রবিবার, ২৬ মে, ২০১৯ ০০:০০ টা

এইচএসসি : যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র

মিজানুর রহমান, প্রভাষক

বহুনির্বাচনী প্রশ্ন

 

১. ঘটনা সংযোজনকে প্রকৃত আরোহ বলা যায় না। কারণ এতে

i. আরোহমূলক লম্ফ নেই

ii. সার্বিকীকরণ আছে

iii. কার্যকারণ সম্পর্ক নেই

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii            খ. i ও iii

গ. ii ও iii           ঘ. i, ii ও iii

২. আরোহের বস্তুগত ভিত্তি কোনটি?

i. প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি

ii. পরীক্ষণ

iii. নিরীক্ষণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii          খ. i ও iii

গ. ii ও iii           ঘ. i, ii ও iii

৩. অপ্রকৃত আরোহের অন্তর্ভুক্ত কোনটি?

 i. অবৈজ্ঞানিক আরোহ

 ii. পূর্ণাঙ্গ আরোহ

 iii. যুক্তিসাম্যমূলক আরোহ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii            খ. i ও iii

গ. ii ও iii           ঘ. i, ii ও iii

৪. আরোহ প্রক্রিয়ায় আরোহের মূল বৈশিষ্ট্য না থাকলে তাকে কী বলে?

ক. প্রকৃত আরোহ     খ. অপ্রকৃত আরোহ

গ. বৈজ্ঞানিক আরোহ  ঘ. অবৈজ্ঞানিক আরোহ

৫. বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কোন ধরনের বাক্য?

ক. সার্বিক সদর্থক   খ. সার্বিক সংশ্লেষক

গ. সার্বিক নঞর্থক   ঘ. সার্বিক বিশ্লেষক

৬. বৈজ্ঞানিক আরোহ ও অবৈজ্ঞানিক আরোহের মধ্যে প্রধান পার্থক্য কোন বিষয়ে?

ক. প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির অনুসরণসংক্রান্ত

খ. কার্যকারণ নীতির অনুসরণসংক্রান্ত

গ. পরীক্ষণসংক্রান্ত

ঘ. নিরীক্ষণসংক্রান্ত

৭. পূর্ণ গণনামূলক ও অপূর্ণ গণনামূলক আরোহ কোন কোন আরোহের সম্পৃক্ত?

ক. বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ

খ. সাদৃশ্যানুমান ও ঘটনা সংযোজন

গ. যুক্তিসাম্যমূলক ও পূর্ণাঙ্গ আরোহ

ঘ. অবৈজ্ঞানিক ও পূর্ণাঙ্গ আরোহ

৮. মিলের মতে আরোহ সর্বমোট কত প্রকার?

ক. ২             খ. ৪

গ. ৬              ঘ. ৮

৯. অসাধু সাদৃশ্যানুমানে কোন ধরনের সাদৃশ্য থাকে?

i. বাহ্যিক

ii. গুরুত্বহীন

iii. অপ্রাসঙ্গিক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii             খ. i ও iii

গ. ii ও iii          ঘ. i, ii ও iii

উত্তরমালা  : ১. খ ২.গ ৩. গ ৪. খ ৫. খ ৬. খ ৭. ঘ ৮. গ ৯. ঘ

সর্বশেষ খবর