রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অষ্টম শ্রেণির পড়াশোনা : বাংলা

মেহেরুন্নেসা খাতুন, সিনিয়র শিক্ষিকা

অষ্টম শ্রেণির পড়াশোনা : বাংলা

[পূর্বে প্রকাশের পর]

১৭. প্রাচীন ভারতীয় আর্যভাষা কোনটি?

i. বৈদিক ii. সংস্কৃত  iii. প্রাকৃত

নিচের কোনটি সঠিক?

ক) i            খ) i ও ii

গ) i ও iii      ঘ) i, ii ও iii

১৮. শব্দের অনুকরণে বা বিকারে যেসব শব্দের সৃষ্টি হয়, তাকে কী বলে?

ক) ধ্বন্যাত্মক শব্দ    খ) দ্বিরুক্ত শব্দ

গ) শব্দদ্বৈত            ঘ) অনুকার শব্দ

১৯. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবির মিনতি নিচের কোন বাক্যে ফুটে উঠেছে?

ক) মধুহীন করো না গো তব মনঃকোকনদে

খ) কিন্তু যদি রাখ মনে নাহি, মা, ডরি শমনে;

গ) ফুটি যেন স্মৃতি জলে/মানসে, মা, যথা ফলে

ঘ) ভুল দোষ, গুণ, ধর/অমর করিয়া বর

২০. সম্বোধনের পরে আধুনিককালে কোন চিহ্ন বসে?

ক) দাঁড়ি           খ) কমা

গ) কোলন         ঘ) সেমিকোলন

২১. ‘এই বাংলায় হিন্দু-মুসলমান, বাঙালি-অবাঙালি যারা আছে, তারা আমাদের ভাই’-এ বক্তব্যে ফুটে ওঠা দিকটি হলো

ক) দেশপ্রেম       খ) মানবিকতাবোধ

গ) ঐক্যচেতনা      ঘ) অসাম্প্রদায়িক চেতনা

২২. বিশেষণবাচক ‘আলি’ প্রত্যয়যুক্ত শব্দে

ই-কার হবে। এই নিয়মের উদাহরণ কোনটি?

ক) নেপালি         খ) বাঙালি

গ) সাঁওতালি        ঘ) চৈতালি

নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

জমিদার জনার্দন ঘোষের কাছ থেকে সুদে টাকা ধার নেন প্রান্তিক চাষি গফুর। খরায় পর পর চার বছর কোনো ফসল না হওয়ায় গফুর সে ঋণ শোধ করতে পারেননি। এই সুযোগে জমিদার বাবু নিলাম ডেকে গফুরের ভিটেমাটি দখল করে নেয়।

২৩. উদ্দীপকের জমিদার চরিত্রের সঙ্গে নিচের কোনটি সাদৃশ্যপূর্ণ চরিত্র?

ক) ইব্রাহিম লোদি       খ) রাজা

গ) বাদশা বাবর         ঘ) কবিরাজ

২৪. উক্ত চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে নিচের কোন বাক্যে?

ক) পেলে দুই বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা

খ) কহিলেন শেষে ক্রূরহাসি হেসে, আচ্ছা, সে দেখা যাবে

গ) করিল ডিক্রি, সকলই বিক্রি মিথ্যা দেনার খতে

ঘ) শুনি বিবরণ ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন

২৫. ‘কালো আর ধলো বাহিরে কেবল/ভেতরে সবারই সমান রাঙা।’ এ বক্তব্যের সমর্থন পাওয়া যায় নিচের কোন বাক্যে?

ক) কেউ মালা, কেউ তসবি গলায়/তাইতে জাত ভিন্ন বলায়

খ) জগৎ বেড়ে জেতের কথা/লোকে গৌরব করে যথা-তথা

গ) যাওয়া কিংবা আসার বেলায়/জেতের চিহ্ন রয় কার রে।

ঘ) লালন সে জেতের ফাতা/ বিকিয়েছে সাত বাজারে

২৬. অর্থের অহংকার বোঝাতে কোন বাগধারাটি প্রযোজ্য?

ক) তামার বিষ        খ) টাকার গরম

গ) আমড়াগাছি করা   ঘ) ব্যাঙের আধুলি

২৭. ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবির কোন চেতনার প্রকাশ ঘটেছে?

ক) স্বদেশপ্রীতি        খ) পুনর্জন্মে বিশ্বাস

গ) সৌন্দর্যের বর্ণনা   ঘ) প্রাকৃতিক বৈচিত্র্য

২৮. ভবিষ্যৎ কালের অনুজ্ঞা প্রকাশক বাক্য কোনটি?

ক) বড় হও, বুঝতে পারবে

খ) আদেশ করুন, জাঁহাপনা

গ) অঙ্কটা বুঝিয়ে দেবেন?

ঘ) মিথ্যা কথা বলো না

২৯. কোন শব্দটির কেবল পুরুষবাচক রূপই হয়ে থাকে?

ক) বিদ্বান          খ) কোকিল

গ) কবিরাজ        ঘ) অরণ্য

৩০. যৌগিক বাক্যের উদাহরণ কোনটি?

ক) জগতে অসম্ভব বলে কিছু নেই

খ) দুঃখ এবং বিপদ একসঙ্গে আসে

গ) যদিও লোকটি ধনী, তবু সে কৃপণ

ঘ) তার বয়স হলেও বুদ্ধি হয়নি।

সর্বশেষ খবর