রবিবার, ৯ জুন, ২০১৯ ০০:০০ টা

একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়াশোনা রসায়ন প্রথমপত্র

মো. মিজানুর রহমান, প্রভাষক

মডেল টেস্ট (মান-৭৫)

সময় : ২৫ মিনিট, মান-২৫

সঠিক উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা ভরাট কর :

১। ফরমালিনে কী পরিমাণ মিথানল থাকে?

    (ক) ৫২%                 (খ) ৪০%

    (গ) ২০%                 (ঘ) ৮%

২। প্রাইমারি স্ট্যান্ডার্ড দ্রবণ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?

    (ক) KmnO4           (খ) Na2CO3

    (গ) H2SO4             (ঘ) CH3COOH

৩। Alcl3  যৌগটি হলো

    i. লুইস এসিড

    ii. অষ্টক অপূর্ণ

    iii. জলীয় দ্রবণে অম্লধর্মী

    নিচের কোনটি সঠিক?

    (ক) i ও ii         (খ) ii ও iii

    (গ) i ও iii             (ঘ) i, ii ও iii

    নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও :

    Z2+আয়নের ইলেকট্রনবিন্যাস হলো [Ar]3d94S0

৪।  Z মৌলটি শিখা পরীক্ষায় কোন বর্ণ সৃষ্টি করে?

    (ক)  সোনালি হলুদ       (খ) ইটের ন্যায় লাল

    (গ) নীলাভ সবুজ         (ঘ) হলুদাভ সবুজ

 

৫। গুণগত বিশেষণ ‘Z’ মৌলটির শনাক্তকরণে বিকারক হিসেবে ব্যবহৃত হয়

     i. NH4OH

    ii. K4[Fe(CN)6]

    iii. K3[Fe(CN)6]

   নিচের পকানটি সঠিক?

    (ক) i ও ii         (খ) ii ও iii

    (গ) i ও iii             (ঘ) i, ii ও iii

৬। NH3 যৌগের অণুবন্ধী অম্ল কোনটি?

    (ক) NH4+             (খ) NH2-

    (গ) NH4OH           (ঘ) NH2-

৭।  গ্লাস ক্লিনার তৈরির ক্ষেত্রে নিচের কোনটি ব্যবহৃত হয়?

    (ক) অ্যামোনিয়া         (খ) অ্যাসিটিক এসিড

    (গ) চর্বি                 (ঘ) ফরমালডিহাইড

৮।  ১০৫ গ্রাম সম্পৃক্ত দ্রবণে ৩০ম দ্রব দ্রবীভূত থাকলে দ্রাব্যতাকত?

    (ক) ৩০             (খ) ৪০

    (গ) ৭৫             (ঘ) ১০০

৯। ১২.৫% NaOH  দ্রবণের PH কত?

    (ক) ১২.৫১           (খ) ১৩.৫১

    (গ) ১৪.৫১           (ঘ) ১৫.৫১

১০। H3PO2এর ক্ষারকত্ব কত?

    (ক) ১               (খ) ২

    (গ) ৩               (ঘ) ৪

১১।     বিক্রিয়া হারের একক কোনটি?

    (ক) molL-1S         (খ) mol-1S-1

    (গ) Lmol-1S-1        (ঘ) L2mol-2S-2

১২।  SP3  সংকরণ ঘটে

    i. BF3 

    ii. BH4- 

    iii. H2O

  নিচের কোনটি সঠিক?

    (ক) i ও ii          (খ) i ও iii

    (গ) ii ও iii        (ঘ) i, ii ও iii

১৩। ভ্যানিসিং ক্রিমের প্রধান উপাদান কোনটি?

    (ক) কস্টিক পটাশ       (খ) স্টিয়ারিক এসিড

    (গ) অলিভ অয়েল        (ঘ) কারবিটল

১৪। তুঁতের আণবিক গঠনে কত প্রকার বন্ধন বিদ্যমান?

    (ক) ৪               (খ) ৩

    (গ) ২               (ঘ) ১

১৫।  নিম্নের কোন আইডটি অধিক অম্লধর্মী?

    (ক) SiO2            (খ) P2O3

    (গ) SO3             (ঘ) cl2O7

১৬। H- পারমাণবিক বর্ণালির কোন সিরিজটিতে দৃশ্যমান অঞ্চলের রশ্মি দেখা যায়?

    (ক) প্যাশ্চেন           (খ) লাইমেন

    (গ) বাথার              (ঘ) ব্র্যাকেট

১৭। ক্রোমিক এসিডের সাহায্যে কাচ পাত্র পরিষ্কার করার সময় কোন ধরনের বিক্রিয়া ঘটে?

    (ক) বিজারণ           (খ) প্রতিস্থাপন

    (গ) প্রশমন             (ঘ) জারণ

১৮। ফরমালিন উপাদানটি শরীরে প্রবেশ করলে

    i. কিডনি নষ্ট হয়ে যায়

    ii. ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে

    iii. চোখ অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে

    নিচের কোনটি সঠিক?

    (ক) i ও ii         (খ) ii ও iii

    (গ) i ও iii       (ঘ) i, ii ও iii

১৯। নিচের কোন নিয়মের সাহায্যে একটি উপশক্তি স্তরে মোট ইলেকট্রন গণনা করা হয়?

    (ক) 2 (2l+1)             (খ) (2l+1)

    (গ) (n+1)                  (ঘ) 2n2

২০। নিচের কোনটি উভধর্মী আইড?

    (ক) Na2O            (খ) Al2O3

    (গ) CaO                  (ঘ) K2O

২১। মানুষের রক্তের PH কত?

    (ক) ৮.০                 (খ) ৭.৪

    (গ) ৭.০                 (ঘ) ৬.৫

২২। নিচের কোন আয়নটির জলীয় দ্রবণ বর্ণহীন?

    (ক) Zn2+              (খ) Ni2+

    (গ) Cn2+             (ঘ) Fe2+

    i. An++K4 [Fe(CN)6]  g C (লালচে অধঃক্ষেপ)

    ii. Bn++K4 [Fe(CN)6] g  D (সাদা অধঃক্ষেপ)

    ওপরের উদ্দীপকের আলোকে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

২৩। An+আয়নটি হলো

    (ক) Znn+ (খ) NiZ+ (গ) Ca2+ (ঘ) Cnz+

২৪। Bn+ আয়নটির ক্ষেত্রে

    i. d ব্লকের মৌল

    ii. চতুস্তলকীয় যৌগ গঠন করে

    iii. প্যারা চৌম্বক ধর্ম প্রদর্শন করে

    নিচের কোনটি সঠিক?

    (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii

২৫। জালটাকা শনাক্তকরণে নিম্নের কোন রশ্মিটি ব্যবহৃত হয়?

    (ক) UV-ray               (খ) IR-Ray

    (গ) X-ray                  (ঘ) Y-ray

 

উত্তরমালা

১.         খ ২.খ ৩.ঘ ৪.ঘ ৫.ক ৬.ক ৭.ক ৮.খ ৯.গ ১০.ক ১১.গ ১২.খ ১৩.খ ১৪.খ ১৫.ঘ ১৬.ক ১৭.ঘ ১৮.খ ১৯.ক ২০.খ ২১.খ ২২.ক ২৩.ঘ ২৪.ক ২৫.খ।

সর্বশেষ খবর