শিরোনাম
বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি

শিক্ষা ডেস্ক

প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি

১.   বাঙ্গালাহ নামের প্রচলন করেন—

     ক. শশাঙ্ক    খ. ধর্মপাল         

     গ. ইলিয়াস শাহ     ঘ. আকবর

২.   নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কী?

     ক. জয়েন উদ্দিন     খ. আলিবর্দী খাঁ  

     গ. শওকত জং ঘ. হায়দার আলী

৩.   কার সময়ে বঙ্গভঙ্গ ঘোষিত হয়?

     ক. লর্ড কর্নওয়ালিশ   খ. লর্ড ক্লাইভ

     গ. লর্ড কার্জন ঘ. লর্ড মাউন্ট ব্যাটেন

৪.   ফরায়েজী আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল—

     ক. ফরিদপুর  খ. শরীয়তপুর         

     গ. খুলনা    ঘ. যশোর

৫.   বঙ্গভবনের প্রাচীন নাম—

     ক. গভর্নর হাউস     খ. বর্ধমান হাউস

     গ. করতোয়া  ঘ. গভর্নরের বাসভবন

৬.   হিমালয়ের কন্যা বলা হয়—

     ক. পঞ্চগড়   খ. সিলেট

     গ. বান্দরবান  ঘ. কক্সবাজার

৭.   পাহাড়ের রানী বলা হয় কোন পাহাড়কে?

     ক. লালমাই        খ. গারো     

     গ. চন্দ্রনাথ         ঘ. চিম্বুক

৮.   বান্দরবান জেলা কোন নদীর তীরে অবস্থিত?

     ক. কর্ণফুলী        খ. শংখ       

     গ. চেঙ্গী    ঘ. নাফ

৯.   মুন্সী আবদুর রউফ কোন বাহিনীর সদস্য ছিলেন?

     ক. সেনাবাহিনী      খ. ইপিআর        

     গ. বিমানবাহিনী ঘ. নৌবাহিনী

১০.  বাংলাদেশের ডেন্টাল কলেজ কয়টি?

     ক. ২টি           খ. ৩টি         

     গ. ৪টি ঘ. ৫টি

১১.  জীবনতরী ভাসমান হাসপাতালে কোন ধরনের লোকদের চিকিত্সা সেবা দেওয়া হয়?

     ক. শিশু     খ. প্রতিবন্ধীদের      

     গ. পূর্ণবয়স্কদের ঘ. দরিদ্রদের

১২.  নৃ-তাত্ত্বিক জাদুঘর কোথায়?

     ক. আগ্রাবাদ  খ. রাজশাহী   

     গ. সেগুনবাগিচা ঘ. ময়মনসিংহ

১৩.  সিলেট কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?

     ক. সমতট         খ. হরিকেল     

     গ. পুন্ড্র          ঘ. রাঢ়

১৪.  সংসপ্তকের স্থপতি কে?

     ক. হামিদুজ্জামান খান  খ. নিতুন কুণ্ডু

     গ. শামীম সিকদার   ঘ. মৃণাল হক

১৫.  শাবাশ বাংলাদেশ ভাস্কর্যটি জাহানারা ইমাম কবে উদ্বোধন করেন?

     ক. ১৯৯২ সালের ১০ ফেব্রুয়ারি

     খ. ১৯৮৮ সালের ২৫ মার্চ

     গ. ১৯৭৯ সালের ২৫ মার্চ   

     ঘ. ১৯৭৩ সালের ২৫ মার্চ

১৬.  ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম ‘বিজয় কেতন’। এর মূল ফটকে অবস্থিত ভাস্কর্যে কতজন মুক্তিযোদ্ধার মূর্তি রয়েছে?

     ক. ৭ জন   খ. ৮ জন   

     গ. ১০ জন        ঘ. ১১ জন

১৭.  ‘স্মৃতি অম্লান’ মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধের স্থপতি কে?

     ক. মোস্তফা পারুন কুদ্দুস হিলি

     খ. রাজিউদ্দিন আহমদ 

     গ. তানভীর করিম    ঘ. শামীম শিকদার

১৮.  ৭১-এর গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্যটি কোথায় অবস্থিত?

     ক. ইসলামী বিশ্ববিদ্যালয়    

     খ. জগন্নাথ বিশ্ববিদ্যালয়

     গ. চাঁদপুর

     ঘ. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

১৯.  ইতিহাস খ্যাত ‘মসলিন’ এর একটি ছোট টুকরো এখনো সংরক্ষিত আছে?

     ক. মুক্তিযুদ্ধ জাদুঘরে  খ. বরেন্দ্র জাদুঘরে

     গ. লালবাগ দুর্গে     ঘ. জাতীয় জাদুঘরে

২০.  বরকত একজন শহীদ ছাড়া আর কী?

     ক. ধান      খ. গম       গ. সরিষা      ঘ. তুলা

২১.  সবুজ কী?

     ক. উন্নতজাতের মরিচ  খ. উন্নতজাতের পুঁইশাক

     গ. উন্নতজাতের টমেটো

     ঘ. উন্নতজাতের আলু

২২.  বাংলার প্রথম মুসলিম বিজেতা কে?

     ক. হুসেন শাহ খ. বখতিয়ার খলজি

     গ. শামসুদ্দিন ইলিয়াস শাহ   

     ঘ. মুহম্মদ বিন কাসিম

২৩.  বাংলাদেশ আম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

     ক. ঈশ্বরদী   খ. চাঁপাইনবাবগঞ্জ      

     গ. শ্রীমঙ্গল         ঘ. দিনাজপুর

২৪.  টিপরা উপজাতিরা বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে?

     ক. খাগড়াছড়ি       খ. সিলেট    

     গ. কুমিল্লা         ঘ. ফেনী

২৫.  ‘আমার সোনার বাংলা’ গানটির সুরকার—

     ক. আলতাফ মাহমুদ 

     খ. রবীন্দ্রনাথ ঠাকুর

     গ. আবদুল গাফ্ফার চৌধুরী       

     ঘ. কাজী নজরুল ইসলাম

২৬.  ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ গানটি রচনার প্রেক্ষাপট কী ছিল?

     ক. প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে রচিত    

     খ. বঙ্গভঙ্গজনিত আন্দোলনকালে রচিত

     গ. অসহযোগ চলাকালে রচিত

     ঘ. কলকাতায় হিন্দু মুসলমান দাঙ্গাকালে রচিত

২৭.  বাংলাদেশের জাতীয় নাট্যশালা কোথায় অবস্থিত?

     ক. শাহবাগ   খ. সেগুনবাগিচা       

     গ. গুলিস্তান       ঘ. আগারগাঁও

২৮.  চেক প্রধানত কত প্রকার?

     ক. ২ প্রকার খ. ৩ প্রকার  

     গ. ৪ প্রকার       ঘ. ৫ প্রকার।

 

উত্তরমালা : ১.গ  ২.ক ৩.গ ৪.ক ৫.ক ৬.ক ৭.ঘ ৮.খ ৯.খ ১০. খ ১১.খ ১২.ক ১৩.খ ১৪.ক ১৫.ক ১৬.ক ১৭.খ ১৮.খ ১৯.ঘ ২০.খ ২১.খ ২২.খ ২৩.খ ২৪.ক ২৫.খ ২৬.খ ২৭.খ ২৮.খ।

 

সর্বশেষ খবর