মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অষ্টম শ্রেণির পড়াশোনা : বিজ্ঞান

মেহেরুন্নেসা খাতুন, সিনিয়র শিক্ষিকা

অষ্টম শ্রেণির পড়াশোনা : বিজ্ঞান

ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন

১. কোষে অক্সিজেন প্রবেশের প্রক্রিয়ার নাম কী?

ক) শোষণ     খ) ইমবাইবিশন

গ) অভিস্রবণ  ঘ) ব্যাপন

২. আতরের গন্ধ সব ঘরে ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায়?

ক) ব্যাপন    খ) অভিস্রবণ

গ) প্রস্বেদন   ঘ) ইমবাইবিশন

৩. জীবকোষে শ্বসনের সময় জারনের জন্য কোনটি ব্যবহৃত হয়?

ক) H2O  খ) H2    গ) O2   ঘ) CO2

৪. জীবকোষে শ্বসনকালে কোনটির জারন ঘটে?

ক) অক্সিজেন  খ) কার্বন ডাই-অক্সাইড

গ) গ্লুকোজ     ঘ) পানি

৫. তাপমাত্রা বাড়লে সাধারণত ব্যাপন হার-

ক) বাড়ে               

খ) কমে

গ) পরিবর্তিত হতে পারে

ঘ) অপরিবর্তিত থাকে

৬. জীবের সব রকম শারীরবৃত্তীয় কাজ কোন প্রক্রিয়ায় ঘটে?

ক) ব্যাপন        খ) অভিস্রবণ

গ) ইমবাইবিশন  ঘ) প্রস্বেদন

৭. কোনটি উদ্ভিদের অত্যাবশ্যক কাজ?

ক) শ্বসন          খ) ব্যাপন

গ) ইমবাইবিশন   ঘ) সালোকসংশ্লেষণ

৮. ব্যাপন প্রক্রিয়ায়-

i. কোষে অক্সিজেন প্রবেশ করে

ii. প্রাণী শ্বসনকার্য পরিচালনা করে

iii. উদ্ভিদ সালোকসংশ্লেষণের সময় কার্বন  ডাই-অক্সাইড ত্যাগ করে।

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) i ও iii

গ) ii ও iii    ঘ) i, ii ও iii

অনুচ্ছেদটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

আলেয়া বেগম কাপড়ে নীল দেওয়ার জন্য বালতির পানিতে কয়েক ফোঁটা নীল দিল। কিছুক্ষণ পর দেখা গেল সব বালতির পানি নীল হয়ে গেল।

৯. বালতির পানি নীল হলো কোন প্রক্রিয়ায়?

ক) ব্যাপন     খ) প্রস্বেদন

গ) অভিস্রবণ  ঘ) ইমবাইবিশন

১০. উল্লিখিত প্রক্রিয়াটির সাহায্যে-

i. উদ্ভিদ বাষ্পাকারে পানি নির্গত করে

ii. উদ্ভিদ পানি শোষণ করে

iii. জীবকোষে অক্সিজেন প্রবেশ করে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) i ও iii

গ) ii ও iii    ঘ) i, ii ও iii

১১. কোনটি ভেদ্য পর্দা?

ক) পলিথিন         খ)  কোষপর্দা

গ)  কোষপ্রাচীর     ঘ) মাছের পটকার পর্দা

১২. মূলরোমের প্রাচীর-

ক) ভেদ্য     খ) অভেদ্য

গ) অর্ধভেদ্য  ঘ) ক্লোরোফিল যুক্ত

১৩. কোনটি অভেদ্য পর্দা?

ক) কোষপর্দা  খ) পলিথিন

গ) কোষপ্রাচীর ঘ) মাছের পটকার পর্দা

১৪. কোনটি অর্ধভেদ্য পর্দা?

ক) কোষপ্রাচীর খ)  কোষপর্দা

গ) পলিথিন     ঘ) কিউটিনযুক্ত কোষপ্রাচীর

১৫. নিচের কোনটি দ্রাবক?

ক) চিনি     খ) লবণ

গ) বালি     ঘ) পানি

১৬. ডিমের খোসার  ভেতরের পর্দার মধ্য দিয়ে কোনটি চলাচল করতে পারে?

ক) দ্রাব      খ) দ্রাবক

গ) লবণ     ঘ) দ্রবণ

১৭. দ্রাব ও দ্রাবকের মিশ্রণের ফলে কী উৎপন্ন হয়?

ক) দ্রবণ     খ) দ্রাবক

গ) লবণ     ঘ) এসিড

১৮. দ্রাবক হচ্ছে-

i. চিনি ii. পানি iii. লবণ

নিচের কোনটি সঠিক?

ক) i            খ) ii

গ) i ও iii   ঘ) i, ii ও iii

১৯. শুকনো  কিশমিশ  পানিতে রাখলে ফুলে ওঠে কোন প্রক্রিয়ায়?

ক) ব্যাপন     খ) প্রস্বেদন

গ) অভিস্রবণ  ঘ) ইমবাইবিশন

২০. চিনির গাঢ় দ্রবণে কিশমিশ ডুবিয়ে রাখলে কী হবে?

ক) অন্তঃ অভিস্রবণ    খ) বহিঃ অভিস্রবণ

গ) ইমবাইবিশন        ঘ) ব্যাপন

২১. অভিস্রবণকে ব্যাপনও বলা যায়, কারণ-

i. উভয় প্রক্রিয়া  একই ঝিল্লি দ্বারা ঘটে

ii. ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত চলে

iii. মাধ্যমের প্রকৃতির ওপর নির্ভর করে না

নিচের কোনটি সঠিক?

ক) i          খ) ii

গ) i ও iii    ঘ) i, ii ও iii

২২. প্রাণীর অন্দ্রে খাদ্য শোষণ, কাণ্ড ও পাতাকে সতেজ এবং খাড়া রাখতে সাহায্য করে কোন প্রক্রিয়া।

ক) অভিস্রবণ   খ) ইমবাইবিশন

গ) প্রস্বেদন     ঘ) শোষণ

২৩. ফুলের পাপড়ি বন্ধ বা খুলতে পারে কোন প্রক্রিয়ায়?

ক) প্রস্বেদন    খ) ব্যাপন

গ) অভিস্রবণ  ঘ)  শোষণ

২৪. চিত্রের A অংশটির কাজ কী?

ক) পানি শোষণ   খ) খনিজ লবণ শোষণ

গ) শ্বসন           ঘ) প্রস্বেদন

২৫. প্রস্বেদন প্রধানত কোনটির মাধ্যমে হয়?

ক) কিউটিকল  খ) পত্ররন্ধ্র

গ) লেন্টিসেল   ঘ) মূলরোম

২৬. উদ্ভিদ দেহ থেকে পানি বাষ্পাকারে বেরিয়ে যাওয়াকে কী বলে?

ক) অভিস্রবণ  খ) ব্যাপন

গ) শ্বসন       ঘ) প্রস্বেদন

২৭. উদ্ভিদের পরিবহন টিস্যুগুলো-

i. জাইলেম ঊর্ধ্বমুখী পরিবহন ঘটায়

ii. ফ্লোয়েম নিম্নমুখী পরিবহন ঘটায়

iii. ফ্লোয়েম শুধু খনিজ  লবণ পরিবহন করে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

২৮. কলয়েডধর্মী পদার্থগুলো মূলত কোন প্রকৃতির?

ক) পাণিগ্রাহী  খ) পাণিগ্রাসী

গ) মিশ্র        ঘ) জটিল

২৯. পরিবহনের সঠিক প্রবাহ কোনটি?

ক) মূলরোম পাতা জাইলেম

খ) ফ্লোয়েম পাতা দেহের বিভিন্ন অঙ্গে

গ) মূলরোম জাইলেম পাতা

ঘ) পাতা জাইলেম মূলরোম

৩০. উদ্ভিদের পরিবহন ঘটে-

ক) জাইলেমের মাধ্যমে

খ) ফ্লোয়েমের মাধ্যমে

গ) জাইলেম ও ফ্লোয়েমের মাধ্যমে

ঘ) ক্লোরেমের মাধ্যমে

 

উত্তরমালা :  ১. ঘ ২. ক ৩. গ ৪. গ ৫. ক ৬. ক ৭. ঘ ৮. ক ৯. ক ১০. খ ১১. গ ১২. ক ১৩. খ ১৪. খ ১৫. ঘ ১৬. খ ১৭. ক ১৮. খ ১৯. গ ২০. ক ২১. খ ২২. ক ২৩. গ ২৪. ঘ ২৫. খ ২৬. ঘ ২৭. ক ২৮. ক ২৯. গ ৩০. গ।

সর্বশেষ খবর