রবিবার, ৯ জুন, ২০১৯ ০০:০০ টা

নবম শ্রেণির পড়াশোনা : বাংলা

মো. আব্দুর রহিম, শিক্ষক

[পূর্ব প্রকাশের পর]

 

১৩। উদ্দীপকের রমিজের সঙ্গে ‘সুখী মানুষ’ নাটিকার কোন চরিত্র তুলনীয়?

ক) হাসু       খ) কবিরাজ

গ) রহমান         ঘ) মোড়ল

১৪। এরূপ তুলনার কারণ হলো, তিনি

i. পর ধন অপহরণকারী

ii.নৈতিক আদর্শবিবর্জিত ব্যক্তি

iii. নির্দয় ও মানবপ্রেমশূন্য আত্মার অধিকারী

নিচের কোনটি সঠিক?

ক) i            খ) i ও ii

গ) ii ও iii         ঘ) i, ii ও iii

১৫। ‘জয়ী বলিব না এ দেহে রহিতে প্রাণ’, এ বক্তব্যে ফুটে ওঠা দিকটি হলো-

ক) দেশপ্রেম খ) ক্রোধ

গ) প্রতিশোধস্পৃহা ঘ) বীরত্ব

১৬। নিচের কোন শব্দটিতে ‘অ’-এর সংবৃত্ত উচ্চারণ লক্ষ করা যায়?

ক) অজ       খ) মৃগ

গ) ক্ষণ        ঘ) ঘর

১৭। প্রাচীন ভারতীয় আর্যভাষা কোনটি?

i. বৈদিক

ii. সংস্কৃত

iii. প্রাকৃত

নিচের কোনটি সঠিক?

ক) i            খ) i ও ii

গ) i ও iii     ঘ) i, ii ও iii

১৮। শব্দের অনুকরণে বা বিকারে যেসব শব্দের সৃষ্টি হয়, তাকে কী বলে?

ক) ধ্বন্যাত্মক শব্দ    খ) দ্বিরুক্ত শব্দ

গ) শব্দদ্বৈত            ঘ) অনুকার শব্দ

১৯। ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবির মিনতি নিচের কোন বাক্যে ফুটে উঠেছে?

ক) মধুহীন করো না গো তব মনঃকোকনদে

খ) কিন্তু যদি রাখ মনে নাহি, মা, ডরি শমনে;

গ) ফুটি যেন স্মৃতি জলে/মানসে, মা, যথা ফলে

ঘ) ভুল দোষ, গুণ, ধর/অমর করিয়া বর

২০। সম্বোধনের পরে আধুনিককালে কোন চিহ্ন বসে?

ক) দাঁড়ি      খ) কমা

গ) কোলন         ঘ) সেমিকোলন

২১। ‘এই বাংলায় হিন্দু-মুসলমান, বাঙালি-অবাঙালি যারা আছে, তারা আমাদের ভাই’ এ বক্তব্যে ফুটে ওঠা দিকটি হলো

ক) দেশপ্রেম        খ) মানবিকতাবোধ

গ) ঐক্যচেতনা     ঘ) অসাম্প্রদায়িক চেতনা

২২। বিশেষণবাচক ‘আলি’ প্রত্যয়যুক্ত শব্দে

ই-কার হবে। এই নিয়মের উদাহরণ কোনটি?

ক) নেপালি         খ) বাঙালি

গ) সাঁওতালি        ঘ) চৈতালি

নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

জমিদার জনার্দন ঘোষের কাছ থেকে সুদে টাকা ধার নেন প্রান্তিক চাষি গফুর। খরায় পর পর চার বছর কোনো ফসল না হওয়ায় গফুর সে ঋণ শোধ করতে পারেননি। এই সুযোগে জমিদার বাবু নিলাম ডেকে গফুরের ভিটেমাটি দখল করে নেয়।

২৩। উদ্দীপকের জমিদার চরিত্রের সঙ্গে নিচের কোনটি সাদৃশ্যপূর্ণ চরিত্র?

ক) ইব্রাহিম লোদি      খ) রাজা

গ) বাদশা বাবর         ঘ) কবিরাজ

২৪। উক্ত চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে নিচের কোন বাক্যে?

ক) পেলে দুই বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা

খ) কহিলেন শেষে ক্রূরহাসি হেসে, আচ্ছা, সে দেখা যাবে

গ) করিল ডিক্রি, সকলই বিক্রি মিথ্যা দেনার খতে

ঘ) শুনি বিবরণ ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন

সর্বশেষ খবর