মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা
সাধারণ বিজ্ঞান

নবম শ্রেণির পড়াশোনা

কাজী ইস্কান্দার আলী

নবম শ্রেণির পড়াশোনা

একাদশ অধ্যায় : জীব প্রযুক্তি

১.   আধুনিক বংশবিদ্যার জনক কে?

     ক. গ্রেগর জোহান মেন্ডেল

     খ. এরিস্টটল

     গ. ক্যারোলাম লিনিয়াস

     ঘ. হাবার্ট বয়ার

     উত্তর : ক

২.   নিষেক ছাড়াই কত সালে কৃত্রিমভাবে জিন সংযোজনে সাফল্য লাভ করে?

     ক. ১৯৫৩      খ. ১৯৭৩   

     গ. ১৯৮৩       ঘ. ১৯৮৯

     উত্তর : খ

৩.   নিষেক ‘ছাড়াই কৃত্রিমভাবে জিন সংযোজনে সাফল্য লাভ করে কারা?

     ক. ওয়াটসন, ক্লিক  

     খ. মেন্ডেল, বেটসন    

     গ. বয়ার, কোহেন  

     ঘ. সবগুলো

     উত্তর : গ

৪.   ক্রোমোসোমের আকার সাধারণত কী রকম?

     ক. ছোট     খ. মাঝারি  

     গ. মোটা    ঘ. লম্বা

     উত্তর : ঘ

৫.   মানুষের দেহে অটোজেনের সংখ্যা কয়টি?

     ক. ১ জোড়া খ. ২৩ জোড়া    

     গ. ২২ জোড়া ঘ. ২১ জোড়া

     উত্তর : গ

৫.   প্রতিটি ক্রোমাটিডে কয়টি ক্রোমোনেমা থাকে?

     ক. ১টি  খ. ২টি     গ. ৩টি   ঘ. ৪টি

     উত্তর : ক

৬.   প্রকৃতপক্ষে ক্রোমোজোম কী দ্বারা গঠিত?

     ক. মাতৃকা    খ. সেন্টিমিয়ার    গ. প্রোটিন   ও অজৈব পদার্থ 

     ঘ. মাতৃকা ও প্রোটিন

     উত্তর : গ

৭.   DNA অণুর গঠন আবিষ্কার হয় কত সালে?

     ক. ১৯০৮    খ. ১৯৭৩   

     গ. ১৯৬২    ঘ. ১৯৫৩

     উত্তর : ঘ

৮.   DNA অণুর গঠন কে আবিষ্কার করেন?

     ক. জেমস ওয়াটসন ও ফ্রানসিস ক্রিক

     খ. গ্রেগর জোহান  সেভেথ

     গ. বেটসন    ঘ. কোহেন

     উত্তর : ক

৯.   DNA অণু কী ধরনের সূত্রক?

     ক. এক সূত্রক  খ. দ্বি-সূত্রক  

     গ. ত্রি-সূত্রক  ঘ. বৃত্তাকার

     উত্তর : খ

১০.  DNA এ অণুর আকৃতি কীসের মতো?

     ক. সোজা সিঁড়ির মতো

     খ. ত্রিভুজের মতো

     গ. পঞ্চভুজের মতো

     ঘ. প্যাঁচানো সিঁড়ির মতো

     উত্তর : ঘ

১১.  কোনটি RNA-এর প্রকারভেদ নয়?

     ক. t RNA   খ. v RNA  

     গ. m RNA   ঘ. r RNA

     উত্তর : খ

১২. জীব জগতের বৈচিত্র্যের নিয়ন্ত্রক হচ্ছে—

     ক. জিন     খ. ক্রোমোসস

     গ. DNA    ঘ.  RNA

     উত্তর : ক

১২. RNA তে কত কার্বন যুক্ত রাইকেজ শর্করা থাকে?

     ক.   ৩   খ. ৪  গ. ৫   ঘ. ৬

     উত্তর : গ

১৩.  সেক্স ক্রোমোজোমের সংখ্যা কয়টি?

     ক. ১   খ. ২  গ. ২২   ঘ. ৪৪

     উত্তর : খ

১৪. RNA তে থায়াসিনের পরিবর্তে কী থাকে?

     ক. অ্যাডেনিন     খ. গুয়ানিন    

     গ. পাইরিসিডিন  ঘ. ইউরাসিল

     উত্তর : ঘ

১৫.  ক্রোমোজোমে কত ধরনের প্রোটিন থাকে?

     ক. ৩   খ. ২    গ. ৫   ঘ. ৬

     উত্তর : ঘ

১৬.  কত সালে ‘জিন’ নামটি দেওয়া হয়?

     ক. ১৯০৮    খ. ১৯০৭    

     গ. ১৯০৬         ঘ. ১৯০৫

     উত্তর : ক

১৭.  নিউমোকক্বাস ব্যাকটেরিয়া কী রোগ সৃষ্টি করে?

     ক. আমাশয়     খ. যক্ষ্মা    

     গ. ডিপথেরিয়া  ঘ. নিউথেনিয়া

     উত্তর : ঘ

১৮. কোন প্রোটিন ক্রোমোজোমে পাওয়া যায়?

     ক. হিস্টোন     খ. প্রোহিস্টোন   

     গ. ল্যাকটোজ   ঘ. প্রোটিয়েজ

     উত্তর : ক

১৯. জিন নামটি কে দেন?

     ক. এভেরি    খ. ম্যাকলিওড   

     গ. বেটসন    ঘ. মেন্ডেল

     উত্তর : গ

২০. বংশগত ধারা পরিবহনে কোনটির গুরুত্ব নেই?

     ক. প্রোটোপ্লাজম    

     খ. ক্রোমোজোম    

     গ. DNA    ঘ. RNA

     উত্তর : ক

২১.  বংশ বৃদ্ধি কীসের দ্বারা নিয়ন্ত্রিত হয়?

     ক. RNA    খ. DNA 

     গ. জিন     ঘ. RNA ও DNA

     উত্তর : গ

২২.  কোনটি দ্বারা বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ হয়?

     ক. জিন     খ. RNA

     গ. প্লাস্টিড         ঘ. DNA

     উত্তর : ঘ

২৩. DNA টেস্ট দ্বারা কোন ধরনের বিরোধ নিষ্পত্তি করা হয়?

     ক. পিতৃত্ব নিয়ে বিরোধ    

     খ. সম্পত্তি নিয়ে বিরোধ

     গ. জমি নিয়ে বিরোধ       ঘ. বিরোধ নিষ্পত্তি নিয়ে ব্যবহৃত হয় না

     উত্তর : ক

২৪.  জৈব পিতা (Biological father) হওয়ার জন্য পিতার সাথে সন্তানের জিনগত মিল থাকতে হয় কতটুকু?

     ক. ৯০%     খ. ৯৯.৯%    

     গ. ৯৮.৭%        ঘ. ৮০%

     উত্তর : খ

২৫. কোন রোগে রক্ত কণিকা কাস্তে আকৃতির হয়?

     ক. সিকিল সেল খ. হানুটিং টনস

     গ. হিমোফিলিয়া ঘ. সায়োপিয়া

     উত্তর : ক

২৬. কয়টি কারণে মানুষের বংশগত রোগগুলো সৃষ্টি হয়

     ক. ১   খ. ২    গ. ৩    ঘ. ৪

     উত্তর : ঘ

২৭. কততম ক্রোমোজোমের নন-ডিসজাংসনের ফলে ডাউনস সিন ড্রোম হয়?

     ক. ১৯তম    খ. ২১তম    

     গ. ২৮তম    গ. ৩৩তম।

     উত্তর : খ

২৮.  সিকিল সেল রোগে রক্ত কণিকাগুলো কী ঘটে?

     ক. দ্রুত ভাঙ্গে খ. আস্তে ভাঙ্গে

     গ. উভয়ই     ঘ. কোনটি নয়।

     উত্তর : ক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর