রবিবার, ২৬ মে, ২০১৯ ০০:০০ টা

নবম ও দশম শ্রেণির জীববিজ্ঞান

মেহেরুন্নেছা খাতুন, সিনিয়র শিক্ষিকা

নবম ও দশম শ্রেণির জীববিজ্ঞান

প্রথম অধ্যায় : জীবনপাঠ

বহুনির্বাচনী প্রশ্ন

১. প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি?

ক. জীববিজ্ঞান খ. কৃষিবিজ্ঞান

গ. বনবিজ্ঞান    ঘ. সমুদ্রবিজ্ঞান

২. ‘Bios’ শব্দের অর্থ কী?

ক. জ্ঞান খ. পরিধি গ. জীবন ঘ. সংখ্যা

৩. অ্যারিস্টটল খ্রিস্টপূর্ব কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ৩৮১ খ. ৩৮২ গ. ৩৮৩ ঘ. ৩৮৪

৪. শ্বসন প্রক্রিয়া আলোচিত হয় কোন শাখায়?

ক. Biochemistry খ. Physiology

গ. Cytology       ঘ. Histology

৫. পৃথিবীতে প্রাণের বিকাশ সম্পর্কে আলোচনা করা হয় জীববিজ্ঞানের কোন শাখায়?

ক. ভ্রূণবিদ্যা     খ. হিস্টোলজি

গ. বিবর্তনবিদ্যা ঘ. বংশগতিবিদ্যা

৬. ভৌত জীব বিজ্ঞানের কোন শাখায় ভ্রূণের পরিস্ফূটন নিয়ে আলোচনা করা হয়?

ক. ফিজিওলজি            খ. মরফোলজি

গ. এমব্রায়োলজি          ঘ. সাইটোলজি

৭. নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা?

ক. হিস্টোলজি  খ. ভ্রূণবিদ্যা

গ. বংশগতিবিদ্যা          ঘ. সমুদ্রবিজ্ঞান

৮. Entomology -এর অর্থ কী?

ক. প্রাণরসায়ন  খ. কীটতত্ত্ব

গ. জীবপ্রযুক্তি   ঘ. জিনপ্রযুক্তি

৯. জীববিজ্ঞানের কোন শাখায় ভাইরাস ব্যাকটেরিয়া এবং অণুজীব নিয়ে আলোচনা করা হয়?

ক. এন্টোমোলজি     খ. ইকোলজি

গ. মাইক্রোবায়োলজি ঘ. এন্ডোক্রাইনোলজি

১০. ওষুধ শিল্প ও প্রযুক্তি বিষয়ক শাখা কোনটি?

ক. Pharmacy     খ. Medical Science

গ. Pharmacology ঘ. Medicinology

১১. জীববিজ্ঞানের প্রায়োগিক শাখা কোনটি?

ক. ফরেস্ট্রি                   খ. জেনেটিক্স

গ. ইকোলজি    ঘ. ট্যাক্সোনমি

১২. জীববিজ্ঞানের জনক কে?

ক. ডারউইন     খ. অ্যারিস্টটল

গ. কেলভিন      ঘ. মেন্ডেল

১৩. কে জীবজগতকে পাঁচটি রাজ্যে ভাগ করার প্রস্তাব করেন?

ক. মারগুলিস        খ. আর.এইচ.হুইটেকার

গ. টমাস কেভলিয়ার স্মিথ ঘ. ক্যারোলাস লিনিয়াস

১৪. কোন রাজ্যের জীবদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া ও এন্ডোপ্লাজমিক জালিকা নেই?

ক. মনেরা                     খ. প্লান্টি

গ. প্রোটিন্টা      ঘ. ফানজাই

১৫. Nostoc কোন রাজ্যের অন্তর্ভুক্ত?

ক. মনেরা                     খ. প্রটিস্টা

গ. ফানজাই      ঘ. প্লান্টি

১৬. প্রোটিস্টা রাজ্যের জীবের ক্ষেত্রে প্রজননের পদ্ধতি হলো-

i. কনজুগেশন ii. মাইটোসিস

iii.মিয়োসিস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                       খ. i ও iii

গ. ii ও iii          ঘ. i, ii ও iii

১৭. Protista -রাজ্যের বৈশিষ্ট্য হলো-

i. সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট

ii. কনজুগেশন এর মাধ্যমে যৌনজনন ঘটে

iii. কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                       খ. i ও iii

গ. ii ও iii                      ঘ. i, ii ও iii

১৮. ফানজাই সম্পর্কে সঠিক তথ্য হলো-

i. খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে

ii. ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত

iii. হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                       খ. ii ও iii

গ. i ও iii           ঘ. i, ii ও iii

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও:

১৯. চিত্রের জীবটির কোষবিভাজন কীভাবে ঘটে?

ক. মিয়োসিস    খ. কনজুগেশন

গ. মাইটোসিস  ঘ. দ্বি-বিভাজন

২০. চিত্রের জীবটির বৈশিষ্ট্য-

i. নিউক্লিয়াস সুগঠিত ii. ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত

iii. শোষণ পদ্ধতিতে খাদ্যগ্রহণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                       খ. i ও iii

গ. iiও iii           ঘ. i, ii ও iii

নিচের চিত্রের আলোকে ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও:

২১. চিত্র : ক সম্পর্কে তথ্য-

ক. কোষপ্রাচীর কাইটিন দিয়ে গঠিত

খ. ডিপ্লায়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে

গ. প্রাককেন্দ্রিক নিউক্লিয়াস বিশিষ্ট

ঘ.  Autotrophic জীব

২২. চিত্র : ক হতে চিত্র : খ উন্নত, কারণ-

i. নিউক্লিয়াস সুগঠিত

ii. এরা স্বভোজী

iii. উন্নত টিস্যুতন্দ্র বিদ্যমান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                       খ. i ও iii

গ. ii ও iii          ঘ. i, ii ও iii

২৩. নিচের কোনটি আর্কিগোনিয়েটস?

ক. Agaricus     খ. Artocarpus

গ. Penicillium ঘ. Nostoc

২৪. নিম্নের কোন গ্রন্থে লিনিয়াস দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন?

ক. De Planties

খ. Species Plantarum

গ. Systema Nature

ঘ. Phylogenic Taxonomy

২৫. কোন বৈজ্ঞানিক নামটি সঠিকভাবে লিখা হয়নি?

ক. Artocarpus heterophyllus

খ. Nymphaea nouchali

গ. Copsychus Saularis

ঘ. Homo Sapiens

 

উত্তরমালা : ১. ক ২. গ ৩. ঘ ৪. খ ৫. গ ৬. গ ৭. ঘ ৮. খ ৯. গ ১০. ক ১১. ক ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. ক ১৬. ক ১৭. ক ১৮. ঘ ১৯. ক ২০. ঘ ২১. ক ২২. গ ২৩. খ ২৪. খ ২৫. গ

সর্বশেষ খবর