রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
এইচএসসি প্রস্তুতি

ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র

মো. জিল্লুর রহমান, প্রভাষক

ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র

১.  প্রত্যয়পত্র কার জন্য জামানত হিসেবে কাজ করে?

ক. আমদানিকারক         

খ. আমানতকারী

গ. রপ্তানিকারক   ঘ. ব্যাংকের

 

২. খুবই বিশ্বস্ত না হলে ব্যাংক প্রদান করে না কোন ধরনের ঋণ?

ক. নগদ ঋণ

খ. জমাতিরিক্ত ঋণ

গ. চাহিবামাত্র পরিশোধ ঋণ

ঘ. ধার

 

৩. ব্যাংক ড্রাফট হচ্ছে ব্যাংকের

ক. ঋণের দলিল  খ. সম্পদ

গ. ব্যাংকের জামানত  ঘ. মূলধন

 

৪. ব্যক্তিগত জামানতের বিপক্ষে নিচের কোন ঋণ দেওয়া হয়?

ক. স্বল্প নোটিশে পরিশোধ্য ঋণ

খ. নগদ ঋণ

গ. জমাতিরিক্ত ঋণ

ঘ. চাহিবামাত্র পরিশোধ্য ঋণ

 

৫. মঞ্জুরিকৃত ঋণের মোট টাকার ওপর সুদ ধার্য করা হয় না কোন ঋণের ক্ষেত্রে?

ক. নগদ ঋণ

খ. সাধারণ ঋণ

গ. চাহিবামাত্র দেয় ঋণ

ঘ. স্বল্পমেয়াদি ঋণ

 

৬. যে প্রত্যয়পত্র ব্যাংক যে কোনো সময় বাতিল করতে পারে, তাকে কী বলে?

ক. পরিচ্ছন্ন প্রত্যয়পত্র

খ. খোলা প্রত্যয়পত্র

গ. অগ্রিম প্রত্যয়পত্র ঘ. স্থির

 

৭. যে দলিলের মাধ্যমে ব্যাংক রপ্তানিকারককে পণ্যমূল্য পরিশোধের নিশ্চয়তা দেয়, তাকে কী বলে?

ক. প্রতিজ্ঞাপত্র    

খ. ব্যাংক ড্রাফট

গ. ঋণপত্র   ঘ. প্রত্যয়পত্র

 

৮. নিচের কোনটির বিপক্ষে জমাতিরিক্ত ঋণ দেওয়া হয়?

ক. সুনামের বিপক্ষে

খ. ব্যক্তিগত জামানতের বিপক্ষে

গ. প্রত্যয়পত্রের বিপক্ষে

ঘ. স্থাবর সম্পত্তির বিপক্ষে

 

৯. প্রত্যয়পত্রে কতটি পক্ষ থাকে?

ক. দুটি       খ. তিনটি

গ. চারটি     ঘ. পাঁচটি

 

১০. প্রত্যয়পত্র ইস্যু করে কে?

ক. আমদানিকারক

খ. রপ্তানিকারকের ব্যাংক

গ. আমদানিকারকের ব্যাংক

ঘ. রপ্তানিকারক

 

১১. সমস্যাগ্রস্ত ঋণের ক্ষেত্রে- নিচের কোনটি সঠিক?

i. ঋণ ফেরত দেওয়ার ইচ্ছা+ঋণ ফেরত দেওয়ার সামর্থ্য

ii. ঋণ ফেরত দেওয়ার ইচ্ছা + ঋণ ফেরত দেওয়ার অসামর্থ্য

iii. ঋণ ফেরত দেওয়ার অনিচ্ছা + ঋণ ফেরত দেওয়ার সামর্থ্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii        খ. i ও iii

গ. ii ও iii       ঘ. i, ii ও iii

 

১২. লিয়েন কী?

ক. সম্পত্তির ওপর মালিকের অধিকার

খ. সম্পত্তির ওপর ঋণগ্রহীতার অধিকার

গ. সম্পত্তির ওপর ঋণদাতার অধিকার

ঘ. সম্পত্তির ওপর আদালতের অধিকার

 

১৩. নিচের কোন দলিলটি বাণিজ্যিক ব্যাংকের ঋণের দলিল?

ক. প্রত্যয়পত্র খ. প্রভবলেখ

গ. ভ্রমণকারীর চেক

ঘ. ভ্রাম্যমাণ নোট

 

১৪.  প্রত্যয়পত্র হচ্ছে-

i. পণ্য সুরক্ষার নিশ্চয়তা

ii. মূল্য পরিশোধের নিশ্চয়তা

iii. একটি ঋণের দলিল

 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

 

১৫. ব্যাংকের নিজস্ব মূলধনের প্রথম ও প্রধান উৎস কোনটি?

ক. পরিশোধিত মূলধন

খ. বিধিবদ্ধ রিজার্ভ

গ. সাধারণ সঞ্চিতি তহবিল

ঘ. আমানত

 

১৬. নিচের কোনটি ব্যাংক তহবিল থেকে প্রদত্ত ঋণ?

ক. ব্যাংক গ্যারান্টি পত্র

খ. প্রত্যয়পত্র ইস্যু

গ. জমাতিরিক্ত ঋণ মঞ্জুর

ঘ. ভ্রমণকারীর চেক

 

১৭. কার অনুমোদন ছাড়া প্রত্যয়পত্র বাতিল করা যায় না?

ক. আমদানিকারক

খ. রপ্তানিকারক

গ. আমানতকারী

ঘ. ব্যাংকার

 

১৮. রপ্তানিকারকের দৃষ্টিকোণ থেকে প্রত্যয়পত্রের সুবিধা হলো-

i. ঝুঁকি হ্রাস

ii. ঋণপ্রাপ্তির নিশ্চয়তা

iii. মূল্য প্রাপ্তির নিশ্চয়তা

 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii        ঘ. i, ii ও ii

 

১৯. নিচের কোনটি ব্যাংকের ঋণকৃত তহবিল?

ক. গ্রাহক আমানত

খ. পরিশোধিত মূলধন

গ. সাধারণ সঞ্চিতি

ঘ. বিধিবদ্ধ সঞ্চিতি

 

২০. ব্যাংকের কাছে নিচের কোন জামানতটি উত্তম?

ক. শেয়ার           খ. ঋণপত্র

গ. ব্যক্তিক গ্যারান্টি পত্র

ঘ. স্থায়ী আমানত রসিদ

 

২১. নিচের কোনটি ব্যাংকের নিজস্ব তহবিলের উৎস বহির্ভূত?

ক. পরিশোধিত মূলধন

খ. আমানত

গ. বিধিবদ্ধ সঞ্চিতি

ঘ. সাধারণ সঞ্চিতি

 

২২. শিক্ষা ব্যয় নির্বাহ কোন ধরনের ঋণ?

ক. বাণিজ্যিক ঋণ

খ. অবাণিজ্যিক ঋণ

গ. অবাণিজ্যিক দলিলি ঋণ

ঘ. বাণিজ্যিক দলিলি ঋণ

 

উত্তরমালা : ১. গ ২. খ ৩. ক ৪. গ ৫. ক   ৬. খ ৭. ঘ ৮. খ ৯. খ ১০. গ ১১. গ  ১২. গ ১৩. ক ১৪. গ ১৫. ক ১৬. গ  ১৭. খ ১৮. ঘ ১৯. ক ২০. ঘ  ২১. খ ২২. খ।

সর্বশেষ খবর