সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

পঞ্চম শ্রেণির পড়াশোনা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

জাকেরা খানম
সহকারী শিক্ষক

পঞ্চম শ্রেণির পড়াশোনা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

সংক্ষিপ্ত উত্তরপত্র : [প্রতিটি প্রশ্নের মান-২]

১. ১৯৪৭ সালে ভারত উপমহাদেশ বিভক্তির পর ২টি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয়েছিল? আমরা কোন রাষ্ট্রের অধীনে ছিলাম?

২. জেনারেল আতাউল গনি ওসমানী একটি বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন, সেই বাহিনীর নাম কী?

৩. ফারিয়া মেহেরপুর জেলার মুজিবনগর থেকে এসেছে। ওই জায়গার পূর্ব নাম কী ছিল?

৪. বাংলার সর্বশেষ স্বাধীন নবাবের সময় ইংরেজ বণিকরা কোন প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের উদ্দেশে বাংলায় এসেছিল?

৫. ভারতে ব্যবসা করার জন্য ১৬০০ সালে একটি কোম্পানি প্রতিষ্ঠিত হয়। সেই কোম্পানির নাম কী?

৬. বাংলার সর্বশেষ স্বাধীন নবাব ২২ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন তিনি কে?

৭. মিনা বগুড়ায় মৌর্য শাসনামলের একটি ঐতিহাসিক নির্দশনে শিক্ষা সফরে যায়। উল্লিখিত নিদর্শনের নাম কী?

৮. মহাস্থানগড় ১৯ শত বছরের ঐতিহাসিক নির্দশনের ঐতিহ্য বহন করে। মহাস্থানগড় মৌর্য শাসনামলে কী নামে পরিচিত?

৯. রনির নিজ জেলা নরসিংদী। কিছু বছর আগে মৌর্য বংশের কিছু নিদর্শন ২টি গ্রামে পাওয়া যায়। এই ২টি গ্রামের নাম কী?

১০. রিতা বাংলাদেশের পশ্চিমে বসবাস করে। শীতকালে তার এলাকায় কোন ফসল বেশি জন্মে?

১১. মুক্তিযুদ্ধের নিয়মিত বাহিনী কাদের নিয়ে গঠিত হয়?

১২. মুক্তিযুদ্ধের সময় দেশের প্রিয় গান ছিল কোনটি?

১৩. আবহাওয়া কী?

১৪. ময়নামতি কোথায় অবস্থিত?

১৫. গণতান্ত্রিক মনোভাব কী?

১৬. পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে সমগ্র বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে— এই মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা কে?

১৭. অপারেশন সার্চলাইট কী?

১৮. ১৭৭টি ভিক্ষুকক্ষ রয়েছে পাহাড়পুর বিহারে। পাহাড়পুর কোথায় অবস্থিত?

১৯. বাংলাদেশের অনেক অঞ্চলে পাট চাষ হয়। এই পাটকে সোনালি আঁশ বলা হয় কেন?

২০. বাংলাদেশ অধিক জনসংখ্যার দেশ? আমাদের মোট জনসংখ্যার কত শতাংশ এখনো অক্ষর জ্ঞানহীন?

২১. বিশ্বের তাপমাত্র বেড়ে বরফ গলতে শুরু করেছে? সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। প্রকৃতির এ আচরণকে কী বলবে?

২২. জমিলা যৌতুকের কারণে শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হয়। জমিলা তার কোন অধিকার থেকে বঞ্চিত?

২৩. ‘শিশুরা আগামী দিনের নাগরিক’ শিশুদের নিয়ে কাজ করে কোন সংস্থা?

২৪. মানুষ মনের ভাব প্রকাশ করে তার নিজস্ব ভাষার মাধ্যমে, গারোদের নিজস্ব ভাষার নাম কী?

২৫. জাতিসংঘ কত সালে গঠিত হয়?

২৬. দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তায় কীভাবে চলা উচিত?

২৭. সালজং কী?

২৮. বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে?

২৯. রিমি কুমিল্লা শহরে বেড়াতে গিয়ে সেখানে হিন্দু ও জৈনধর্মের নিদর্শন পেল। এখানে কোন স্থানের কথা বলা হয়েছে?

৩০. রংপুর জেলার একটি বিশেষ অর্থকরী ফসল উৎপাদিত হয় যা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ফসলটির নাম কী?

উত্তরমালা

পাকিস্তান, ২. মুক্তিবাহিনী, ৩. বৈদ্যনাথতলা, ৪. ইস্ট-ইন্ডিয়া কোম্পানি, ৫. ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ৬. নবাব সিরাজউদ্দৌলা, ৭. মহাস্থানগড়, ৮. পুন্ড্রুনগর, ৯. উয়ারী বটেশ্বর, ১০. গম, ১১. বাঙালি সামরিক অফিসার ও সৈন্য সদস্য নিয়ে গঠিত হয় নিয়মিত বাহিনী, ১২. মুক্তিযুদ্ধের সময় দেশের প্রিয় গান ছিল ‘জয়বাংলা বাংলার জয়’, ১৩. কোনো স্থানে স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে, ১৪. বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে কুমিল্লা শহরের কাছে ময়নামতি অবস্থিত, ১৫. অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করাই হলো গণতান্ত্রিক মনোভাব, ১৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৭. পাকিস্তানি বাহিনী ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতের অন্ধকারে নিরস্ত্র বাঙালির ওপর হত্যাযজ্ঞ শুরু করে। এ অভিযানকে বলা হয় অপারেশন সার্চলাইট, ১৮. নওগাঁ জেলায়, ১৯. পাট ও পাটজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। এ জন্য বাংলাদেশে পাটকে ‘সোনালি আঁশ’ বলা হয়, ২০. ৩৫%, ২১. জলবায়ু পরিবর্তন, ২২. মানবাধিকার, ২৩. ইউনিসেফ, ২৮. আচিক বা গারো ভাষা, ২৫. ১৯৪৫ সালের ২৮শে অক্টোবর, ২৬. দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তায় সাবধানে বা ট্রাফিক আইন মেনে চলা উচিত, ২৭. গাড়ো ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সূর্য দেবতা ‘সালজং’-এর সম্মানে একটি উৎসব, ২৮. ১৯৭৪ সালের ১৭ই সেপ্টেম্বর, ২৯. ময়নামতি, ৩০. তামাক।

সর্বশেষ খবর