বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জেনে নিন

শিক্ষা ডেস্ক

১.         বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে?

            উত্তর : কাজী নজরুল ইসলাম

২.         ‘সতী ময়না-লোর চন্দ্রানী’ এর মূল রচয়িতা কে?

            উত্তর : সাধন                   

৩.         ‘রাজা যায় রাজা আসে’ কাব্যগ্রন্থটির রচয়িতা?

            উত্তর : আবুল হাসান

৫.         বাংলা সাহিত্যের ইতিহাস রচনায় অগ্রযাত্রীর ভূমিকা পালন করেছেন—

            উত্তর :  দীনেশচন্দ্র সেন     

৬.         ‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন?

            উত্তর : কাজী নজরুল ইসলাম

৭.         ‘জিবরাইলের ডানা’ গল্পের রচয়িতা কে?

            উত্তর : শাহেদ আলী

৮.         ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা।’ গানটির রচয়িতা কে?

            উত্তর : দ্বিজেন্দ্রলাল রায়

৯.         ‘মম একহাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে             রণতূর্য’ নজরুল ইসলামের—

            উত্তর : ‘বিদ্রোহী’ কবিতার একটি লাইন

১০.       কাজী নজরুল ইসলামের পর বাংলা সাহিত্যে বেশি আরবি, ফারসি শব্দ ব্যবহার করেন?

            উত্তর : সৈয়দ মুজতবা আলী

১১.       ‘চাকা’ নাটকটির রচয়িতা কে?

            উত্তর : সেলিম আল দীন

১২.       ‘জ’ হলো—

            উত্তর : তালব্য বর্ণ

১৩.       ‘তিতাস একটি নদীর নাম’ কোন জাতীয় রচনা?

            উত্তর : অদ্বৈত মল্লবর্মণের লেখা উপন্যাস।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর