Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:১৪

এইচএসসি পরীক্ষা প্রস্তুতি-২০১৭

মো. মিজানুর রহমান

এইচএসসি পরীক্ষা প্রস্তুতি-২০১৭

জীববিজ্ঞান

সুপ্রিয় শিক্ষার্থীরা, জীবন ঘনিষ্ঠ বিজ্ঞান হলো জীববিজ্ঞান। শুনলে মনে হয় খুবই সহজ বাস্তবে কিন্তু তা নয়। সহজ ভাবনার কারণেই কিছু কিছু শিক্ষার্থী আশানুরূপ নাম্বার প্রাপ্তি থেকে বঞ্চিত হও। পরীক্ষা সামনে। প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ চিহ্নিত চিত্রের অনুশীলন অত্যাবশ্যক। জীববিজ্ঞানে চিত্রের গুরুত্ব বেশি। আজ এখানে উপস্থাপিত জীববিজ্ঞান দ্বিতীয় অধ্যায় (কোষ বিভাজন) এর উপর একটি সৃজনশীল সৃজনশীল এবং দশটি বহুনির্বাচনি অভীক্ষা শিক্ষার্থীদের কাজে আসবে বলে আশা করছি।

সৃজনশীল

জীববিজ্ঞান ক্লাস শেষে বাড়ি ফেরার পথে তৃষা গাছগাছালির দিকে তাকায় আর ভাবে, “স্যার বলেছেন, গাছ সবুজ অঙ্গের সাহায্যে একটা বিশেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করে, সেই খাবার খেয়েই সমগ্র প্রাণিকুল বেঁচে আছে, যদি আমাদের ত্বক বা চুলগুলো সবুজ হত আমরাও উদ্ভিদের মতো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারতাম”!

ক)        অটোলাইসিস কী?

খ)         প্রাককেন্দ্রিক কোষ থেকে প্রকৃত কোষকে কীভাবে পৃথক করবে?

গ)         উদ্দীপকের উভয় জীবের শক্তি উৎপাদনের জন্য দায়ী অঙ্গানুটির ভৌত-রাসায়নিক ধর্ম ও কাজ উল্লেখ  কর।

ঘ)         উদ্দীপকে উল্লেখিত যে অঙ্গাণুর কারণে উদ্ভিদের উপর প্রাণি নির্ভরশীল, পরিবেশের ভারসাম্য রক্ষায় তার ভূমিকা অসীম-তোমার মতামত বিশ্লেষণ কর।

বহুনির্বাচনি অভীক্ষা

 

১.         কোন অঙ্গাণুটি কোষ বিভাজনের সাথে সংশ্লিষ্ট?

            (ক) প্লাষ্টিড          (খ) লাইসোজোম

            (গ) সেন্ট্রোজোম              (ঘ) মাইটোকন্ড্রিয়া

২.         কোষপ্রাচীর গঠনের মূল একক কোনটি?

            (ক) মাইক্রোফাইব্রিল         (খ) প্লাসমোডেজমা

            (গ) রাইবোজোম              (ঘ) ডিকটায়োজোম

৩.         Language of life বলা হয় কাকে?

            (ক) প্রোটিন         (খ) নিউক্লিক এসিড

            (গ) ডিএনএ        (ঘ) নিউক্লিওটাইড

৪.         কোষের মস্তিস্ক কোনটি?

            (ক) সাইটোপ্লাজম            (খ) নিয়ক্লিয়াস 

            (গ) সেন্ট্রিওল      (ঘ) লাইসোজোম

৫.         কোডন অটএ কোন এমাইনো এসিড নির্দেশ করে?

            (ক) অ্যালানিন     (খ) মিথিওনিন

            (গ) প্রোলিন         (ঘ) লিওসিন

৬.         ‘অ’ প্রক্রিয়াটির নাম কী?

            (ক)  ট্রান্সলেশন    (খ) ট্রান্সক্রিপশন

            (গ) ট্রান্সফরমেশন            (ঘ) রেপলিকেশন

৭.         ‘ই’ প্রক্রিয়ার ধারাবাহিক ধাপগুলো হচ্ছে—

            i. রাইবোজোমের সঙ্গে জঘঅ এর বন্ধন

            ii.অ্যামিনো এসিডের সাথে জঘঅ এর সংযুক্তি

            iii.পলিপেপটাইড চেইন আরম্ভকরণ   

            নিচের কোনটি সঠিক?

            (ক)  i ও ii    (খ) i ও iii   (গ) ii ও iii     (ঘ) i ,ii ও iii

৮.         প্লাজমা মেমব্রেন এ ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশটি তরল?

            (ক) লিপিড    (খ) প্রোটিন     (গ) কার্বোহাইড্রেট          (ঘ) এনজাইম।

 

 উত্তরমালা: ১.গ ২.ক ৩.ক  ৪.খ ৫.খ ৬.খ  ৭.ঘ  ৮.ক


আপনার মন্তব্য