রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

এসএসসি প্রস্তুতি : ফিন্যান্স ও ব্যাংকিং

সুকুমার মন্ডল

এসএসসি প্রস্তুতি : ফিন্যান্স ও ব্যাংকিং

অধ্যায়ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন

দশম অধ্যায় : বাণিজ্যিক ব্যাংক

 

১.         বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রধান উৎস কোনটি?

            ক. আমানত      খ. পরিশোধিত মূলধন

            গ. সংরক্ষিত তহবিল

            ঘ. ঋণ গ্রহণ

২.         ‘লকার ভাড়া’ সেবার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের নিকট থেকে কী আদায় করে?

            ক. বাট্টা            খ. সার্ভিস চার্জ

            গ. কমিশন        ঘ. সুদ

৩.        বাণিজ্যিক ব্যাংক কীভাবে ঋণ আমানত সৃষ্টি করে?

            ক. অধিক পরিমাণে আমানত গ্রহণ করে

            খ. আমানতকারীকে ঋণ প্রদান করে

            গ. ঋণ গ্রহীতার নামে ব্যাংকে নতুন হিসাব খুলে

            ঘ. ঋণ মঞ্জুর করে

৪.         বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য কোনটি?

            ক. মুনাফা অর্জন           খ. জনকল্যাণ

            গ. ঋণ নিয়ন্ত্রণ ঘ. নোট প্রচলন

৫.         কোনটি বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস?

            ক. বিনিয়োগ    খ. বিল বাট্টাকরণ

            গ. ব্যাংক ড্রাফট থেকে কমিশন

            ঘ. ঋণের সুদ

৬.        বাণিজ্যিক ব্যাংক যে উপায়ে বিনিময় মাধ্যম সৃষ্টি করে তা হলো—

            i. ডেবিট কার্ড ইস্যু করে

            ii. চেক ইস্যু করে  রii. নোট প্রচলন করে

            নিচের কোনটি সঠিক?

            ক. i, ii খ. i, iii

            গ. ii, iii             ঘ. i, ii ও iii

৭.         বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ কোনটি?

            ক. ঋণদান করা            খ. ঋণ নিয়ন্ত্রণ

            গ. আমানত গ্রহণ          ঘ. মূলধন গঠন

৮.        বাণিজ্যিক ব্যাংক কর্তৃক ইস্যুকৃত দলিল—

            i. ট্রেজারি বিল ii. ব্যাংক ড্রাফট

            iii. প্রত্যয়নপত্র

            নিচের কোনটি সঠিক?

            ক. i, ii খ. i, iii

            গ. ii, iii             ঘ. i, ii ও iii

৯.         নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস বহির্ভূত?

            ক. ঋণের সুদ    খ. আমানতের সুদ

            গ. প্রতিনিধিত্ব   ঘ. বৈদেশিক বিনিময়

১০.       নিম্নোক্ত যে খাতে বিনিয়োগ করে বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জন করে—

            i. শেয়ার           ii. সরকারি সিকিউরিটি

            iii. ঋণপত্র

            নিচের কোনটি সঠিক?

            ক. i, ii খ. i, iii

            গ. ii, iii             ঘ. i, ii ও iii

১১.       বাণিজ্যিক ব্যাংকের খরচের খাতগুলো হলো—

            i. বীমা প্রিমিয়াম          ii. অছি

            iii. নিরীক্ষকের বিল

            নিচের কোনটি সঠিক?

            ক. i, ii খ. i, iii

            গ. ii, iii             ঘ. i, ii ও iii

১২.       বাণিজ্যিক ব্যাংক কীভাবে দেশের অর্থনীতির চাকা সচল রাখে?

            ক. ঋণ দান ও বিনিয়োগের মাধ্যমে

            খ. অর্থের নিরাপত্তা দানের মাধ্যমে

            গ. সঞ্চয় সংগ্রহের মাধ্যমে

            ঘ. মুদ্রা ব্যবস্থাপনায় সহযোগিতা করে

১৩.      ব্যাংক মক্কেলের পক্ষে ভাঙায়—

            i. বিনিয়োগ বিল           ii. প্রত্যয়পত্র

            iii. পরিবহন বিল

            নিচের কোনটি সঠিক?

            ক. i      খ. ii

            গ. i, iii ঘ. i, ii ও iii

১৪.       অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কোনটি একান্ত প্রয়োজন?

            ক. মূলধন বিনিয়োগ

            খ. কর্মসংস্থান সৃষ্টি

            গ. অর্থের নিরাপত্তা প্রদান

            ঘ. ঋণ নিয়ন্ত্রণ

১৫.       প্রত্যয়পত্র ইস্যু করে কে?

            ক. আমদানিকারকের ব্যাংক

            খ. আমদানিকারক গ. রপ্তানিকারক

            ঘ. রপ্তানিকারকের ব্যাংক

উত্তর : ১. খ ২. খ ৩. গ ৪. ক ৫. ঘ ৬. ক ৭. গ ৮. গ ৯. খ ১০. ঘ ১১. খ ১২. ক ১৩. গ ১৪. ঘ ১৫. ক।

সর্বশেষ খবর