মঙ্গলবার, ১১ জুন, ২০১৯ ০০:০০ টা

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান

মো. ফরহাদ হোসেন, শিক্ষক

অষ্টম অধ্যায় : রেচন প্রক্রিয়া

বহুনির্বাচনী প্রশ্ন

১. বৃক্কের একক কী?

ক) পেলভিস      খ) পিড়কা

গ) নেফ্রন         ঘ) হাইলাস

চিত্রের আলোকে নিচের ২-৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

২.  A চিহ্নিত অঙ্গের একক কোনটি?

ক) নিউরন          খ) নেফ্রন

গ) সংগ্রাহী নালিকা        ঘ) বৃক্ক

৩. B-তে যে পদার্থটি জমা থাকে তার উপাদান-

i. পানি  ii. হিমোগ্লোবিন

iii. ইউরোক্রোম

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii            খ) i ও iii

গ) ii ও iii          ঘ) i, ii ও iii

৪. নিচের কোন পদার্থের উপস্থিতিতে মূত্রের রং হালকা হলুদ হয়?

ক) ইউরিয়া      খ) ইউরিক এসিড

গ) ক্রিয়েটিনিন  ঘ) ইউরোক্রোম

চিত্র দেখে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

৫. A চিহ্নিত অংশটির নাম কী?

ক) রেনাল ধমনি

খ) ডর্সাল অ্যাওটা        

গ) রেনাল শিরা

ঘ) ইনফেরিওর ভেনাক্যাভা

৬. নিচের কোন কারণে রক্তে নাইট্রোজেনের আধিক্য ও রক্ত সংবহনে ব্যর্থতা দেখা দেয়?

ক) দেহে পানির পরিমাণ কমে গেলে

খ) দেহে রক্তচাপ বেড়ে গেলে

গ) দেহে পানির পরিমাণ বেড়ে গেলে

ঘ) দেহে রক্তচাপ কমে গেলে

৭. রেনাল পিরামিডের অগ্রভাগগুলো প্রসারিত হয়ে গঠন করে কোনটি?

ক) গ্লোমেরুলাস               খ) ক্যাপসুল

গ) সংগ্রাহক নালিকা      ঘ) প্যাপিলা

৮. বৃক্কের অবতল অংশের ভাঁজের নাম কী?

ক) পেলভিস      খ) হাইলাস

গ) মেডুলা         ঘ) কর্টে´

৯. বৃক্কের পেলভিস থেকে মোট কয়টি ইউরেটাল বের হয়ে মূত্রাশয়ে প্রবেশ করে?

ক) ৪টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি

১০. পিড়কা সরাসরি কোথায় উন্মুক্ত হয়?

ক) মেডুলায়       খ) সংগ্রাহক নালিতে

গ) হাইলাসে       ঘ) পেলভিসে

চিত্র থেকে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১১.  উদ্দীপকের A চিহ্নিত অংশের নাম কী?

ক) বোম্যানস ক্যাপসুল

খ) প্রক্সিমাল প্যাঁচানো নালিকা

গ) ডিস্টাল প্যাঁচানো নালিকা

ঘ) গ্লোমেরুলাস

১২. A ও B চিহ্নিত অংশকে একত্রে কী বলে?

ক) বোম্যানস ক্যাপসুল

খ) অ্যাফারেন্ট আর্টারিওল

গ) সংগ্রাহক নালি

ঘ) রেনাল করপাসল

উত্তরমালা : ১. গ ২. খ ৩. খ ৪. ঘ ৫. ক ৬. গ ৭. ঘ ৮.

খ ৯. খ ১০. ঘ ১১. ঘ ১২. ঘ।

সর্বশেষ খবর