শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নবম দশম শ্রেণির জীববিজ্ঞান

সুধীর বরণ মাঝি

নবম দশম শ্রেণির জীববিজ্ঞান

জীববিজ্ঞানে চিত্রের গুরুত্ব বেশি। আজ এখানে উপস্থাপিত জীববিজ্ঞান তৃতীয় অধ্যায় (কোষ রসায়ন) এর উপর একটি সৃজনশীল এবং ৯টি বহুনির্বাচনী অভীক্ষা শিক্ষার্থীদের কাজে আসবে বলে আশা করছি।

সৃজনশীল

মাত্র ৩৬ বছর বয়সে হৃদপিন্ডের সমস্যা ধরা পড়ে রাকিবের। ডাক্তার পরামর্শ দিলেন যে বার্গার জাতীয় ফাস্টফুড বাদ দিতে হবে। আর খাদ্যাভ্যাসের পরিবর্তনের ক্ষেত্রে চার পায়ার চেয়ে দোপায়া ভাল, দোপায়ার চেয়ে নাই পায়ার গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।

ক) গ্লাইকোসাইডিক বন্ড কাকে বলে?

খ) রাইবোজ ও ডিঅঙিরাইবোজ স্যুগারের মধ্যে পার্থক্য লিখ।

গ) উদ্দীপকে উল্লিখিত প্রথম খাদ্যের জৈব রাসায়নিক পদার্থের একটি গাঠনিক সংকেত লিখ যা ১টি ‘অ্যালডিহাইড’ এবং ‘কিটো’ মূলকের সমন্বয়ে গঠিত।

ঘ) উদ্দীপকে উল্লিখিত শেষোক্ত খাদ্যে বিদ্যমান  জৈব রাসায়নিক পদার্থের জীবদেহের ভূমিকা  বিশ্লেষণ কর।

বহুনির্বাচনি অভীক্ষা

১. উদ্ভিদে সবসময় কোন ধরনের গ্লুকোজ থাকে?

(ক) D-গ্লুুকোজ           (খ) L-গ্লুকোজ

(গ) b-D গ্লুকোজ        (ঘ) a-L গ্লুকোজ

২. পেপটাইড বন্ধনী কোন যৌগে দেখা যায় ?

(ক) কার্বোহাইড্রেট  (খ) লিপিড

(গ) প্রোটিন          (ঘ) ভিটামিন 

৩.  কোনটি তন্তুময় প্রোটিন?

(ক) অ্যালবুমিন             (খ) ক্যাসিন

(গ) কোলাজেন              (ঘ) গ্লোবিউলিন

উদ্দীপকটি দেখ এবং নিচের ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাওঃ

A  +  B  Ó C + D

৪. উল্লিখিত সমীকরণটিতে অ ও ই কে কী বলে?

(ক) প্রোডাক্ট             (খ) রিএকটেন্ট

(গ) অনুঘটক             (ঘ) এনজাইম

৫. উক্ত সমীকরণে ঈ+উ গঠনের জন্য—

i. এনজাইম সাবস্টেট যৌগ গঠন করতে হয়েছে

ii. সক্রিয়ন শক্তির প্রয়োজন পড়েছে

iii. ট্রানজিশন অবস্থা সৃষ্টি হয়েছে।

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii                   (খ) i ও iii

(গ) ii ও iii                 (ঘ) i, ii ও iii

৬. সুক্রোজ কোন ধরনের এনজাইম?

(ক) হাইড্রোলেজ  (খ) লাইয়েজ

(গ) লাইগেজ   (ঘ) আইসোমারেজ

৭. কাঠে সেলুলোজ কতটুকু থাকে?

(ক) ৪০%  (খ) ৫০% (গ) ৬০% (ঘ) ৭০%

৮. H2O2এর ভাঙ্গনে সাহায্য করে কোন এনজাইম?

(ক)  সেলুলোজ      (খ) ডিহাইড্রোজিনেজ

(গ) ডিহাইড্রেজ       (ঘ) ক্যাটালেজ

৯. রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে—

i. রক্ত নালীর পথ সরু হয়ে যায়

ii. শরীরে রক্তচাপ বেড়ে যায়

iii. রক্তসরবরাহ বেড়ে যায়

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii                   (খ) i ও iii

(গ) ii ও iii                 (ঘ) i, ii ও iii

সর্বশেষ খবর