শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এসএসসি মডেল টেস্ট : ফিন্যান্স ও ব্যাংকিং

মো. হাসানুল কায়সার

এসএসসি মডেল টেস্ট : ফিন্যান্স ও ব্যাংকিং

বহু নির্বাচনী প্রশ্ন

 

১।   তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে কী বলা হয়?

     ক. ব্যয় সিদ্ধান্ত      খ. বিনিয়োগ সিদ্ধান্ত

     গ. আয় সিদ্ধান্ত      ঘ. লভ্যাংশ সিদ্ধান্ত

২।   রকারি অর্থায়নে আয়ের উৎস কোনটি?

     ক. সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান খ. ট্রেজারি বিল

     গ. সেতু ঘ. সরকারি হাসপাতাল

৩।   নিচের কোনটি স্বল্পমেয়াদি অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস?

     ক. প্রদেয় বিল খ. বাণিজ্যিক পত্র

     গ. ঋণপত্র   ঘ. মজুদ মাল বন্ধকীকরণ

৪।   নিচের কোনটি ঝুঁকিবহুল আয় হিসেবে বিবেচ্য?

     i. ট্রেজারি বন্ড ii. সাধারণ শেয়ার

     iii. ট্রেজারি বিল

     নিচের কোনটি সঠিক?

     ক. i খ. ii গ. i ও ii    ঘ. i, ii ও iii

৫।   চক্রবৃদ্ধির সংখ্যা বেশি হলে কী হয়?

     ক. বর্তমান মূল্যের পরিমাণ বেশি হয়

     খ. ভবিষ্যৎ মূল্যের পরিমাণ বেশি হয়

     গ. বর্তমান মূল্যের পরিমাণ অপরিবর্তিত থাকবে

     ঘ. ভবিষ্যৎ মূল্যের পরিমাণ কম হয়

৬।   মূলধন বাজেটিংয়ের পদ্ধতিগুলোকে কত ভাগে ভাগ করা হয়?

     ক. দুই       খ. তিন      গ. চার      ঘ. পাঁচ

৭।   কোন ধরনের ব্যাংক হিসাব গ্রাহককে জমাতিরিক্ত উত্তোলনের সুবিধা দেয়?

     ক. সঞ্চয়ী হিসাব     খ. চলতি হিসাব

     গ. স্থায়ী হিসাব ঘ. ঋণ আমানতি হিসাব

৮।   বাট্টা হার প্রয়োজন হয় কেন?

     ক. ভবিষ্যৎ নগদ প্রবাহকে বর্তমান মূল্যে রূপান্তর করতে

     খ. নগদ প্রবাহ প্রাক্কলন করতে

     গ. বর্তমান মূল্যকে ভবিষ্যৎ মূল্যে রূপান্তর করতে

     ঘ. প্রকল্পের আয়-ব্যয় নির্ণয় করতে

৯।   মোট মুনাফা থেকে কর বাদ দিলে নিচের কোনটি পাওয়া যায়?

     ক. নগদ প্রবাহ খ. নিট মুনাফা  গ. নগদ আন্তঃপ্রবাহ ঘ. অবচয়

নিচের উদ্দীপকটি পড়ে ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

জনাব আবিদ একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। ব্যাংকটি সম্প্রতি অনলাইন ব্যাংকিং সেবা চালু করেছে। কিন্তু অর্থনৈতিক মন্দার কারণে ব্যাংকটিতে তারল্য সংকট দেখা দিয়েছে।

১০।  উদ্দীপকে জনাব আবিদের ব্যাংকটি কোন ধরনের ব্যাংক?

     ক. একক ব্যাংক খ. চেইন ব্যাংক  গ. শাখা ব্যাংক    ঘ. গ্রুপ ব্যাংক

 

উত্তর : ১. গ ২. খ ৩. ক ৪. খ ৫. খ ৬. গ ৭. খ ৮. ক ৯. খ ১০. গ

সর্বশেষ খবর