বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
বাংলা প্রথমপত্র

এইচএসসি পরীক্ষা প্রস্তুতি : মডেল টেস্ট-২০১৭

মো. একরামুল ইসলাম

বহুনির্বাচনী প্রশ্ন

১.   ওয়াটারলু যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

     ক. ১৮১৩  খ. ১৮১৫  গ. ১৮১৭     ঘ. ১৮১৯

২.   অক্ষর বৃত্ত ছন্দ কোন ছন্দ নামে পরিচিতি?

     ক. স্বরবৃত্ত         খ. মাত্রাবৃত্ত    

     গ. মিত্রাক্ষর        ঘ. অমিত্রাক্ষর

৩.   মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গনের ধারে বলতে—

     ক. ব্রাতপল্লি খ. শহরে  গ. প্রকৃতির দিকে ঘ. মরুভূমি

৪.   শস্যহীন জনবহুল অঞ্চলের মানুষের কিসের ওপর প্রগাঢ় বিশ্বাস?

     ক. মৌলভির  খ. বিচারকের    

     গ. খোদাতায়ালার    ঘ. ধর্মের

৫.   কেউ এক চুল নড়লে প্রাণ যাবে সংলাপটি কার?

     ক. মানিক চাঁদের     খ. রায়দুলভের     

     গ. রাজবল্লভের      ঘ. জগেশঠের

     নিচের উদ্দীপকটি পড় ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও।

     আমার বলার কিছুই ছিল না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না।

৬.   উদ্দীপকের প্রথম চরণের সাথে অপরিচিতা গল্পের কোনো চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে?

     ক. বিনু     খ. মামা    গ. অনুপম    ঘ. হরিণ

৭.   উদ্দীপক ও ‘অপরিচিতা’ গল্পের মূলসুর হলো—

     ক. স্বীয় ব্যর্থ চিন্তা         খ. প্রেম    

     গ. বিরহ          ঘ. আবেগ প্রবণতা

৮.   কোন অঞ্চল এন্ডির জন্য বিখ্যাত?

     ক. দিনাজপুর  খ. ঢাকা    গ. ফরিদপুর    ঘ. রংপুর।

৯.   বারুনী কে?

     ক. সুদর্শন    খ. বিশালক্ষী    

     গ. জলের দেবী     ঘ. শঙ্খমালা

১০. দক্ষিণ দুয়ার গেছে খুলি?। চরণটি দ্বারা কী বোঝানো হয়েছে?

     ক. বসন্তের আগমন    খ. উদাসীন মনোভাব   

     গ. আনন্দময় জীবন   ঘ. অভিমান

১১.  আহ্বান গল্পটি কোন ধরনের?

     ক. স্নেহ-প্রীতি খ. আন্তরিকতা    

     গ. উদার মানসিকতা  ঘ. শ্রেণি বৈষম্যহীন

১২.  ব্যাপারীর মক্তবে কলেমা পড়তে মজিদ কাকে আদেশ দেয়?

     ক. দুদু মিয়া       খ. আক্কাচ   

     গ. তাহেরের  বাপ   ঘ. সলেমনের বাপ

১৩.  ‘বুকের ভেতরে হঠাৎ যেন কেঁপে উঠল”-উক্তিটি কার?

     ক. ক্লাইভ         খ. জগেশঠ    

     গ. মিরজাফর       ঘ. সিরাজ

১৪.  গান্ধীজী আছেন বলতে’ বোঝানো হয়েছে—

     ক. পরনির্ভরশীলতা       খ. নিষ্ক্রিয় মনোভাব     গ. গান্ধীজী থাকবেন   ঘ. আত্মনির্ভরশীল

১৫.  ‘সেই অস্ত্র’ কবিতায় সেই অন্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র কী হবে।

     ক. অবনত খ. অবারিত  গ. অবনমিত  ঘ. আনত

১৬.  বৃক্ষ আমাদের কীভাবে সার্থকতার গান গেয়ে শোনায়?

     ক. নীরব ভাষায়    খ. সরব ভাষার   

     গ. ফল ফুল দিয়ে    ঘ. ইন্দ্রিয় দিয়ে

     নিচের উদ্দীপকটি পড় ১৭ ও ১৮ প্রশ্নের উত্তর দাও।

     শুনহে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।

১৭.  উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন গ্রন্থের সাদৃশ্য আছে?

     ক. ঐকতান   খ. লোক লোকান্তর 

     গ. সেই অন্ত্র ঘ.  সাম্যবাদী

১৮.  উদ্দীপক ও উক্ত কবিতার কবির বিশ্বাসী—

     i. মানব ধর্ম       ii. মানুষের হৃদয়ে    

     iii. মানবজীবনে

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii   খ. i ও iii   

     গ ii ও iii         ঘ. i, ii ও iii

১৯.  ওসব ছেড়ে দিয়েছে জগু—ওসব বলতে কী বোঝানো হয়েছে?

     ক. মামলা করা     খ. নেশা    

     গ. মারামারি        ঘ. গালাগালি

     নিচের উদ্দীপকটি পড় এবং ২০ ও ২১ নং প্রশ্নের দাও।

     চরাঞ্চলে কোনো বিদ্যুৎ নেই, সেই কারণে তারা অনেক বিষয় থেকে পিছিয়ে আছে। এ অবস্থা থেকে রাসেল এলাকার মানুষের সুবিধার জন্য সৌর বিদ্যুতের ব্যবস্থা করে দেন।

২০.  উদ্দীপকের রাসেলের সাথে লালসালু উপন্যাসের কার সাদৃশ্য আছে?

     ক. মজিদ         খ. আক্কাচ   

     গ. তাহের         ঘ. খালেক ব্যাপারী

২১.  উভয় চরিত্রের মধ্যে কোন বিষয়টি ফুটে উঠেছে।

     ক. প্রতিবাদী        খ. বিজ্ঞান মনস্ক    

     গ. কুসংস্কার        ঘ. আধুনিকা

২২. আঠারো বছর বয়সের প্রতীক—

     ক. বিপ্লবের        খ. যৌবনের   

     গ. কৈশোরের       ঘ. উচ্ছলতার

২৩.  ‘একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং’ উল্লিখিত চেতনার প্রকৃতি—

     ক. সংগ্রামী   খ. বিদ্রোহী    

     গ. প্রতিবাদী        ঘ. জাগ্রত

     নিচের উদ্দীপকটি পড় এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও।

     আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি

২৪.  উদ্দীপকটি কোন রচনার সাথে অধিকতর সংগতিপূর্ণ?

     ক. বিড়াল         খ. আমার পথ   

     গ. রেইনকোট       ঘ. বায়ান্নর দিনগুলো

২৫.  সংগতির  বিষয়টি  যে দৃষ্টিকোণ থেকে বিবেচ্য—

     ক. প্রতিবাদী চেতনা   

     খ. আত্মোৎসর্গকারীদের চেতনা  

     গ. দেশপ্রেম        ঘ. ভ্রাতৃত্বপ্রীতি

২৬. যে কবিতা শুনতে জানে না সে কীসের অধিকার থেকে বঞ্চিত হবে?

     ক. স্বাধীনতার       খ. মানবিকতার  

     গ. মুক্তির    ঘ. দিগন্তের

২৭.  ‘জাদুঘরে কেন যাব’ প্রবন্ধে জাদুঘরের গুরুত্বের কথা বর্ণিত হয়েছে কীভাবে—

     ক. আত্মপরিচয় দানের খ. গবেষণার জন্য   

     গ. আনন্দ সৃষ্টির    ঘ. আত্মসচেতন হতে

     নিচের উদ্দীপকটি পড় এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের  উত্তর দাও।

     রাম রাবণের যুদ্ধে লঙ্কার পরাজয় হয়েছিল সামরিক দুর্বলতার জন্য নয় বরং বিভীষণের বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার জন্য।

২৮. উদ্দীপকের  বিভীষণ চরিত্রটি ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের সাথে তুলনীয়?

     ক. মির কাসিম খ. মিরজাফর    

     গ. মোহন লাল     ঘ. মির মর্দান

২৯.  উদ্দীপকের বিভীষণ ও সিরাজউদ্দোলা নাটকের মিরজাফর দুটি চরিত্রের সমতুল্য তা হলো—

     ক. স্বদেশ ভাবনা     খ. মানুষের ভাবনা    

     গ. সমাজের ভাবনা   ঘ. দেশদ্রোহিতা

৩০. রজার ড্রেক কে?

     ক. ক্যাপ্টেন  খ. গভর্নর   গ. সার্জন   ঘ. সেনাপতি

উত্তরমালা : ১.খ ২.ঘ ৩.ক ৪.গ ৫.ক ৬.গ ৭.ক ৮.ঘ ৯.গ ১০.ক ১১.গ ১২.ক ১৩.গ ১৪.ক ১৫.ঘ ১৬.ক ১৭.ঘ ১৮.ক ১৯.গ ২০.খ ২১.ঘ ২২.খ ২৩.ক ২৪.ঘ ২৫.খ ২৬.ঘ ২৭.ক ২৮.খ ২৯.ঘ ৩০.খ।

সর্বশেষ খবর