বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
প্রাথমিক বিজ্ঞান

প্রাথমিক সমাপনী পরীক্ষা প্রস্তুতি

সুকুমার মণ্ডল

প্রাথমিক সমাপনী পরীক্ষা প্রস্তুতি

বহুনির্বাচনী প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায় ২ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।

সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।

১.   পুকুরের পাড়ঘেঁষা ঝুলন্ত ও খোলা পায়খানা থেকে কী ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে?

     ক. পানিকে কাজের উপযোগী করবে  

     খ. পানির স্বচ্ছতা বাড়বে

     গ. পানি দূষিত করবে ঘ. পানি নিরাপদ থাকবে

     উত্তর : গ. পানি দূষিত করবে

২.   গাড়ির হর্ন, গোলমাল, হঠাৎ আওয়াজে আমাদের শারীরিক সমস্যা হতে পারে। এ দূষণের ফলে নিচের কোন সমস্যাটি হতে পারে?

     ক. মুখে সমস্যা   খ. চোখে সমস্যা   গ. হাতে সমস্যা ঘ. কানে সমস্যা

     উত্তর : ঘ. কানে সমস্যা

৩.   কৃষক বেশি ফসল উৎপাদনের জন্য জমিতে রাসায়নিক সার ব্যবহার করল। এ সার বৃষ্টির পানির সঙ্গে মিশে পরিবেশের কোন  দূষণ সৃষ্টি করবে?

     ক. শব্দ দূষণ     খ. পানি দূষণ    গ. মাটি দূষণ     ঘ. বায়ু দূষণ

     উত্তর : খ. পানি দূষণ

৪.   তোমার এলাকায় একটি ইটের ভাটা আছে। ভাটাটিতে প্রতিনিয়ত ইট পোড়ানো হয়। এ ক্ষেত্রে পরিবেশের কোন  দূষণটি ঘটবে?

     ক. বায়ু দূষণ      খ. মাটি দূষণ        গ. শব্দ দূষণ      ঘ. পানি দূষণ

     উত্তর : ক. বায়ু দূষণ

৫.   তাহিয়াদের বাসায় বিদ্যুৎ চলে গেলে জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ পায়। সেখানে কোন ধরনের  দূষণ হয়ে থাকে?

     ক. শব্দ দূষণ      খ. বায়ু দূষণ      গ. পানি দূষণ      ঘ. মাটি দূষণ

     উত্তর : ক. শব্দ দূষণ

৬.   শিল্পকারখানা রয়েছে, এমন এলাকায়  রিয়ার বাবা বাসা নিয়েছে। কারখানার তীব্র আওয়াজ তাদের ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে। রিয়াদের পরিবারের সমস্যার কারণ কোনটি?

     ক. শব্দ  দূষণ      খ. পানি দূষণ    গ. মাটি দূষণ      ঘ. বায়ু দূষণ

     উত্তর : ক. শব্দ দূষণ

৭.   তুমি সুন্দরবনে বেড়াতে গিয়ে দেখলে এক তেলবাহী জাহাজ দুর্ঘটনায় জাহাজের সব তেল বনে ছড়িয়ে পড়ছে। এই তেল পানির পাশাপাশি কোনটির  দূষণ ঘটাবে?

     ক. শব্দ দূষণ    খ. পানি দূষণ   গ. মাটি দূষণ     ঘ. বায়ু দূষণ

     উত্তর : গ. মাটি দূষণ

৮.   পরিবেশ সংরক্ষণের অন্যতম উপায় কোনটি?

     ক. জনসচেতনতা বৃদ্ধি করা    খ. সম্পদের পুনর্ব্যবহার করা

     গ. কাজ শেষে বাতি নিভিয়ে রাখা    ঘ. জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানো

     উত্তর : ক. জনসচেতনতা বৃদ্ধি করা

৯.   পরিবেশ সংরক্ষণের জন্য কী করতে হবে?

     ক. গাছ লাগাতে হবে  খ. নদীনালা ভরাট করতে হবে

     গ. কলকারখানা তৈরি করতে হবে    ঘ. বাড়িঘর তৈরি করতে হবে

     উত্তর : ক. গাছ লাগাতে হবে

১০. তোমার ছোট ভাই প্লাস্টিকের খেলনা ভেঙে ফেলেছে। ভাঙা খেলনাটি তুমি কী করবে?

     ক. পুড়িয়ে ফেলবে    খ. রাস্তায় ফেলে দেবে

     গ. জমিতে ফেলে দেবে ঘ. পানিতে ফেলে দেবে

     উত্তর : ক. পুড়িয়ে ফেলবে

১১. উচ্চ স্বরে গান বাজালে কোন  দূষণ ঘটে?

     ক. বায়ু দূষণ     খ. শব্দ দূষণ    গ. মাটি দূষণ        ঘ. পানি দূষণ

     উত্তর : খ. শব্দ দূষণ

সর্বশেষ খবর