অ্যালিসন, চাইনিজ এবং মান্দারিন-ইডিএক্স, স্প্যানিশ-এমআইটি, জার্মান ভাষা- ডেচার্স-লারনেন.কম, ইটালিয়ান-বিবিসি।

৬. হার্ভার্ড ইউনিভার্সিটি, ইডিএক্স, এমআইটি, কোর্সেরা প্রোগ্রামিং বিষয়ে বিনা খরচে পড়াচ্ছে।

৭. অ্যাপস ডেভলপমেন্ট বিষয়ে ফ্রিতে পড়াচ্ছে উডাসিটি, অ্যালিসন এবং উদেমি।

৮. হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে অ্যালিসন, ওপেন টু স্টাডি এবং এমআইটিতে  বিনা খরচে পড়ার সুযোগ আছে।

৯. ফিল্ম মেকিং এবং অ্যানিমেশন বিষয়ে পড়তে চাইলে ইউনিভার্সিটি অব বার্মিংহাম, ন্যাশনাল ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্কুল দামি প্রতিষ্ঠান।

(চলবে)

সর্বশেষ খবর