রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

এসএসসি পরীক্ষা : ব্যবসায় উদ্যোগ

মো. শরিফুল ইসলাম

     বহুনির্বাচনী প্রশ্ন

১.         ব্যবসায় ক্রমবিকাশের ধারাকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?

            ক. ২      খ. ৩     গ. ৪      ঘ. ৫

২.         শিল্পবিপ্লবের আবির্ভাব হয় কোন যুগে?

            ক. প্রাচীন যুগ         খ. মধ্যযুগ

            গ. আধুনিক যুগ      ঘ. প্রাগৈতিহাসিক যুগ

৩.         আত্মকর্মসংস্থান থেকে প্রথম দিকে প্রাপ্ত আয়—

            i. সীমিত    i i. অসীম    iii. অনিশ্চিত

            নিচের কোনটি সঠিক?

            ক. i, ii  খ. i, iii  গ. ii, iii  ঘ. i, ii ও iii

৪.         সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য কোনটি?

            ক. পরিমিত পরিমাণ ঝুঁকি গ্রহণ

            খ. অধ্যবসায়    গ. উদ্যম    ঘ. একাগ্রতা

            উদ্দীপকের আলোকে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            রূপা একজন ডিজাইনার। নিজের ডিজাইন করা পোশাক বিক্রয় করে রূপা মুনাফা অর্জন করছে। তার মৌলিক ডিজাইন তাকে সফলতা এনে দিয়েছে।

৫.         রূপার মধ্যে উদ্যোক্তার কোন গুণটি দৃশ্যমান?

            ক. ঝুঁকি গ্রহণের ক্ষমতা          খ. উদ্ভাবনী শক্তি

            গ. সাংগঠনিক ক্ষমতা            ঘ. সংবেদনশীলতা

৬.         রূপার উদ্যোগের ক্ষেত্রে মূল বাধাগুলো কী?

            i. পর্যাপ্ত পুঁজির অভাব

            ii. প্রশিক্ষণের সুযোগ

            iii. আর্থ-সামাজিক স্থিতিশীলতা

            নিচের কোনটি সঠিক?

            ক. i,ii         খ. i, iii

            গ.ii, i ii ঘ. i,ii ও iii

৭.         কর্মসংস্থানের প্রধান উৎস কী?

            i. সরকারি প্রতিষ্ঠান            i i. বেসরকারি প্রতিষ্ঠান

            iii. এনজিও

            নিচের কোনটি সঠিক?

            ক. i, ii    খ. i, iii   গ. ii, iii      ঘ. i, ii ও iii

৮.         আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন কী?

            ক. নিজের দক্ষতা    খ. জমানো অর্থ

            গ. ব্যাংকের অর্থ      ঘ. পণ্য

            উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            ইকবাল চারু ও কারুকলা ইনস্টিটিউট থেকে পাস করে নিজের আঁকা ছবি নিয়ে একটি চিত্রকর্মের দোকান দিলেন। চিত্রকর্মে তার দক্ষতা ভালো ছিল বলে তার দোকানের চিত্রকর্মগুলো বাজারে খুব ভালো বিক্রি হতো। যার কারণে তার ক্রেতাসংখ্যা ছিল অত্যধিক।

৯.         ইকবালের প্রতিষ্ঠানটি কোন ধরনের প্রতিষ্ঠান?

            ক. এক মালিকানা    খ. অংশীদারী

            গ. যৌথ মালিকানাধীন           ঘ. সমবায়

১০.       জনাব ইকবালের ক্রেতাসংখ্যা বেশি হওয়ার কারণ—

            ক. ব্যক্তিগত নৈপুণ্য খ. পর্যাপ্ত অর্থ

            গ. সফল শ্রমবিনিয়োগ           ঘ. স্বাধীনচেতা মনোভাব

১১.        প্রতীকের বহির্ভূত কোনটি?

            ক. মোড়ক খ. ডিজাইন গ. লেবেল    ঘ. শিরোনাম

১২.        বিজ্ঞপ্তির মাধ্যমে বিলোপসাধন সম্পর্কে কোন ধারায় বলা হয়েছে?

            ক. ৪১    খ. ৪২      গ. ৪৩      ঘ. ৪৪

১৩.       কোন ধরনের অংশীদার মূলধনকে ঋণ হিসেবে জমা রাখে?

            ক. সীমিত খ. ঘুমন্ত গ. নামমাত্র ঘ. আপাতদৃষ্টিতে

১৪.       প্রথম সমবায় সমিতি কবে প্রতিষ্ঠিত হয়?

            ক. ১৮৪৪   খ. ১৮৫০    গ. ১৯৫০    ঘ. ১৯৮০

১৫.       নিচের কোনটি ফ্রাঞ্চাইজিংয়ের বৈশিষ্ট্য?

            i. চুক্তিপত্র          ii. ব্র্যান্ডেড পণ্য

            iii. মনিটরিং

            নিচের কোনটি সঠিক?

            ক. i, ii        খ. i, iii

            গ) i, iii     ঘ. i, ii ও iii

            উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            জনাব শাহেদ চাকরি থেকে অবসর নিয়ে তার নিজ এলাকায় একটি আধুনিক সুসজ্জিত ফাস্ট ফুডের দোকান দেন। তার এলাকায় পর্যাপ্ত লোকবল থাকলেও তারা আর্থিকভাবে ততটা সচ্ছল নয় বলে তার প্রত্যাশিত মুনাফা অর্জিত হচ্ছে না।

১৬.        জনাব শাহেদ ব্যবসায় পরিকল্পনা প্রণয়নে কোন ধাপটি অনুসরণ করেননি?

            ক. ম্যাক্রোস্ক্রিনিং    খ. মাইক্রোস্ক্রিনিং

            গ. ব্যবসায় প্রকল্প প্রতিবেদন প্রণয়ন

            ঘ. আর্থিক দিক

১৭.       জনাব শাহেদের ব্যবসায়ে প্রত্যাশিত সফলতা না আসার কারণ—

            i. ভোক্তার আয় কম          

            i i. সঠিক পণ্য নির্বাচন না করা

            iii. বাজারের আকার ছোট

            নিচের কোনটি সঠিক?

            ক. i, ii        খ. i, iii

            গ. ii, iii ঘ. i, ii ও iii

 

উত্তরমালা : ১.খ ২.খ ৩.খ ৪.ক ৫.খ ৬.ঘ ৭.ক ৮.ক ৯.ক ১০.ক ১১.ক ১২.গ ১৩.ঘ ১৪.ক ১৫.ক ১৬.ক ১৭.ক ১৮.ক

সর্বশেষ খবর