শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
উচ্চশিক্ষা

ডিআইআইটিতে বৃত্তিতে প্রফেশনাল ডিপ্লোমা

শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি ডিআইআইটি। প্রতিষ্ঠানটি তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রফেশনাল প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুবসমাজকে দক্ষ ও আত্মকর্মসংস্থান উপযোগী করে গড়ে তুলছে। এর উত্তরা হাউজবিল্ডিং ক্যাম্পাসে এক বছর মেয়াদি বিভিন্ন প্রফেশনাল ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া চলছে। প্রোগ্রামগুলো হলো হার্ডওয়্যার ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, ওয়েব অ্যান্ড ই-কমার্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। বছরে সাধারণত মার্চ, জুন, সেপ্টেম্বর ও ডিসেম্বর এই ৪টি সেশনে এবং সকাল/বিকাল/সান্ধ্যকালীন এই ৩টি শিফটে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়। কর্মজীবীদের জন্য রয়েছে শুক্র, শনিবার এবং সান্ধ্যকালীন ক্লাসের ব্যবস্থা।  বিস্তারিত জানতে ফোন ০১৭১৩৪৯৩২৬২। ভিজিট করতে পারেন www.diit.info

প্রোগ্রামগুলো ব্যবহারিক ক্লাসভিত্তিক, সার্টিফাইড প্রফেশনাল প্রশিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত, কোর্স শেষে বাধ্যতামূলক রিয়েললাইফ প্রজেক্ট ওয়ার্ক ও ১-৩ মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ এবং নিজস্ব জব পোর্টালের মাধ্যমে চাকরির সহায়তা। সেইসঙ্গে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে দরিদ্র ও মেধাবীদের জন্য রয়েছে ড্যাফোডিল ফাউন্ডেশন বৃত্তি। ন্যূনতম এসএসসি পাস যে কোনো বয়সের যে কেউ কোর্সগুলো করতে পারবে। প্রফেশনাল প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ডিআইআইটি বিগত ২০ বছরে বহুসংখ্যক শিক্ষিত বেকারকে কর্ম উপযোগী করে গড়ে তুলেছে যাদের অনেকেই এখন স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। উল্লেখ্য, সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশ যতই এগিয়ে যাচ্ছে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ততই প্রযুক্তিনির্ভর হয়ে পড়ছে। আইটি সেক্টরের বিভিন্ন ধরনের বিশেষায়িত শাখা যেমন হার্ডওয়্যার মেইনটেন্যান্স, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, সিসিএনপি, উইন্ডোজ সার্ভার এইট, সফ্টওয়্যার ডেভেলপমেন্ট,  ডেটাবেজ ম্যানেজমেন্ট, এমআইএস, গ্রাফিক্স ডিজাইন, আউটসোর্সিং প্রভৃতি সেক্টর এখন সম্ভাবনাময়।  কিন্তু এক্ষেত্রে আমাদের নেই বিশেষায়িত দক্ষতা এবং বাস্তবমুখী শিক্ষা। এ ঘাটতি পূরণের লক্ষ্যেই কাজ করছে ডিআইআইটি।

সর্বশেষ খবর