রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জেনে নিন

১.         বিশ্বব্যাংকের তথ্য অনুসারে, রেমিট্যান্স আয়কারি দেশের তালিকারী শীর্ষে কোন দেশ?  উত্তর : ভারত, দ্বিতীয়  চীন

২.         চীন সমপ্রতি কোন দ্বীপপুঞ্জে কংক্রিটের রানওয়ে নির্মাণ শুরু করেছে?

            উত্তর : স্প্রাটলি দ্বীপপুঞ্জে

৩.        নেপালের পঞ্চায়েত ব্যবস্থার অধীনে নির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কী?

            উত্তর :  সূর্য বাহাদুর থাপা

৪.         জাতিসংঘ ও বিশ্বব্যাংক কত সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ার পরিকল্পনা গ্রহণ করেছে?  উত্তর : ২০৩০ সাল

৫.         ‘আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো।’— বাক্যটিতে কোন দোষ আছে?

            উত্তর : উপমার ভুল প্রয়োগ

৬.        ‘আমার পূর্ব বাংলা’ কবিতার রচয়িতা কে?

            উত্তর : সৈয়দ আলী আহসান

৭.         ‘পঙ্কজ’ শব্দের অর্থ কী?  উত্তর : পদ্মফুল

৮.        রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত—  উত্তর : গীতাঞ্জলি

৯.         শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি?   উত্তর :  শ্রীকান্ত

১০.       ‘দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে।’ এই কবিতাংশটি কোন কবিতার অন্তর্গত?   উত্তর : আমার কৈফিয়ৎ।

১১.       ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে।’ —বাংলা সাহিত্যের কোন কাব্যে বাঙালির প্রার্থনা ধ্বনিত হয়েছে?   উত্তর : অন্নদামঙ্গল           

১২.       ‘কালের যাত্রা’ নাটকটির রচয়িতা—   উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর

১৩.      বাংলা সাহিত্যে উপন্যাস রচনার প্রাথমিক প্রচেষ্টা কোনটি?

            উত্তর : ফুলমণি ও করুণার বিবরণ

১৪.       ‘ধূমকেতু’ পত্রিকার সম্পাদনা করেছেন—

            উত্তর : কাজী নজরুল ইসলাম

১৫.       বাংলা একাডেমি থেকে প্রকাশিত ‘বাংলাদেশের আঞ্চলিক অভিধান’ কে সম্পাদনা করেন?

উত্তর : ড. মুহম্মদ শহীদুল্লাহ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর