সোমবার, ৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা
বিজ্ঞান

প্রাথমিক সমাপনী পরীক্ষা প্রস্তুতি

জান্নাতুল ফেরদৌস স্বর্ণা

শিক্ষার্থী বন্ধুরা, আজ সপ্তম অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো। প্রত্যেকটির মান ১ নম্বর করে।

সপ্তম অধ্যায় : স্বাস্থ্যবিধি

১.   কোন পানির মাধ্যমে রোগ ছড়ায়?

     উত্তর : পানি যদি নিরাপদ না হয় তবে সেই পানির মাধ্যমে অর্থাৎ জীবাণুযুক্ত পানির মাধ্যমে রোগ ছড়ায়। যেমন : ডায়রিয়া, কলেরা ইত্যাদি।

২.   কয়েকটি সংক্রামক রোগের নাম লিখ।

     উত্তর : সর্দিজ্বর বা ইনফ্লুয়েঞ্জাসহ সোয়াইন ফ্লু জন্ডিস, বসন্ত, হাম, পাঁচড়া, চুলকানি ইত্যাদি  সংক্রামক রোগ।

৩.   কোন কোন মশার কামড়ে গোদ রোগ ও ম্যালেরিয়া হয়?

     উত্তর : কিউলেক্স মশার কামড়ে গোদ রোগ এবং এনোফিলিস জাতীয় স্ত্রী মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়।

৪.   কোন ভাইরাসের কারণে সোয়াইন ফ্লু হয়?

     উত্তর : এইচ ওয়ান এন ওয়ান (H1N1) নামক এক ধরনের ভাইরাসের কারণে সোয়াইন ফ্লু হয়।

৫.   সোয়াইন ফ্লুর যে কোনো ৪টি লক্ষণ লিখ।

     উত্তর : যদি কোনো ব্যক্তির নিম্নোক্ত লক্ষণগুলো প্রকাশ পায় তবে বুঝতে হবে তার সোয়াইন ফ্লু হয়েছে। যেমন :

     i. অস্বাভাবিক অবসাদগ্রস্ততা

     ii. মাথাব্যথা    iii. নাক দিয়ে পানি পড়া

     iv. গলা খুসখুস করা।

৬.   এডিস মশা কখন কামড়ায়?

     উত্তর : সাধারণত সকাল এবং সন্ধ্যার পূর্বে কামড়ায়।

৭.   কোন জীবাণুর আক্রমণে বাতজ্বর হয়?

     উত্তর : স্ট্রেপটোবাক্কাস নামক এক ধরনের জীবাণুর আক্রমণে বাতজ্বর হয়।

৮.   কারা বালক, বালিকা?

     উত্তর : সাধারণত ছয় বছর বয়সের পরে মেয়ে শিশুকে বলা হয় বালিকা এবং ছেলে শিশুকে বলা হয় বালক।

৯.   বাতজ্বরের লক্ষণ লিখ।

     উত্তর :  ঘন ঘন জ্বর ও গলাব্যথা হয়।

     দেহের ওজন কমতে থাকে।

     হাত পায়ের গিঁটে ব্যথা হয়।

     মাঝে মাঝে বুকেও ব্যথা হয়।

শূন্যস্থান পূরণ

৮ম অধ্যায় : মহাবিশ্ব

১.   বিপুলসংখ্যক গ্যালাক্সি এবং এদের মধ্যবর্তী স্থান মিলে মহাবিশ্ব।

২.   বিশাল সৌরজগৎ মহাবিশ্বের একটি সদস্য মাত্র।

৩.   সৌরজগৎ যে গ্যালাক্সির সদস্য তাকে বলে ছায়াপথ।

৪.   সূর্য একটি নক্ষত্র।

৫.   বিজ্ঞানী কোপার্নিকাসের মতে পৃথিবী এর অক্ষের উপরে পাক খায়।

৬.   বিজ্ঞানের চর্চা তাই একটি অভিযান বিশ্ব রহস্য উদঘাটনের।

৭.   সূর্য আমাদের নিকটতম নক্ষত্র।

৮.   সূর্য একটি বিশাল গ্যাসপিণ্ড।

৯.   সূর্যে হাইড্রোজেন ও হিলিয়াম আছে।

১০. সূর্যের জন্য পৃথিবীতে জীবনের উদ্ভব সম্ভব হয়েছে।

১১. ‘চাঁদ আসলে পৃথিবীর মতো কঠিন এক গোলক।

১২. সূর্যের আলো চাঁদের ওপর প্রতিফলিত হয়।

১৩. আয়তনে চাঁদ পৃথিবীর ৫০ ভাগের ১ ভাগ।

১৪. প্রাচীনকালে মনে করা হতো পৃথিবী স্থির।

১৫. পৃথিবী আপন কক্ষের ওপর দিনে একবার পাক খায়।

১৬. পৃথিবীর মেরু রেখাটি কক্ষের সঙ্গে ৬৬ কোণ করে আছে।

১৭. চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে।

১৮. চাঁদ ঘুরতে ঘুরতে যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে আসে তখন অমাবস্যা হয়।

সর্বশেষ খবর